...সময় এল কাছে
চমক শহরতলিতেও

অঞ্চলের অনেকেই পুজোর সময়ে কলকাতায় যেতে পারেন না। ফলে দেখা হয় না কলকাতার থিমের বাহার। তাই কয়েক বছর ধরে কবরডাঙা, ঠাকুরপুকুর, বেহালা-সোদপুরের মতো শহরতলি এলাকার মানুষের জন্য থিম পুজোর আয়োজন করছেন পুজোর উদ্যোক্তারা। জনপ্রিয় হওয়ায় মূল কলকাতা থেকেও অনেকে আসেন। এ বারও এর ব্যতিক্রম হচ্ছে না।
শহরে জলাশয়ের সংখ্যা কমছে। শহরতলিরও অবস্থা ভাল নয়। তাই জলাশয় রক্ষার বার্তা নিয়ে হরিদেবপুর আদর্শ সমিতির পুজো মণ্ডপ তৈরি হচ্ছে তিন ধরনের কচুরিপানা দিয়ে, জানালেন পুজোর উদ্যোক্তারা। তাঁদের থিম জলাশয়ের সংরক্ষণ। কচুরিপানা শুকিয়ে, ইস্ত্রি করে তৈরি হচ্ছে মণ্ডপের নানা উপকরণ। মণ্ডপ হচ্ছে পদ্মের আকারের। বাঁশের কাঠামোর উপরে কাপড় আর কচুরিপানার নানা কাজ। জলাশয়ের সঙ্গেই কমে যাচ্ছে মাছরাঙা, প্রজাপতি, ফড়িং ইত্যাদি। তাই কচুরিপানা দিয়ে তৈরি মাছরাঙা, প্রজাপতি ও ফড়িং থাকছে মণ্ডপে। পুজো প্রাঙ্গণে ঢোকার পরে প্রথমে দেখা যাবে তিনটি জলভর্তি পদ্মপাতা। তাতে ভেসে বেড়াচ্ছে কচুরিপানা। প্রতিমাও তৈরি হচ্ছে কচুরিপানা দিয়ে।
হরিদেবপুর নবীন সাথী ক্লাবের এ বছরের থিম মাতৃত্ব। ঠিকমতো মাতৃদুগ্ধ পান না করানোয় শিশুদের নানা সমস্যা হচ্ছে। মণ্ডপ ও প্রতিমায় সেই সমস্যাকেও তুলে ধরা হচ্ছে, জানালেন পুজোর উদ্যোক্তারা। এখানে দুর্গা গণেশকে স্তন্যপান করাচ্ছেন। কোলে রয়েছে কার্তিকও। বেহালা-সোদপুর প্রগতি সঙ্ঘের ৫৪তম বর্ষের থিম রামযাত্রা। এক সময়ে সম্ভ্রান্ত বাড়িতে কোনও উৎসবে যাত্রা ছিল অপরিহার্য। রঙিন সামিয়ানার নীচে হত অভিনয়। সময়ের সঙ্গে সঙ্গে সেই রীতি আজ প্রায় হারিয়ে গিয়েছে। সেই রীতির রেশ ধরে রাখতেই প্রগতি সঙ্ঘের মণ্ডপ জুড়ে ক্যানভাসের উপর আঁকা হচ্ছে রামযাত্রার নানা কাহিনি। তৈরি হচ্ছে বিষয়ের সঙ্গে মানানসই প্রতিমাও।
অন্য দিকে, কবরডাঙা চক-ঠাকুরানিচকের উদয়ন সঙ্ঘের সুবর্ণজয়ন্তী বর্ষের থিমের মণ্ডপ তৈরি হচ্ছে পাহাড়ের আকারে। পাহাড়ের উপরে থাকছে দুর্গার মন্দির। ছোটদের মনোরঞ্জনের জন্য মণ্ডপে থাকবে রোপওয়ে এবং টয়ট্রেন। বাংলার বিভিন্ন প্রাচীন মন্দিরের কাল্পনিক মিশ্রণে মণ্ডপ তৈরি করছে কবরডাঙা নবীন সঙ্ঘ। তবে উদ্যোক্তাদের দাবি, এ বারের মূল আকর্ষণ চন্দননগরের আলো।

ছবি: পিন্টু মণ্ডল




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.