|
|
|
|
ব্যাগ ঝুলিয়ে, জুতো পায়ে... |
অতি কেজো, অতি শৌখিন। একটিতে দরকারি জিনিসপত্র ভরে,অন্যটিতে
হিল গটমটিয়ে, প্যান্ডেলে ঘুরুন। লোকে কী স্টাইল বলে সেলাম দেবে। |
বটুয়া ও ক্লাচ |
|
জমকালো প্রাদেশিক শাড়ি পরলে সঙ্গে নিন জরি ও ব্রোকেড কাজের বটুয়া। যদি হাল ফ্যাশনের শাড়ি পরেন, তবেই পাথর, বা সিক্যুইন বসানো নানা আকারের ক্লাচ নেবেন। ওয়েস্টার্ন পার্টিওয়্যারের সঙ্গেও ক্লাচ মানায়।
|
টোট-হোবো-স্যাচল-পাউচ |
|
পশ্চিমি পোশাকের সঙ্গে যায় চার চৌকো ঢাউস ব্যাগ হোবো। বিশেষত লেদারের হোবো ব্যাগ যে কোনও সাজকে ভারী অভিজাত করে তোলে। ছাতা, সানগ্লাস, স্কার্ফ ও প্রসাধনী সংক্রান্ত যাবতীয় টুকিটাকিও ঢুকে যাবে।
টোট ব্যাগটা আধখানা চাঁদের মতো দেখতে। একটু পুরনো হয়েছে স্টাইলটা ঠিকই, তবে এথনিক ব্যাগে ওই ডিজাইন খুব সুন্দর দেখায়।
এ ছাড়া আছে ফ্রকের মতো দেখতে ব্যাগ, বেতের ঝুড়ির মতো দেখতে ডুলপ বা বাক্স আকৃতির স্যাচল ব্যাগ (স্কুল ব্যাগের মতো দেখতে, বাকল দিয়ে আটকানো যায়)। ফাঙ্কি সাজের সঙ্গে আড়াআড়ি ভাবে স্যাচল ব্যাগ নেওয়া চলে।
ছেলেরা মনে রাখবেন, গার্লফ্রেন্ডের ব্যাগে নিজের বোতল, ক্যামেরা ইত্যাদি ভরার চেষ্টা করলে ওটা আপনাকেই বইতে হবে। তাই শুধু পকেটের ভরসায় বেরোবেন না। ক্যামেরা রাখার জন্য একটা পকেট পাউচ নিয়ে নিন। আর একটা ভাল লেদারের ওয়ালেট নেবেন। ট্যান বাদামি রঙের। ওটা বার বার বের করতে হবে।
|
মেয়েদের জুতো |
পশ্চিমি পোশাকের জন্য একটা অ্যাঙ্কল বুট কিনবেন। ব্রাউন বা কালো রঙের। সব পোশাকের সঙ্গেই মারাত্মক স্টাইলিশ দেখাবে। একটা কাফ লেংথ বুট কিনে নিলে তার থেকে ভাল কিছু হয় না। শর্ট ড্রেসের সঙ্গে পরলে তো হলিউড হার মেনে যাবে।
পাম্প জুতো বা ব্যালেরিনা হিল সব পোশাকের সঙ্গে মিষ্টি দেখায়। বুট ক্যারি করতে না পারলে পাম্পও পরতে পারেন। তাতে এখন অ্যালিসের মতো বেল্ট বাঁধা ডিজাইন এসেছে। আর বো বাঁধা পাম্পও পাওয়া যায়। এতে হিল বাছুন আপনার স্বাচ্ছন্দ্য মত। ফ্ল্যাট, ওয়েজড, গ্লাস পেনসিল বা ছোট্ট কিট্ন সব রকমটাই হাজির।
পেনসিল হিল সামলাতে না পারলে ওয়েজড হিল পরুন। তাতে পা মচকানোর ভয় নেই। জুটের ওয়েজড হিল জুতোগুলো দেখতে খুব সুন্দর।
স্টিলেটো পরতে চাইলে পায়ের সৌন্দর্য খুব জরুরি। সরু স্ট্র্যাপ জড়িয়ে বাঁধতে হয় বলে, পায়ের অনেকটা অংশ অনাবৃত থাকে, তাই পদপল্লব-এর গঠন সুন্দর হলে তবেই মানায়।
গ্ল্যাডিয়েটর জুতোগুলোয় এখন একটি ব্যাক জিপার লাগানো থাকে। পায়ের সঙ্গে আঁটো ভাবে আটকে থাকে, দেখতে ভাল লাগে।
ঠাকুর দেখার জন্য পাথর, বিডস বসানো স্যান্ডালই ভাল। জুতি, হিমাচলি মোজরি, রাজস্থানি মখমলি চপ্পল ইত্যাদি প্রাদেশিক জুতো এখন কলকাতার সব খানেই ঢেলে বিক্রি হচ্ছে। ঝিনুক বা ঝুটা মোতি বসানো জুটের জুতো বা কারুকার্যখচিত, নকশাদার স্যান্ডাল, প্রাচ্য-পাশ্চাত্য সব সাজকেই সুন্দর করে তোলে। তবে, কেনার সময় দেখে নেবেন আঙুলের কাছে স্ট্র্যাপ আছে কিনা। এতে পায়ের গঠন ভাল থাকে, হাঁটতেও সুবিধা হয়।
রঙিন কনভার্স-এর নেশায় ছেলেমেয়ে সবাই বুঁদ। কনভার্স হয় হাই টপ (গোড়ালি ছাড়িয়ে খানিকটা উপরে), অ্যাঙ্কলটপ (গোড়ালি পর্যন্ত) ও অ্যাঙ্কল লেস (গোড়ালিতে পৌঁছানোর আগেই শেষ)। নতুন এসেছে ফিউশন জুতো। কনভার্স আর স্নিকার্সের মিলমিশ।
|
ছেলেদের জন্য |
লেদারের সূচালো মুখ ক্রোকোডাইল শু্য। পুজোয় স্টাইল করা যাবে, আবার অফিসেও পরে যাওয়া চলবে। বুট আছে নানা রকম। ভারী সোলওয়ালা বুট, সোয়েড বুট, ওয়াটারপ্রুফ লেদার বুট ইত্যাদি। স্নিকার্সের বেশির ভাগই রানিং বা স্পোর্টসশু, হাঁটার জন্য জবাব নেই। এথনিকের জন্য অন্তত একটা নাগরাই বা শুঁড়ওয়ালা চপ্পলও কিনে রাখুন।
|
ছবি সৌজন্য: প্রমোদস, জয়লক্ষ্মী, স্যামসনাইট (ব্যাগ), মেট্রো, উডল্যান্ডস, রেড (জুতো) |
|
|
|
|
|