আগামী সোমবার বোর্ডের বার্ষিক সাধারণ সভায় দুটো পদ নিয়ে চরম অনিশচয়তা। এক, গুরুত্বপূর্ণ সচিব পদে শ্রীনিবাসনের উত্তরসুরি কে হবেন এবং দুই, নির্বাচকদের চেয়ারম্যান কৃষ্ণমাচারি শ্রীকান্ত ও তাঁর কমিটিকে রেখে দেওয়া হবে কি না। এই মুহূর্তে বোর্ডে একমেবাদ্বিতীয়ম এবং পরবর্তী প্রেসিডেন্ট হতে চলা শ্রীনিবাসন সচিব পদে চাইছেন রঞ্জীব বিসওয়াল এবং নির্বাচকদের চেয়ারম্যান পদে শ্রীকান্তকে। তবে বোর্ডের একাংশের বিরোধিতা থাকায় বিসওয়াল এবং শ্রীকান্ত শতকরা একশো ভাগ নিশ্চিত নন।
বিশ্বকাপ জয়ের পরপরই ইংল্যান্ড সফরে টেস্টে ০-৪ বিপর্যয়ের জেরে কড়া সমালোচনা হয়েছে শ্রীকান্তদের। বোর্ডের একাংশ নতুন কমিটি চায়। এই নিয়ে দ্বিধায় বোর্ড কর্তারা। পুরনো কমিটি থেকে গেলে পূর্বাঞ্চল নির্বাচক রাজা বেঙ্কটও আরও এক বছর থেকে যাবেন। শ্রীকান্ত কী করবেন, সেটাও গুরুত্বপূর্ণ। তিনি মিডিয়ার সঙ্গে যুক্ত এবং নির্বাচক থাকলে অর্থকরী দিক দিয়ে অনেকটাই ক্ষতি হবে। শ্রীকান্তের কমিটি না থাকলে রাজা বেঙ্কটের জায়গায় আসার দৌড়ে বাংলা থেকে দু’টো নাম। দীপ দাশগুপ্ত ও দেবাঙ্গ গাঁধী।
এন শ্রীনিবাসন বোর্ড প্রেসিডেন্টের চেয়ারে বসলে তাঁর জায়গায় বোর্ডে যে বিসওয়ালই সচিব হবেন, তা এখনও নিশ্চিত নয়। তাঁর প্রতিদ্বন্দ্বী বোর্ডের প্রাক্তন যুগ্মসচিব এবং ভাবী কোষাধ্যক্ষ মোহিন্দর পাণ্ডব। এই পদের জন্য আর একটা যে নাম শোনা যাচ্ছে সেটা অরুণ জেটলির আশীর্বাদধন্য অনুরাগ ঠাকুরের। বেশ কিছু নতুন মুখের আত্মপ্রকাশ আগামী সোমবার বোর্ডের বার্ষিক সভায় হচ্ছে। আইপিএল চেয়ারম্যান পদ থেকে চিরায়ু আমিন ইস্তফা দেওয়ার পর তাঁর উত্তরসুরি হচ্ছেন বোর্ডের ভাইস প্রেসিডেন্ট রাজীব শুক্ল। শুধু রাজীব শুক্ল নন, খুব গুরুত্বপূর্ণ পদে অভিষেক হতে চলেছে প্রাক্তন বোর্ড প্রেসিডেন্ট মাধবরাও সিন্ধিয়ার পুত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার। মধ্যাঞ্চল থেকে তিনি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। যেমন পূর্বাঞ্চল থেকে ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন চিত্রক মিত্র। অসম, ওড়িশা, ত্রিপুরা এবং ন্যাশনাল ক্রিকেট ক্লাবের সমর্থন রয়েছে চিত্রকবাবুর দিকে। এত দিন বোর্ডের চিফ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার পদে থাকা অধ্যাপক রত্নাকর শেট্টি হারাতে চলেছেন তাঁর পদ। তাঁর উত্তরসুরি হিসেবে ভেসে উঠেছে আইপিএলের চিফ এক্সিকিউটিভ অফিসার সুন্দর রামনের নাম। সব কিছু ঠিকঠাক চললে সুন্দর রামনই দায়িত্বে আসবেন। বোর্ডের যুগ্মসচিব হতে পারেন সিএবি-র বর্তমান যুগ্মসচিব বিশ্বরূপ দে। |