টুকরো খবর |
খুনের নালিশ রঘুনাথগঞ্জে |
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
এক মহিলার অস্বাভাবিক মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে তাঁর শ্বশুরবাড়ি থেকে দেহটি উদ্ধার করে পুলিশ। মৃতার নাম টুম্পা সাহা (২২)। ঘটনাটি ঘটেছে, রঘুনাথগঞ্জ থানার মিঞাপুর গ্রামে। মৃতার বাবা গৌতম সাহা টুম্পাকে খুন করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, টুম্পার বাপের বাড়ি সামশেরগঞ্জের মহেশটোলা গ্রামে। সাড়ে ছ’বছর আগে তাঁর বিয়ে হয় মিঞাপুরের বাপি সাহার সঙ্গে। তাঁদের বছর পাঁ’চেকের একটি মেয়েও রয়েছে। গৌতমবাবু বলেন, “এর আগেও বহুবার আমার মেয়ের উপরে নির্যাতন করা হয়েছে। প্রতিবারই সালিশি বসিয়ে ক্ষমা চেয়ে নিয়েছে জামাই। এক বছর আগে গলায় ফাঁস লাগিয়ে আমার মেয়েকে খুনের চেষ্টাও হয়। চিৎকারে পড়শিরা এসে সে বার বাঁচায়। বৃহস্পতিবারও মেয়ে আমাকে ফোন করে মারধরের কথা জানায়। শুক্রবার সকালে মৃত্যুর খবর পাই।” তিনি জানান, এ দিন মেয়ের শ্বশুর বাড়িতে গিয়ে তিনি দেখেন বারান্দায় মাদুরের উপরে দেহ শোয়ানো রয়েছে। বাড়িতে কেই নেই। টুম্পার এক ননদ তাঁদের দেখতে পেয়ে পালিয়ে যায়। এর পরেই থানায় খবর দেন তিনি।
ডেপুটি ম্যাজিস্ট্রেটের কাছে খুনের অভিযোগ করেন তিনি। গৌতমবাবুর অভিযোগ, “আমার মেয়েকে খুন করে দেহটি ঝুলিয়ে দেওয়া হয়েছিল।” পুলিশ জানিয়েছে, দেহটি ময়না-তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। অভিযুক্তেরা সকলেই পলাতক। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
রেজিনগরে দুর্ঘটনা, জখম ৭ |
নিজস্ব সংবাদদাতা • রেজিনগর |
যাত্রী বোঝাই একটি বাস উল্টে জখম হয়েছেন ৭ জন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রেজিনগরের লোকনাথপুর মোড়ের কাছে। বীরভূমের বোলপুর থেকে মায়াপুর যাচ্ছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে যায়। জখমদের বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতেরা সকলেই বোলপুরের বাসিন্দা। যান্ত্রিক গোলমালের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি পুলিশ আটক করেছে। তবে চালক পলাতক।
|
বেলডাঙার স্কুলে বিক্ষোভ |
নিজস্ব সংবাদদাতা • বেলডাঙা |
পোশাকের প্রাপ্য টাকা মেলেনি গত ৫ মাস ধরে। এরই প্রতিবাদে শুক্রবার বেলডাঙা হরিমতি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় ছাত্রীরা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ওই ছাত্রীদের দাবি, মে মাসে সরকারের তরফে স্কুলে টাকা পাঠানো হলেও ইচ্ছে করে ওই টাকা আটকে রাখা হয়েছে। বেলডাঙা-২ এর বিডিও সচ্চিদানন্দ বন্দ্যোপাধ্যায় বলেন, “ওই স্কুলে কিছু সমস্যা রয়েছে। সমাধানের বহু চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি।” জেলা মাধ্যমিক অবর পরিদর্শক শুভেন্দু বিকাশ দত্ত বলেন, “কিছু অভিযোগ পেয়ে শুক্রবার স্কুলে গিয়েছিলাম। এক কর্মীর পদ খালি থআকায় টাকা পেতে ছাত্রীদের অসুবিধা হচ্ছে। স্কুলে পরিচালন সমিতি নেই। কর্মী নিয়োগ ও পরিচালন সমিতি গঠন করার ব্যবস্থা করা হচ্ছে।” স্কুলের প্রধান শিক্ষিকা প্রতিভা রায় বলেন, “প্রশাসনিক কিছু সমস্যা রয়েছে। তাই এই গোলমাল। আশা করছি দ্রুত সমস্যা মিটবে।”
|
স্কুলের নির্বাচনে প্রার্থী দিতে পারল না সিপিএম |
নিজস্ব সংবাদদাতা • কল্যাণী |
বামফ্রন্টের শক্ত ঘাঁটি বলে পরিচিত নদিয়ার কল্যাণী থানার গয়েশপুরে স্থানীয় নেতাজি বিদ্যামন্দির বিদ্যালয়ের পরিচালন সমিতির নির্বাচনে প্রার্থী দিতে পারল না সিপিএম। এখানকার ৬টি আসনেই প্রার্থী দিয়েছে তৃণমূল। আগামি ২৫ সেপ্টেম্বর এখানে নির্বাচন হওয়ার কথা ছিল। আগে এই স্কুলে ক্ষমতায় ছিল সিপিএম। গয়েশপুর শহর ১ নম্বর শাখার সভাপতি মরণকুমার দে বলেন, “এলাকার মানুষ চান না, তাই সিপিএম কোনও প্রার্থী দিতে পারেনি।” মরণবাবু বলেন, “শুধু অভিভাবক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেই নয়, শিক্ষক ও অশিক্ষক প্রতিনিধিও দাঁড় করাতে পারেনি সিপিএম।” অভিযোগ অস্বীকার করে গয়েশপুর পুরসভার পুরপ্রধান সিপিএমের গোপাল চক্রবর্তী বলেন, “তৃণমূল আমাদের প্রার্থীই দাঁড় করাতে দেয়নি। শিক্ষক, অশিক্ষক প্রতিনিধি আমরা দাঁড় করালেও তাঁদের চাপ দিয়ে প্রার্থীপদ প্রত্যাহার করতে বাধ্য করেছে।” তৃণমূল অবশ্য সেই অভিযোগ অস্বীকার করেছে।
|
মূক-বধির কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
মূক ও বধির এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে। পুলিশ জানিয়েছে, গত সোমবার ওই কিশোরীকে ধর্ষণ করা হয় বলে বুধবার অভিযোগ করা হয় রানাঘাট থানায়। ওই কিশোরীর বাবা বিদ্যুৎ চালিত তাঁত শ্রমিক মন্টু দেবনাথ বলেন, “সোমবার সন্ধ্যায় আমার মেয়ে এক প্রতিবেশীর বাড়ি থেকে টেলিভিশন দেখে ফিরছিল। সেই সময় ওই যুবক কার্তিক দেবনাথ তাকে ধর্ষণ করে।” বাড়িতে ফিরে আকারে ইঙ্গিতে সে কথা ওই কিশোরী তার মা ও প্রতিবেশী এক মহিলাকে জানায়। মন্টুবাবু বলেন, “মঙ্গলবার আমার মেয়ে ইঙ্গিতে জানায় কার্তিকই ওই অপকর্ম করেছে। তারপরে বুধবার আমি অভিযোগ দায়ের করেছি।” বৃহস্পতিবার রাতে কার্তিককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ছেলেটি পলাতক। বৃহস্পতিবার রাতে রামনগর এলাকা থেকে গ্রেফতার করা হয় ওই যুবককে। বুধবার মেয়েটির শারীরিক পরীক্ষা করানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
|
পত্রিকা প্রকাশ |
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
সম্প্রতি নদিয়ার রানাঘাট রেল স্টেশনে কলেজ পড়ুয়াদের সাংস্কৃতিক সংস্থা ‘আন্তরিক’ এবং ‘আবেগ’ পত্রিকার যৌথ উদ্যোগে দু’টি দেওয়াল পত্রিকা আত্মপ্রকাশ করল। ‘কোলাজ’ এবং ‘উতল হাওয়া’ নামে ওই দুই দেওয়াল-পত্রিকার উদ্বোধন উপলক্ষে নাটক পরিবেশন করা হয়। ‘আবেগ’ পত্রিকার তরফে সেরা লেখকদের পুরস্কৃত করা হয়।
|
তেহট্টের গ্রামে মুরগির মড়ক |
নিজস্ব সংবাদদাতা • তেহট্ট |
তেহট্টের বেতাই গ্রামে গত কয়েক দিনে বেশ কিছু মুরগি মারা গিয়েছে। জেলা প্রশাসন অবশ্য তার কারণ স্পষ্ট করে জানাতো পারেনি। তবে এ ব্যাপারে কোনও ঝুঁকি না নিয়ে মৃত মুরগিগুলির রস-রক্ত পরীক্ষার জন্য ভোপালে পাঠিয়েছে বলে স্থানীয় প্রাণিসম্পদ বিকাশ দফতর সূত্রে জানা গিয়েছে। শুক্রবার, এ ব্যাপারে প্রাণিসম্পদ দফতর ও পঞ্চায়েতগুলির সঙ্গে বৈঠক করেন তেহট্টের মহকুমাশাসক অচিন্ত্যকুমার মণ্ডল। তিনি বলেন, “আতঙ্কের কিছু নেই। তবে আপাতত বাইরে থেকে ওই এলাকায় যাতে মুরগি আমদানি না করা হয় সে দিকে খেয়াল রাখতে বলা হয়েছে। সেই সঙ্গে স্থানীয় মুরগিপালকদেরও সতর্ক থাকতে বলা হয়েছে।”
|
বৃষ্টি বিঘ্নিত ম্যাচ |
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
নক-আউট ফুটবল প্রতিযোগিতার শুরুর দিনই অতিবৃষ্টিতে ম্যাচ ভেস্তে গেল। লালবাগ তরুণ সমিতি আয়োজিত ওই প্রতিযোগিতা বৃহস্পতিবার থেকে লালবাগের গোলাপবাগ ময়দানে শুরু হয়েছে। প্রতিযোগিতার সূচনা দিনে ডোমকল মহমেডান প্রতিদ্বন্দ্বিতা করে বহরমপুরের বালার্ক সঙ্ঘের সঙ্গে। এ দিন ম্যাচের প্রথমার্ধের ২২ মিনিটের খেলা চলাকালীন তুমুল বৃষ্টি শুরু হয়ে যায়। অতিবৃষ্টিতে মাঠে জল দাঁড়িয়ে যায়। ফলে ম্যাচ বাতিল হয়ে যায়। ওই সময় ডোমকলের দলটি ২-০ গোলে এগিয়ে ছিল। |
|