টুকরো খবর
|
তদন্ত দাবি |
বিজন সেতুতে ১৭ জন আনন্দমার্গীর হত্যাকাণ্ডে সুপ্রিম কোর্টের কর্মরত বিচারপতিকে দিয়ে বিচারবিভাগীয় তদন্তের দাবি জানালেন আনন্দমার্গীরা। ১৯৮২-র ৩০ এপ্রিল এই হত্যাকাণ্ড ঘটে। সম্প্রতি এই উপলক্ষে একটি মিছিল ও সভা অনুষ্ঠিত হয়।
|
সাংস্কৃতিক সন্ধ্যা |
থ্যালাসেমিয়া রোগীদের সাহায্যার্থে সম্প্রতি বিধাননগরের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রে সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে এক স্বেচ্ছাসেবী সংস্থা। ছিল তন্ময় বসু ও বাংলা ব্যান্ড ভূমির অনুষ্ঠান। ছিলেন বিধাননগরের বিধায়ক সুজিত বসু, মহকুমাশাসক মলয়
মুখোপাধ্যায় প্রমুখ।
|
|
‘তাপস সেন: ছায়ায় আলোয়’-বইটি প্রকাশ করলেন খালেদ চৌধুরী।
আছেন তাপস-কন্যা জয়ন্তী সেন ও শমীক বন্দ্যোপাধ্যায়। ছবি: শুভাশিস ভট্টাচার্য। |
|
‘কবিতার সঙ্গে কিছুক্ষণ’। আবৃত্তি ও সঙ্গীতের একটি অনুষ্ঠানের মহড়ায়
অন্তরা দাস, পূর্বায়ণ চট্টোপাধ্যায় এবং সুরজিৎ রায়। ছবি: অর্কপ্রভ ঘোষ। |
|
|