টুকরো খবর

তিস্তা নিয়ে নয়া চিন্তা মমতার, শুনলেন অম্বিকা
তিস্তা নদীর জল বণ্টন নিয়ে মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেবেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অম্বিকা সোনি। তিনি জানান, তিস্তার জল নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্য এর আগেই প্রধানমন্ত্রীর কাছে পৌঁছেছে। মুখ্যমন্ত্রীর আরও কিছু ভাবনাচিন্তা রয়েছে। দিল্লি ফিরে অম্বিকা সেটা জানাবেন প্রধানমন্ত্রীকে। অম্বিকা শুক্রবার মহাকরণে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সি এম জাটুয়াও তাঁর সঙ্গে মুখ্যমন্ত্রীর ঘরে যান। মুখ্যমন্ত্রীর সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রীর বৈঠক চলে প্রায় এক ঘণ্টা। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অম্বিকা বলেন, “তিস্তার জল বণ্টন নিয়ে মুখ্যমন্ত্রীর কিছু ভাবনাচিন্তা রয়েছে। কেন্দ্রীয় মন্ত্রিসভার হিসেবে আমি তা প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দেব।” মমতার সঙ্গে আলোচনা প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “ওঁর সঙ্গে আমার কথা হল। পশ্চিমবঙ্গের সার্বিক পরিস্থিতি, এখানকার মানুষের কষ্টের কথা মমতা আমাকে বলেছেন। আমি ওঁর সব বক্তব্যই যথাযথ ভাবে প্রধানমন্ত্রীকে জানাব।”

ধাক্কা, গ্রাম নিষ্প্রদীপ
বিদ্যুতের খুঁটিতে ট্রেলারের ধাক্কায় ভক্তিনগর এলাকা প্রায় চার ঘন্টা বিদ্যুৎহীন থাকায় উত্তেজনা ছড়াল। পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিদ্যুৎ পর্ষদের তরফে ওই চালকের বিরুদ্ধে পুলিশে অভিযোগ করা হয়। পুলিশ চালক-সহ গাড়িটি আটক করেছে। বৃহস্পতিবার রাতে ফাঁসিদেওয়া থানার ভক্তিনগর এলাকায় ঘটনাটি ঘটেছে। চালকের দাবি, রাতে বুঝতে না-পারায় ঘটনাটি ঘটেছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একটি বড় ধরণের মেশিন নিয়ে গাড়িটি কলকাতা থেকে ডিব্রুগড় যাওয়ার কথা। গাড়ির চালক বাইপাস সড়ক দিয়ে না গিয়ে গাড়িটি ফাঁসিদেওয়ার ভিতর দিয়ে একটি রাস্তা দিয়ে নিয়ে যেতে একটি বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারলে রাস্তার ধারে বহু বাড়ির তার ও ফাঁসিদেওয়া হাসপাতালের তার ছিড়ে গিয়ে বিদ্যুৎ বিপর্যস্ত হয়ে পড়ে। রোগীদের সমস্যায় পড়তে হয়। এ ছাড়া এত বড় একটি গাড়ি অপরিসরে রাস্তা দিয়ে চালানোর ফলে দু’দিক থেকে যানজটের সৃষ্টি হয়।

পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ
দখল হয়ে যাওয়া ভিটে মাটি উদ্ধারের আশ্বাস দিয়ে অসহায় গরিব মহিলার কাছ থেকে ঘুষ নেওয়ার অভিযোগে শামুকতলা থানার একজন এএসআই-র বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। আলিপুরদুয়ারের অতিরিক্ত পুলিশ সুপার অনুপ জসওয়াল ওই তদন্ত শুরু করেছেন। অতিরিক্ত পুলিশ সুপার বলেন, “শামুকতলা থানার চেপানি গ্রামের শিপ্রা পণ্ডিত নামে এক মহিলা এএসআই সুব্রত গুণের বিরুদ্ধে ৮ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ লিখিত ভাবে জানিয়েছেন। ওই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। প্রথমিক ভাবে শামুকতলা থানার ওসিকে রিপোর্ট পাঠাতে বলেছি। ঘটনার তদন্ত শুরু করেছি।” শিপ্রা দেবী পুলিশকে জানিয়েছেন, তাঁর স্বামী মানসিক ভারসাম্যহীন। দুই মেয়ে, এক ছেলেকে নিয়ে প্রটণ্ড কষ্টের মধ্যে দিন কাটছে। ২০ বছর আগে তিনি শামুকতলা জঙ্গল লাগোয়া এলাকায় ০.৩ ডেসিমেল জমি কিনেছিলেন। সেখানে তিনি একটি ঘরও তৈরি করেন। সেই সময়ে কয়েক জন ব্যক্তি জোর করে ওই জমি দখল করে। পরে কয়েক দফায় শিপ্রা দেবী থানায় অভিযোগ জানান। ওই সময় থানার এএসআই জমি উদ্ধারের বিনিময়ে ৮ হাজার টাকা ঘুষ দাবি করেন। চাষের জমি বন্ধক রেখে ওই টাকা এএসআই-র হাতে তুলে দেন। কিন্তু তিনি জমি দখল মুক্ত করেননি বলে অভিযোগ। অভিযুক্ত অফিসার অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করেছেন।

অভিযুক্ত ব্যবসায়ী
পুলিশ বলে পরিচয় দিয়ে টাকা চাইলেও রাজি হয়নি চালক। পরে হুমকি দিয়ে জোর করে গাড়ি ঘুরিয়ে নিজের নিয়ে এসে চালক ও খালাসিকে মারধর করে আড়াই হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠল ফালাকাটার একটি হোটেল মালিকের বিরুদ্ধে। ওই গাড়ির চালক দোকানের মালিকের বিরুদ্ধে পুলিশ পরিচয় দিয়ে টাকা তোলার অভিযোগ দায়ের করেন। এর পরে পাল্টা ওই চালকের নামে দোকানের ক্যাশ বাক্স থেকে টাকা ছিনতাইয়ের অভিযোগ দায়ের করে অভিযুক্ত দোকান মালিক। এই ঘটনার পর ফেরার খাবার দোকানের মালিক। আলিপুরদুয়ারের এসডিপিও ডেভিড লেপচা বলেন, “বিষয়টি নিয়ে বিস্তারিত খোঁজ নিচ্ছি। বিষয়টি দেখা হচ্ছে।” গত মঙ্গলবার রাতে কোচবিহার খাগড়াবাড়ি এলাকার বাসিন্দা বিপ্লব রায় ছোট গাড়িতে বক্সিরহাট থেকে যাত্রী নিয়ে ডালখোলা যাচ্ছিলেন। তিনি পুলিশকে জানিয়েছে, ফালাকাটা শহর লাগোয়া এসএসবি ক্যাম্প মোড়ের কাছে পিছন একটি সবুজ রঙের গাড়ি ইশারা করে গাড়ি দাঁড় করিয়ে নিজেদের পুলিশের পরিচয় দিয়ে ১ হাজার টাকা দাবি করে। তিনি টাকা দিতে অস্বীকার করলে জোর করে গাড়িটি ঘুরিয়ে ধূপগুড়ি মোড়ের কাছে একটি খাবারের দোকানে। সেখানে মারধর করে টাকা ছিনতাই করা হয় বলে অভিযোগ। বুধবার চালক পুলিশে অভিযোগ জানান। তবে থানায় অভিযোগ জমা পড়ার পর বিপ্লববাবুর বিরুদ্ধে হোটেলের ক্যাশ বাক্স থেকে ৮ হাজার টাকা ছিনতাই করার অভিযোগ দায়ের করে ওই হোটেল ব্যবসায়ী। অভিযুক্ত হোটেল মালিক তোতন সরকারের বাবা দুলাল দে সরকার অবশ্য ছেলের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। তিনি জানান, ওই চালক খাবার চাইলে দেরি হওয়ায় কর্মচারী-সহ ছেলেকে ধাক্কাধাক্কি করে ক্যাশ বাক্স থেকে ৮-৯ হাজার টাকা ছিনতাই করে থানায় মিথ্যা মামলা করেন।

বন্ধ ৯ করাতকল
অবৈধ কাজের অভিযোগে ৯ টি করাতকল বন্ধ করল বন দফতর। শুক্রবার কার্শিয়াং ডিভিশনের চারটি রেঞ্জের কর্মীরা টুপকরিয়াঝাড় রেঞ্জে ৭টি করাত মিল এবং বাগডোগরা রেঞ্জে ২টি করাতকল বন্ধ করে দেন। দীর্ঘদিন ধরেই সেগুলির বিরুদ্ধে অভিযোগ পেয়েই এ দিন অভিযান চালানো হয়। কার্শিয়াং ডিভিশনের ডিএফও গঙ্গাবাহাদুর ছেত্রী বলেন, “প্রয়োজনীয় কাগজপত্র না দেখাতে পারলে ব্যবস্থা নেওয়া হবে।”

বোনাসের ঘোষণা
বোনাস ঘোষণা করল নর্থবেঙ্গল স্মল টি প্ল্যান্টার্স অ্যাসোসিয়েশন। শুক্রবার সন্ধ্যায় শিলিগুড়িতে সংগঠনের অফিসে শ্রমিক নেতৃত্বের সঙ্গে আলোচনার পর ঘোষণা করা হয়। সংগঠনের তরফে জানানো হয়েছে, ৫১-১০০ একরের ক্ষেত্রে ২০ শতাংশ হারে, ২৫-৫০ একরের ক্ষেত্রে ১৮ শতাংশ হারে, ১১-২৪ একরের ক্ষেত্রে ১৭ শতাংশ হারে, ১০ একরের কমের ক্ষেত্রে ১৫.৫০ শতাংশ হারে বোনাস দেওয়া হবে।

দুষ্কৃতী ধৃত
চুরির অভিযোগে এক দুষ্কৃতীকে গ্রেফতার করছে পুলিশ। বৃহস্পতিবার রাতে আমবাড়ি ফাঁড়ির সাহুডাঙ্গি এলাকায় এক বাড়িতে চুরি করতে গিয়ে বমাল ধরা পড়ে। ধৃতের বাড়ি নিউ জলপাইগুড়ি এলাকায়।

ভাতা বিলির দাবি
পুজোর আগে বাধর্ক্য ভাতা বিলির দাবিতে প্রশাসনের কাছে আর্জি জানালেন মালবাজারের লাটাগুড়ি অঞ্চলের বৃদ্ধ-বৃদ্ধারা। শুক্রবার মহকুমাশাসকের দফতরে স্মারকলিপি দিয়ে ওই আর্জি জানানো হয়।

সিল করাতকল
চোরাই কাঠ মজুত করে রাখার অভিযোগে একটি করাতকল ‘সিল’ করল বন দফতর। পাশাপাশি একটি করাত কলের মেশিনে যন্ত্রাংশও বাজেয়াপ্ত করে বনদফতর। শুক্রবার ফাঁসিদেওয়ার গোয়ালটুলি এলাকায় ঘটনাটি ঘটেছে।

দেহ উদ্ধার
এক অজ্ঞাতপরিচয় মৃতদেহ উদ্ধার করেছে নিউ জলপাইগুড়ি ফাঁড়ির পুলিশ। শুক্রবার শক্তিগড়ের কলাবাড়ি থেকে দেহটি উদ্ধার হয়েছে।




First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.