|
|
|
|
|
ফিরে তাকাবে পুজোর ভিড়
পুরুষ’রা পুজোর ক’দিন একেবারে অন্য ভাবে সাজুন।
চেনা গণ্ডির বাইরে বেরনোর হদিশ। অভিষেক দত্ত |
|
সারা বছর ডেনিম আর টি শার্টে খাওয়া-বসা-ঘুম। ছেলে বলে কি ওয়ার্ডরোবে কোনও বৈচিত্র থাকবে না? আর আসছে পুজোটাই তো নানা রকমের পোশাক জমিয়ে ফেলার মোক্ষম সময়। পুজো বলে কথা, প্রথমেই কয়েকটা এথনিক পোশাক কিনে নিন। ধুতি-পাঞ্জাবি সামলাতে না পারলে, খাঁটি ভারতীয় ফ্যাশনে মন দিন। এথনিকে বন্ধগলা, জ্যাকেট আকারের কুর্তা এসেছে। এর সঙ্গে স্লিম প্যান্টস ভাল দেখায়। ইউরোপিয়ানদের জিপার দেওয়া নকশাটাও এখন ভারতীয় পোশাকে দেখা যায়। আর লম্বা কুর্তা জাতীয় ভারতীয় পোশাকের ওপর একটা হাত কাটা জহর কোট চাপিয়ে নিতে পারেন॥
|
|
দশমীতে হালকা পোশাকই ভাল। ক্যাজুয়াল পরতে মন না চায় তো এথনিক পরুন। চুড়ি প্যান্টস-এর ওপর ড্রেপ করা কুর্তা। নকশার কায়দায় মনে হবে যেন স্টোল নেওয়া আছে। সব্বাই ফিরে তাকাবে। |
|
|
|
|
|