|
|
|
|
|
|
|
...সময় এল কাছে: জাদুঘরে |
মাতৃরূপেণ...
বিভূতিসুন্দর ভট্টাচার্য
|
|
মা যা ছিলেন তারই সন্ধানে একটি প্রদর্শনীর প্রস্তুতি এখন তুঙ্গে ভারতীয় সংগ্রহালয়ে।
‘শক্তিরূপেণ’ নামের এই প্রদর্শনীতে থাকছে হিন্দু, বৌদ্ধ ও জৈন ধারার একশোটিরও বেশি শিল্পকর্ম। থাকছে সিন্ধু সভ্যতা থেকে শুরু করে মৌর্য, শুঙ্গ, গুপ্ত, পাল সেন যুগের এবং বিংশ শতাব্দীরও বেশ কিছু শিল্পকর্ম যার বিষয় মাতৃমূর্তি। পাথর, ধাতু, হাতির দাঁত, পোর্সেলিন, পোড়ামাটির তৈরি প্রদর্শের পাশাপাশি থাকছে মিনিয়েচার পেন্টিং, তৈলচিত্র, পটচিত্রও। ভারতীয় সংগ্রহালয়ের প্রত্নতত্ত্ব, নৃতত্ত্ব ও শিল্প বিভাগের রিজার্ভ সংগ্রহের এই সব অদেখা জিনিস নিয়েই সেজে উঠবে প্রদর্শনীটি। |
|
সিংহবাহিনী |
মূর্তিগুলির মধ্যে রয়েছে হিন্দু মহিষমর্দিনী, চামুণ্ডা, অম্বিকা, চণ্ডী, উমা-মহেশ্বর। তেমনই রয়েছে বৌদ্ধ দেবী তারা, মারীচী, পর্ণশবরী, শক্তি-সহ হেবজ্র ইত্যাদি। থাকছে কাংড়া, বিকানের পাহাড়ি মিনিয়েচার চিত্রকলায় দুর্গা। বাদ পড়েনি কালীঘাটের পটে বিভিন্ন দেবীর ছবিও। থাকছে ছো নাচের মুখোশে দুর্গা, গম্ভীরা মুখোশে চামুণ্ডা কালী, পটচিত্রে মনসার ভাসান এমনকী লক্ষ্মীর সরাও। চন্দ্রগুপ্তের স্বর্ণমুদ্রায় দেখা মিলবে ‘লক্ষ্মী’ ও ‘সিংহবাহিনী’র। |
|
|
ধাতুর দুর্গা |
হাতির দাঁতের দুর্গা |
|
|
|
কালীঘাটের পটে দুর্গা |
ধাতুর দুর্গা |
|
সংগ্রহালয়ের ভারপ্রাপ্ত অধিকর্তা অনুপকুমার মতিলাল বললেন, “পুজোর আগে শহরবাসীর কাছে ঐতিহ্যের পুজোর একটা গন্ধ আমরা তুলে ধরতে চেয়েছি।” প্রদর্শনী উপলক্ষে প্রকাশিত হবে একটি ক্যাটালগও। প্রদর্শনীটি চলবে ২৩ থেকে ২৯ তারিখ। |
|
চন্দ্রগুপ্তের স্বর্ণমুদ্রায় দেবী ও সিংহ |
|
|
|
|
|