আজ, শনিবারের মধ্যে ছাত্র কোপানোর ঘটনায় অভিযুক্ত সিপিএম নেতা জীবেশ দত্ত বিশ্বাসকে গ্রেফতার করা না হলে জেলা জুড়ে ছাত্র ধর্মঘটের হুমকি দিয়েছে ছাত্র পরিষদ। জলপাইগুড়ির আনন্দচন্দ্র কলেজের তৃতীয় বর্ষের ছাত্রছাত্রীদের খাতা পুনর্মূল্যায়নের নথি সংক্রান্ত আলোচনা করতে গত বৃহস্পতিবার কলেজের ছাত্র সংসদের সম্পাদক সহ অন্যরা কলেজের প্রধান করণিক সিপিএম নেতা জীবেশবাবুর বাড়িতে গিয়েছিলেন। জীবেশবাবু দু’দিন ধরে কলেজে না আসাতেই কলেজের উল্টো দিকে তাঁর বাড়িতে ছাত্ররা গিয়েছিলেন বলে দাবি করা হয়েছে। জীবেশ ও তাঁর ভাই দীপেশ ছাত্র সংসদের পত্রিকা সম্পাদক সন্দীপ ঘোষের কাঁধে ও বুকে দা দিয়ে কোপ মারেন বলে। অন্য দিকে জীবেশ বাবুর অভিযোগ, ছাত্ররা তাঁর বাড়িতে ভাঙচুর শুরু করে। তার ভাই দীপেশকে ধাক্কাধাক্কি করলে দীপেশবাবু রুখে দাঁড়াতে বাধ্য হন। জখম ছাত্রকে শিলিগুড়ির উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে পাঠানো হয়েছে। দীপেশকে পুলিশ গ্রেফতার করে। এ দিন জলপাইগুড়ি জেলা আদালতে দীপেশবাবুর জামিন নাকচ হয়ে যায়। তাকে জেল হেফাজতে পাঠানো হয়েছে। ঘটনার প্রতিবাদে শুক্রবার জলপাইগুড়ির এসি কলেজ, কর্মাস কলেজ আইন কলেজ-সহ কয়েকটি কলেজে ধর্মঘট করেছে ছাত্র পরিষদ। সিপিএম প্রভাবিত কলেজ শিক্ষাকর্মী সমিতির জেলা সম্পাদক জীবেশ দত্ত বিশ্বাসের বাড়িতে কংগ্রেসের ছাত্ররা তাণ্ডব চালিয়েছে বলে অভিযোগ করে এ দিন জেলা জুড়ে পাল্টা ধর্মঘট করে কলেজ শিক্ষা কর্মী ইউনিয়নও। জেলার কোনও কলেজেই কাজকর্ম হয়নি। ছাত্র সংসদের সদস্য আক্রান্ত হওয়ায় এসি কলেজের নবীন বরণ পিছিয়ে দেওয়া হয়। ছাত্র পরিষদের মহকুমা সভাপতি শৌভিক চৌধুরী বলেন, “এক সময়ের সিপিএমের দুর্গ এসি কলেজ ছাত্র পরিষদ একক শক্তিতে ছাত্র সংসদ দখল করেছে, সেটাই সিপিএম মেনে নিতে পারছে না। তাই তারা পরিকল্পিত আক্রমণ করেছে। শনিবারের মধ্যে জীবেশ দত্ত বিশ্বাসকে গ্রেফতার করা না হলে ধর্মঘট থেকে শুরু করে বৃহত্তর আন্দোলনে যাওয়া হবে।” সিপিএমের কলেজ কর্মীদের সংগঠন পশ্চিমবঙ্গ কলেজ শিক্ষাকর্মী সমিতির নেতা নীলাদ্রী মৈত্র বলেন, “শুক্রবারের ঘটনার পরিপ্রেক্ষিতে নিরাপত্তাহীনতায় ভুগছি। যে ভাবে সংগঠনের জেলা সম্পাদকের বাড়িতে গিয়ে তাণ্ডব হয়েছে তাতে আতঙ্কিত। অভিযুক্তদের গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনে যাব।” অন্যদিকে আরএসপির ছাত্র সংগঠন পিএসইউয়ের জেলা সম্পাদক বিশ্বজিত সরকার বলেন, “বিশ্ববিদ্যালয়ের পুনর্মূল্যায়ন সংক্রান্ত ভ্রান্ত নীতিই এই ঘটনার জন্য দায়ী।” |