ক্রেডিট কার্ডে ঋণ ৪০০ হস্তশিল্পীকে |
হস্তশিল্পীদের আর্থিক চাহিদা পূরণ করতে ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ দেওয়ার কর্মসূচি নেওয়া হয়েছে। চলতি আর্থিক বছরে পূর্ব মেদিনীপুর জেলায় মোট ৪০০ হস্তশিল্পীকে ‘আর্টিসান ক্রেডিট কার্ড’ দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তাঁদের মোট ৭ কোটি ২০ লক্ষ টাকা ঋণ দেওয়ার পরিকল্পনা নিয়েছে রাজ্য সরকার। জেলা শিল্পকেন্দ্রের জেনারেল ম্যানেজার মানস ভট্টাচার্য বলেন, “বিভিন্ন হস্তশিল্পের সঙ্গে যুক্ত কারিগরদের আর্থিক সমস্যা মেটাতে ক্রেডিট কার্ডের মাধ্যমে ঋণ নেওয়ার সুবিধা দেওয়া হচ্ছে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলিতে এই ক্রেডিট কার্ডের সাহায্যে ঋণ নিতে পারবেন হস্তশিল্পীরা। ব্লক ভিত্তিক হস্তশিল্পীদের তালিকা তৈরি করা হচ্ছে।” জেলা পরিষদ ও জেলা শিল্পকেন্দ্র সূত্রে জানা গিয়েছে, এক-এক জন হস্তশিল্পী ২ লক্ষ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন। কার্ড পাওয়ার জন্য প্রথমে ব্লক শিল্প আধিকারিকের দফতরে আবেদন করতে হবে। হস্তশিল্পীর ঋণের চাহিদা খতিয়ে দেখার পরে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মাধ্যমে ক্রেডিট কার্ড দেওয়া হবে। জেলা পরিষদের বিদ্যুৎ ও ক্ষুদ্র কুটিরশিল্প দফতরের কর্মাধ্যক্ষ স্বপন রায় বলেন, “কোলাঘাটের বৈষ্ণবচকের বিষাণ শিল্প, দিঘার ঝিনুকশিল্প-সহ বিভিন্ন হস্তশিল্পের কাজে নিযুক্তদের এই প্রকল্পে ঋণ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। দক্ষ কারিগরদের তালিকা তৈরি করা হচ্ছে। তাঁরা যাতে সহজেই ঋণ পান, সে জন্য সমস্ত রকমের সহযোগিতা করা হবে।”
|
এসএফআই প্রার্থী দিতে না পারায় কার্যত বিনা প্রতিদ্বন্দ্বিতায় ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়েরও ছাত্রসংসদ দখল করতে চলেছে ছাত্র পরিষদ-তৃণমূল ছাত্র পরিষদ জোট। গত ১৩ সেপ্টেম্বর থেকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে ঘাটাল কলেজে। ২৩ সেপ্টেম্বর নিবার্চন হওয়ার কথা ছিল। এসএফআই নেতা তাপস ঘোষের অভিযোগ, “আমরা মনোনয়নপত্র তুলতে গিয়েছিলাম। কিন্তু টিএমসিপি এবং সিপি-র ছেলেরা আমাদের কলেজে ঢুকতেই দেয়নি। বেশ কয়েকজনকে মারধরও করেছে। নিরাপত্তার কারণে এ বার আর প্রতিদ্বন্দ্বিতা করলাম না।” যদিও অভিযোগ উড়িয়ে দিয়ে তৃণমূল ছাত্র পরিষদের শপথ চক্রবর্তী এবং ছাত্র পরিষদের বরুণ দাস বলেন, “আমরা চেয়েছিলাম নিবার্চন হোক। কিন্তু ছাত্র-ছাত্রীরাই এসএফআইয়ের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। ফলে প্রতিদ্বন্দ্বিতা দূরে থাক, মনোনয়নপত্রই তুলতে পারেনি ওরা।” এ দিকে টিএমসিপি এবং সিপি-র জোট নিয়েও শহরে তৃণমূল-কংগ্রেসের মধ্যে চাপান-উতোর চলছে। কংগ্রেস নেতারা জোট চাইলেও তৃণমূলের একটি গোষ্ঠী প্রকাশ্যেই জোটের বিরোধিতা করেছিল। এই নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিকবার বৈঠকও হয়। এমনকী, টিএমসিপি ছাত্রসংসদের সব আসনেই মনোনয়নপত্র জমা দেয়। শুক্রবার, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে দু’পক্ষের নেতৃত্বের হস্তক্ষেপে রফা হয়। মোট ৪৩টি আসনের মধ্যে টিএমসিপি ৩২ ও সিপি ১১টি আসনের দখল নিয়েছে।
|
সারের কালোবাজারি বন্ধ, ধানের ন্যায্য মূল্য দেওয়া-সহ বেশ কিছু দাবিতে অতিরিক্ত জেলাশাসকের (উন্নয়ন) দ্বারস্থ হল সারা ভারত কৃষক ও খেতমজুর সংগঠনের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটি। শুক্রবার অতিরিক্ত জেলাশাসককে স্মারকলিপি দেওয়া হয়। সংগঠনের সদস্যেরা জানান, সারের কালোবাজারিতে কৃষকরা ক্ষতিগ্রস্থ হচ্ছেন। পরিস্থিতি পাল্টাতে দোকানে রেট বোর্ড রাখতে হবে। কৃত্রিম সঙ্কট ঠেকাতে রাজ্যকে উদ্যোগী হতে হবে। বন্যা দুর্গত এলাকায় কৃষি ঋণ মকুবের দাবি জানান তাঁরা।
|
পরিকাঠামোর উন্নয়ন, আসন সংখ্যা বাড়িয়ে আরও ছাত্রছাত্রীকে ভর্তির সুযোগ করে দেওয়া-সহ নানা দাবিতে শুক্রবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দ্বারস্থ হল ডিএসও। প্রশাসনিক ভবন সংলগ্ন এলাকায় ছাত্রছাত্রীদের দাবি সম্বলিত পোস্টার-ফেস্টুন লাগানোর সুযোগ দেওয়ারও দাবি জানানো হয়।
|
পেট্রোলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে শুক্রবার জেলাশাসকের দফতরের সামনে বিক্ষোভ দেখাল এসইউসি। নেতৃত্বের বক্তব্য, মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষ সমস্যায় পড়ছেন। অথচ, কেন্দ্রীয় সরকারের হুঁশ নেই।
|
বজ্রাঘাতে মৃত্যু হয়েছে এক মহিলার। নাম পুতুল সিংহ (২৭)। বাড়ি কেশিয়াড়ির খেজুরকুটি গ্রামে। শুক্রবার বিকেলে বাড়ির কাছে ছাগল চরাচ্ছিলেন তিনি। সেই সময় বাজ পড়ে তাঁর মৃত্যু হয়।
|
মৎস্যজীবীদের জন্য ‘আমার বাড়ি’ প্রকল্প দ্রুত রূপায়ণ-সহ ৮ দফা দাবিতে শুক্রবার মীনভবন অবরোধ করে অবস্থান-কর্মসূচি পালন করল কাঁথি মহকুমা খটি-মৎস্যজীবী উন্নয়ন সমিতির মহিলা শাখা। মৎস্য দফতরের বাইরেই দাঁড়িয়ে ছিলেন কর্মী-আধিকারিকদের। বেলা ১টা নাগাদ বিধায়ক দিব্যেন্দু অধিকারীর হস্তক্ষেপে অবস্থান ওঠে। |