টুকরোদের প্রতি একটু বিশেষ নজর দিন। এই সব ‘অ্যাসিস্ট্যান্ট’দের সাহায্য নিয়েই তো
গোটা সাজটা সম্পূর্ণ হয়ে উঠবে। প্যালারাম, ক্যাবলা ও হাবুল সেন ছাড়া কীসের টেনিদা?
পাথরের মিক্স অ্যান্ড ম্যাচ নেকপিস। নকশায় জ্যামিতির প্রভাব। এথনিক, ওয়েস্টার্ন দুই সাজের সঙ্গেই মানাবে।
ছেলেরা সাদা ম্যাট ফিনিশ লেদার বেল্ট কিনে
রাখুন। বাকলটার দিকে নজর রাখবেন। মেয়েদের
বেশিটাই রঙিন শিমার বেল্ট। তাতে পাথর,
বো ডিজাইন প্রভৃতি রয়েছে।
মেয়েদের ঘড়ি।
গয়না বা ব্রেস্টলেট
ইত্যাদির কাজও
চালিয়ে দেয়।
ছেলেদের ঘড়িতে চলছে
মেটাল লুক। ডিজিটাল,
ক্রোনোগ্রাফ, মোটর স্পোর্টস
রেঞ্জ নানা নকশায় পাওয়া যাবে।
ছেলেদের ফ্রেমহীন
স্পোর্টসশেডস।
ওয়েফেয়ারারস। ফ্রেমগুলোয় একটু রং করা থাকলে
বেশি নজর কাড়ে। মেয়েরাও পরতে পারেন।
শাড়ির সঙ্গে পরার ধাতব এথনিক সেট। এই রকম কস্টিউম জুয়েলারি কেনার সময় জেনে নেবেন কী ভাবে যত্ন নিতে হবে।
অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website
may be copied or reproduced without permission.