টুকরো খবর
|
গরুতে ফসল নষ্ট করা নিয়ে ছাত্রীকে দা’-এর কোপ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
গরুতে ফসল নষ্ট করা নিয়ে দু’টি পরিবারের মধ্যে বিবাদের জেরে দা’এর কোপে জখম হল এক ছাত্রী। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার বসিরহাট থানার হরিহরপুর গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। সালেমা নামে ওই ছাত্রীকে খুনের চেষ্টা করা হয়েছিল বলে তার বাবা ফজের আলি মল্লিক প্রতিবেশী অপেরা বিবি ও তাঁর ছেলে আবসার গাজি-সহ পাঁচজনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। তবে ঘটনার পরই পালিয়ে গিয়েছেন অভিযুক্তেরা। তাদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ জানিয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গরুতে ফসল নষ্ট করেছে এই অভিযোগে গত কয়েক দিন ধরে গ্রামে ফজের আলি এবং অপেরা বিবির মধ্যে মধ্যে ঝগড়া-বিবাদ চলছিল। বৃহস্পতিবার রাতে ফজের আলি অপেরা বিবির গরু আটকে রাখলে বিবাদ চরমে ওঠে। এমনকী সেই রাতে দু’টি পরিবারের মধ্যে হাতাহাতিও হয়। শেষ পর্যন্ত অপেরা বিবি বাড়িতে গরু বেঁধে রাখার প্রতিশ্রুতি দিয়ে গরু ফেরত পান। ফজের আলির মেয়ে সালমা বাগুন্ডি পিয়ারিলাল হাইস্কুলে দশম শ্রেণিতে পড়ে। শুক্রবার স্কুলে পরীক্ষা ছিল। ফজের আলির পরিবারের অভিযোগ, এ দিন সকালে স্কুলে যাওয়ার পথে কয়েকজন লোক নিয়ে অপেরা বিবি ও তার ছেলে সালমাকে ঘিরে ধরে মারধর করে। এমনকী দা দিয়ে তার মাথায় আঘাত করা হয়। মেয়েকে মারধরের পরে পালিয়ে যায় ওরা। পরে গ্রামবাসীরাই রক্তাক্ত অবস্থায় সালমাকে উদ্ধার করে। ফজের আলির অভিযোগ, “গরু আটকানোর শোধ তুলতে ওরা আমার মেয়েকে খুনের চেষ্টা করেছিল।”
|
নকল সোনা বিক্রি করতে এসে ধৃত ৫ |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
নকল সোনা বিক্রি করতে এসে পুলিশের হাতে ধরা পড়ল পাঁচ দুষ্কৃতী। বৃহস্পতিবার রাতে ঘটনাট ঘটেছে দেগঙ্গার কাউকেপাড়ায়। দুষ্কৃতীদের গাড়িটিও আটক করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, ধৃত পাঁচজনের মধ্যে ইয়াকুব মল্লিক ও রুস্তম আলি দক্ষিণ ২৪ পরগনার কাশীপুরের বাসিন্দা। বাকি তিনজন এসেছিল মেদিনীপুর থেকে। ধৃতদের কাছ থেকে দেড় কিলোগ্রাম ওজনের সোনার মতো দেখতে ধাতুর পাত উদ্ধার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি দামী গাড়িতে চড়ে রাজ্যের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে নকল সোনা বিক্রির একটি চক্র কাজ করছিল। একেবারে সোনার মতো দেখতে ধাতুর পাত নিয়ে চক্রটি বিভিন্ন জায়গায় লোক ঠেকিয়ে বেড়াচ্ছিল। বিশেষ করে গ্রামের মানুষই বেশ ঠকছিলেন। এ দিন চক্রটি কাশীপুরে আসে। সেখানে এক ব্যবসায়ীর হাতে ধরা পড়ে যাওয়ার পরে কোনওরকমে সেখান থেকে পালিয়ে দেগঙ্গায় চলে আসে। স্থানীয় কাউকেপাড়ার কাছে গাড়ি দাঁড় করিয়ে কয়েক জন অচেনা যুবককে ইতস্তত ঘুরতে দেখে স্থানীয় মানুষের সন্দেহ হয়। খবর চলে যায় থানায়। ইতিমধ্যে ভিড় জমতে শুরু করে। সেই সময় গাড়ির পিছু পিছু আসা তিন মোটর সাইকেল আরোহী বিপদ বুঝে পালিয়ে যায়। দেগঙ্গা থানার ওসি শান্তিনাথ পাঁজার নেতৃত্বে পুলিশ এসে ওই পাঁচ দুষ্কৃতীকে গ্রেফতার করে। তাদের অন্য সঙ্গীদেরও খোঁজা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
|
যুব কংগ্রেস নেতাকে গুলি করার ঘটনায় গ্রেফতার তৃণমূল কর্মী |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
এক যুব কংগ্রেস নেতার উপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে ক্যানিংয়ের এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার সকালে ক্যানিংয়ের তালদি বাজার থেকে কুতুবুদ্দিন সরদার নামে ওই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, ধৃতকে জিজ্ঞাসাবাদ করে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়েছে। গত ২২ জুলাই ক্যানিংয়ের হাটপুকুরিয়া গ্রামে ক্যানিং পশ্চিম যুব কংগ্রেস সভাপতি ইউসুফ ঘরামির উপর সশস্ত্র আক্রমণ হয়। তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। ইউসুফকে বাঁচাতে গিয়ে সেরিনা খাতুন নামে এক তরুণী এবং নুর হোসেন নামে এক কিশোর ঘটনাস্থলে গুলিবিদ্ধ হয়। ওই ঘটনায় অভিযোগের তির উঠেছিল তৃণমূল কর্মীদের দিকে। ঘটনাটি এআইসিসি পর্যন্ত গড়ায়। এআইসিসি-র সাধারণ সম্পাদক শাকিল আহমেদ আহত তরুণ ও কিশোরীকে দেখতে হাসপাতালে যান। আসেন রাজ্য যুব কংগ্রেস সভানেত্রী তথা সাংসদ মৌসম বেনজির নুর।
|
বোমায় জখম ব্যবসায়ী |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে গুরুতম জখম হয়েছেন এক ব্যবসায়ী। বৃহস্পতিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে বসিরহাট থানার বাগপুকুর গ্রামে। গঙ্গা দাস নামে গুরুতর আহত ওই ব্যবসায়ীকে বসিরহাট মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর ডান চোখে আঘাত লেগেছে বলে হাসপাতাল সূত্রে জানানো হয়েছে। আহত ওই ব্যবসায়ী হামিদ গাজি, আবু তালেব মণ্ডল-সহ ৬ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মেছোভেড়ির ব্যবসা নিয়ে বেশ কিছুদিন ধরে হামিদ গাজি, আবু তালেবের সঙ্গে ঝামেলা চলছিল গঙ্গা দাসের। এ দিন বসিরহাট হাসপাতালে ভর্তি তাঁর এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন তিনি। রাতে সেখান থেকে মোটর সাইকেলে আকিপুর গ্রামে বাড়ি ফেরার পথে কয়েক জন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে বোমা ছুড়লে মোটর সাইকেল থেকে পড়ে যান তিনি। দৌড়ে গিয়ে রাস্তার পাশে একটি বাড়িতে আশ্রয় নেন। অভিযোগ, দুষ্কৃতীরা সেখানে ঢুকে তাঁকে মারধর করে। মারের চোটে তাঁর ডান চোখটি ক্ষতিগ্রস্ত হয়। পরে বাসিন্দারা তাড়া করলে দুষ্কৃতীরা পালিয়ে যায়।
|
লরির ধাক্কায় মৃত্যু বাদুড়িয়ায় |
নিজস্ব সংবাদদাতা • বসিরহাট |
লরির ধাক্কায় মৃত্যু হয়েছে এক মোটর সাইকেল আরোহীর। দুর্ঘটনাটি ঘটে শুক্রবার সকালে বাদুড়িয়া থানার গুড়দহ গ্রামের কাছে। পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তি আব্দুল রফিক মণ্ডলের বাড়ি জসাইকাটি গ্রামে। লরটি আটক করে দেহ ময়নাতদন্তের জন্য বসিরহাট মহকুমা হাসপাতালে পাঠায় পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন বেলা ১১টা নাগাদ ইটবোঝাই লরিটি দ্রুতগতিতে আসছিল। হঠাৎ লরির একটি চাকা ফেটে গেলে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে এক মোটর সাইকেল আরেহীকে ধাক্কা মারে। ধাক্কার চোটে পড়ে যান ওই ব্যক্তি। তার উপরেই উল্টে যায় ইটবোঝাই লরিটি। ঘটনাস্থলেই পিষ্ট হয়ে মারা যান আব্দুল রফিক।
|
কম্পিউটার সাক্ষরতা মিশনের নতুন শাখা |
নিজস্ব সংবাদদাতা • ক্যানিং |
কেন্দ্রীয় রাজীব গাঁধী কম্পিউটার সাক্ষরতা মিশনের নতুন শাখা চালু হল বাসন্তীতে। সম্প্রতি এই শাখার দ্বারোদঘাটন করেন বাসন্তীর বিডিও রাজীব মণ্ডল। রাজীব গাঁধী কম্পিউটার সাক্ষরতা মিশনের অধীনে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ফিউচার এডুকেশনের সহায়তায় এই প্রশিক্ষণ কেন্দ্রে কম্পিউটার ডিপ্লোমা ও সার্টিফিকেট কোর্স-সহ ভোকেশনাল প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে বলে জানান সংস্থার ম্যানেজার বুলা চন্দ্র। দুঃস্থ-মেধাবী ছাত্রছাত্রীদের জন্য ১৩ শতাংশ ছাড় ও বৃত্তির ব্যবস্থা থাকবে বলেও জানান তিনি।
|
গাইঘাটায় চ্যাম্পিয়ন রুদ্রপুর |
নিজস্ব সংবাদদাতা • গাইঘাটা |
গাইঘাটার ইছাপুর ফ্রেন্ডস্ ক্লাবের পরিচালনায় ১৬ দলের নক-আউট ফুটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হল রুদ্রপুর মিজাল আইকর সার্ভিস লিমিটেড। সম্প্রতি দিনরাতের ওই প্রতিযোগিতায় ফাইনালে তারা ১-০ গোলে হারিয়ে দেয় দত্তপুকুরের বাবামণি কনস্ট্রাকশনকে। প্রথমার্ধের ৫ মিনিটের মাথায় একমাত্র গোলটি করেন গোপাল রায়। ফাইনালের সেরা দত্তপুকুরের আশিস মণ্ডল। প্রতিযোগিতার সেরা রুদ্রপুরের আলতাফ হোসেন। ‘ফেয়ার প্লে’ ট্রফি জেতে হাবরার হিজলপুকুরের প্রগতি সঙ্ঘ।
|
মলে আগুন |
বারুইপুরের কাছারি বাজারে একটি শপিং মলে শুক্রবার আগুন লাগে। আটটি দোকান পুড়ে গিয়েছে। পুলিশ জানায়, সকাল সাড়ে ৬টা নাগাদ মল থেকে ধোঁয়া বেরোতে দেখে মলের লোকজন দমকলে খবর দেন। দমকলের চারটি ইঞ্জিন দেড় ঘণ্টার চেষ্টায় আগুন আয়ত্তে আনে। |
|