...সময় এল কাছে
বসেছে আজ থিমের মেলা
পুজো মানেই মেলা। পুজো মানেই ভিড়ের মধ্যে গুঁতোগুঁতি করেও রাতভর থিমের মণ্ডপ দেখে বেড়ানো। শহর কলকাতা থেকে শহরতলি এই চিত্রটার কোনও পরিবর্তন হয়নি।
ব্যারাকপুর ও উত্তর ব্যারাকপুর এই দুই পুর এলাকায় নজরকাড়া পুজো বেশ কয়েকটি। ভারতের বিভিন্ন উপত্যকার নৈসর্গিক সৌন্দর্য এ বার প্রেরণা দিয়েছে এই দুই অঞ্চলের বেশ কয়েকটি পুজোকে। নালন্দা বিশ্ববিদ্যালয় থেকে ভিক্টোরিয়া মেমোরিয়াল, বিধানসভা ভবন বা নেপাল, কাশ্মীরের পাহাড়-উপত্যকা সবই এ বার হাজির থিমে।

ব্যারাকপুরে তালপুকুর রায়বাগান সর্বজনীনের ৬৩ বছরের পুজোয় থিম এক টুকরো নেপাল। উদ্যোক্তারা জানালেন, শুধু পাহাড়, নদী, গুম্ফাই নয়, নেপালের অধিবাসীদেরও আনা হবে মণ্ডপে। মধ্য নোনা চন্দনপুকুর বারোয়ারিরও থিম পাহাড়ের কোলে উপত্যকা, পাহাড়ের চুড়োয় দুর্গতিনাশিনীর অধিষ্ঠান। ব্যারাকপুর শীতলামন্দির সমাজের পুজোর এ বার ৪২ বছর। তৈরি হচ্ছে বাঁশের কেল্লা। সেই কেল্লায় থাকবেন সাঁওতালরা। ব্যারাকপুর চিড়িয়ামোড়ে যুবমানসের থিম বিধানসভা ভবন। কাঠ, বাঁশ আর প্যারিস দিয়ে তৈরি হচ্ছে মণ্ডপ। উদ্যোক্তারা জানালেন, এখানে পুজোর থেকেও বেশি ভিড় জমে মেলা দেখতে। তালপুকুর ভট্টাচার্যপাড়ার ৭২ বছরের পুজো বারোয়ারি হলেও বনেদিয়ানার জন্যই নজর কাড়ে। নবমীর দিন রাজ চামুণ্ডা যজ্ঞ দেখতে ভিড় জমান বহু মানুষ। ষষ্ঠী থেকে একাদশী পর্যন্ত একটানা জ্বলে বিশালাকার দু’টি মোমবাতি।
পলতার নেতাজি সঙ্ঘের মণ্ডপ হবে প্রাচীন মন্দিরের আদলে। পুরাণের বিভিন্ন কাহিনী থাকবে কাঠের কাজে। কাঠের রঙের সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিমা তৈরি হচ্ছে। মণ্ডপ তৈরি করছেন নবদ্বীপের শিল্পীরা। সেবাগ্রামের থিম কাশ্মীরের ত্রিকূট পাহাড়। ঝর্না-পাহাড় পেরিয়ে প্রায় কুড়ি ফুট উপরে উঠলে প্রতিমা দেখতে পাওয়া যাবে।
ইয়ং স্টার ক্লাবের পুজোয় ডাকের সাজের প্রতিমা। মণ্ডপ হচ্ছে কাচ দিয়ে। থিম শিসমহল। পলতায় শান্তি সঙ্ঘের মণ্ডপ তৈরি হচ্ছে ভিক্টোরিয়া মেমোরিয়ালের আদলে। উদ্যোক্তারা জানালেন, এই নকল ভিক্টোরিয়ার উচ্চতা হবে ১১০ ফুট। মেলা বসবে এখানেও। ইছাপুর হরিসভা সর্বজনীনে বাঁশ, কাঠ, প্লাই দিয়ে তৈরি হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়। মণ্ডপ জুড়ে ছড়িয়েছিটিয়ে থাকবে নালন্দার সমসাময়িক সভ্যতার মাটির মূর্তি।




অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.