আজ ফেডারেশন কাপে |
ডেম্পো : পুণে এফ সি
(যুবভারতী, বিকাল ৪-০০) |
ইস্টবেঙ্গল : মহমেডান
(যুবভারতী, সন্ধ্যা ৭-০০) |
মোহনবাগান : রয়্যাল ওয়াহিংডো
(পুণে, বিকাল ৪-০০) |
চার্চিল ব্রাদার্স : শিলং লাজং
(পুণে, সন্ধ্যা ৭-০০) |
|
ডেভিসে শুরুতেই হারের মুখে ভারত
সংবাদসংস্থা • টোকিও |
প্রতিদ্বন্দ্বিতা দূরের কথা, ডেভিস কাপের ওয়ার্ল্ড গ্রুপ প্লে অফ সিঙ্গলসে দুটো ম্যাচেই স্ট্রেট সেটে হারতে হল ভারতকে। ফল হিসেবে টাই শুরুর চব্বিশ ঘণ্টাও কাটতে না কাটতে অবনমনে র মুখে দাঁড়িয়ে ভারত। সোমদেব দেববর্মন এবং রোহন বোপান্নার হারে টাইয়ে আজই ২-০ এগিয়ে গেল প্রতিপক্ষ জাপান। অবনমন বাঁচিয়ে ষোলো দেশের এলিট গ্রুপে থাকার জন্য ভারতকে এখন বাকি দু’দিন টাইয়ের বাকি তিনটি ম্যাচ জিততে হবে। শুক্রবারের সবচেয়ে বড় অঘটন বিশ্ব র্যাঙ্কিংয়ে ৬৫ নম্বরে থাকা সোমদেবের হার। যে লড়াই তাঁর কাছ থেকে প্রত্যাশিত ছিল, তা একেবারেই দেখাতে পারেননি সোমদেব। তাঁর থেকে ১১০ ধাপ নীচে থাকা ইউয়িচি সুগিতার কাছে ৩-৬, ৪-৬, ৫-৭ হারতে হল তাঁকে। ম্যাচ গড়ায় দু’ঘণ্টা বত্রিশ মিনিট। যে আক্রমণাত্মক টেনিসটা সোমদেব খেলে থাকেন, তা এ দিন চোখে পড়েনি। দিনের দ্বিতীয় সিঙ্গলস ম্যাচে এক ঘণ্টা সাঁইত্রিশ মিনিটের মধ্যে ভারতীয় সমর্থকদের যাবতীয় আশায় জল ঢেলে দেন বোপান্না। বিশ্বের ৫৫ নম্বর নিশিকোরি তাঁকে উড়িয়ে দেন ৬-৩, ৬-২, ৬-২।
|