...সময় এল কাছে
সহমর্মিতার প্রাঙ্গণে

সাহায্যের হাত বাড়িয়েই দেবীপক্ষের সূচনা করল ঠাকুরপুকুর স্টেট ব্যাঙ্কপ্লট পুজো কমিটি। দুঃস্থ প্রতিবন্ধীদের ৫০টি হুইলচেয়ার বিলি করা হয়ে গিয়েছে ইতিমধ্যে। এর পর চতুর্থীর দিন প্রায় সাড়ে সাতশো দুঃস্থ শিশুকে স্কুলের পোশাক বিলি করা হবে। সপ্তমীর দিন ৫০ জন দুঃস্থ দৃষ্টিহীনকে দেওয়া হবে ‘ফোল্ডিং স্টিক’। পুজোর বাজেটের অর্ধেকের বেশিই নানা ভাবে দুঃস্থদের সাহায্যে খরচ করবে পুজো কমিটি। সাবেক প্রতিমায় পূজিত হবেন মা।
পাড়ার পুজো কমিটির সদস্যদের ভোটে থিম পুজো গো-হারা হয়েছে। একঘেয়ে থিম পুজো থেকে বেরিয়ে আসতে চাইছে বড়িশা তপোবন পুজো কমিটি। ২১০ জন সদস্যর মধ্যে থিমের পক্ষে ভোট পড়েছে ৬০। সাবেক পুজোয় ফিরে গিয়েছে বড়িশা তপোবন পুজো কমিটি। দশভুজা দুর্গামূর্তি। কাপড় ও বাঁশের তৈরি মণ্ডপ।
ঠাকুরপুকুর সিস্টার নিবেদিতা মাল্টিপারপাস সোসাইটির মণ্ডপ হবে চারচালার। পুজো কমিটির সদস্যরা বলেন, “বাঁকুড়া-বীরভূম এলাকায় এমন চারচালায় ঘরোয়া পরিবেশে সমস্ত আচার মেনে পুজো হয়। ওই পুজোয় জাঁকজমক থাকে না। কিন্তু পুরোপুরি মাতৃ আরাধনার পরিবেশ। এখানে মা দুর্গার শান্ত যোগীরূপ।” পুজোর চার দিন সন্ধ্যার পরে ভক্তিগীতির আসর বসবে বলে জানালেন পুজো কমিটির সদস্যরা।
বাঁশ আর কঞ্চি দিয়ে তৈরি মণ্ডপ। বাঁশ চিরে নানা নকশা তৈরি করা হয়েছে। মণ্ডপের ভিতরে-বাইরে সরু সরু বাঁশ দিয়ে তৈরি মনীষীদের অবয়ব থাকবে। বেশ কয়েকটি ঝাড়বাতিও তৈরি হয়েছে বাঁশ চেরাই করে। সাবেক প্রতিমা। ঠাকুরপুকুর নবপল্লি উন্নয়ন সমিতি পুজো কমিটি অষ্টমী ও নবমীতে পাড়ার সবাইকে পাত পেড়ে খাওয়াবে।
শুকনো হোগলা পাতা দিয়ে তৈরি হচ্ছে অরুণাচল প্রদেশের একটি মন্দির। কালীতলা জনকল্যাণ কমিটির মণ্ডপ হচ্ছে বাঁশ-কাপড়-হোগলা দিয়ে। মণ্ডপের ভিতরে ও বাইরে হোগলা পাতা কেটে নানা নকশা তৈরি হচ্ছে। পুজো কমিটির বক্তব্য, হোগলা পাতার ব্যবহার প্রায় হারিয়ে গিয়েছে। হোগলা দিয়ে তৈরি হত বাড়ি। সাধারণ গৃহস্থের বাড়িতেও ব্যবহার হত হোগলা পাতার মাদুর। ৬ কাঠা জমির উপরে হোগলা পাতার নানা কারুকার্য।
প্রতিমা সাবেক।
বড় বাগান কালচারাল অ্যাসোসিয়েশনের মণ্ডপে সাবেক প্রতিমায় পূজিত হবেন মা দুর্গা। মাটি ও কাপড়ের মণ্ডপ। পুজোর চার দিন সন্ধ্যায় চলবে নানা অনুষ্ঠান। চতুর্থী থেকে চলবে নাচ-গানের আসর। জেলেপাড়ায় রামায়ণপাঠ। ঠাকুরপুকুর তরুণ সমিতির মণ্ডপ হবে নানা ধরনের কয়েক হাজার ঝিনুক দিয়ে। মণ্ডপের চারধারে জেলেপাড়ার পরিবেশ। ঝিনুক দিয়েই তৈরি হবে রামায়ণের নানা কাণ্ডের মডেল। পুজোর চার দিন চলবে নানা প্রতিযোগিতা।

ছবি: পিন্টু মণ্ডল




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.