যে কোনও বড় ক্রিকেটার বিদায়ের সময় একটা চেনা-পরিচিত মঞ্চ চায়। সে চায়, জীবনের শেষ ইনিংসটা এমন ভাবে খেলতে যাতে লোকে তাকে মনে রাখে। দ্রাবিড় নিজের এত দিনের চেনা মঞ্চটাই ওয়ান ডে কেরিয়ারের শেষ দিন পেয়ে গেল। দল শুরুতে নেমে ধুঁকছে, রান রেট কিছুতেই বাড়ানো যাচ্ছে না, এমন পরিস্থিতিতেই তো রাহুলকে বরাবর ব্যাট হাতে রুখে দাঁড়াতে দেখেছি। আজও ছকে বাঁধা গল্প। আজও রাহুল দেখিয়ে দিল, ‘দ্য ওয়াল’-এ ওয়ান ডে জীবনের শেষ দিনেও এতটুকু চিড় ধরেনি। |
শুক্রবার আবার চোখ টানল বিরাট কোহলি। উল্টো দিকে রাহুলের মতো একজন, বিরাট নিজের স্বাভাবিক খেলাটা খেলল এবং ৯৩ বলে ১০৭ রানের একটা ঝকঝকে ইনিংস খেলে গেল। যদিও ও নেমেছিল চার নম্বরে। তিন নম্বরে নেমে গত দেড় বছরে প্রচুর ভাল ইনিংস খেলেছে বিরাট। নিজের জায়গা বদল করে খেলা সহজ নয়। সেটার সঙ্গে মানিয়ে নিয়ে সিরিজের শেষ ম্যাচটায় নিজের জাত চেনাল বিরাট। এই বিরাটকেই ভারতের দরকার। শেষ দিকে ধোনি খেলল ধোনির ঢঙেই। ২৬ বলে ৫০ নট আউট। একেবারে অধিনোয়কোচিত ইনিংস। পুরনো ধোনির ছোঁয়া। ভারতের ব্যাটিং দেখে বারবার মনে হল, সিরিজের শুরুতে কেন এই ব্যাটিংটা দেখতে পাইনি। |
সিরিজ ইংল্যান্ড জিতে গিয়েছে। এই ম্যাচ থেকে বিশেষ কিছু পাওয়ার ছিল না। জিতলে সেটা হবে সান্ত্বনা পুরস্কার। পাঁচ মাস আগে বিশ্বকাপ জয়ী দল ইংল্যান্ডে পাঁচ ম্যাচের সিরিজ খেলে একটাতেও জিততে পারবে না, মেনে নেওয়া খুব কঠিন। এ ছাড়াও জেতার জন্য একটা বাড়তি তাগিদ ধোনির টিমের কাছ থেকে প্রত্যাশিত ছিল। ওয়ান ডে বিদায়ের দিনে রাহুলকে একটা জয় উপহার দেওয়াই তো ওর প্রতি টিমের সেরা শ্রদ্ধার্ঘ হতে পারে। ৩০৪ এই উইকেটে বেশ ভাল স্কোর, আশা করা যাক, ‘সব ভাল যার শেষ ভাল’ স্লোগানটা ধোনিরা মনে রাখবে। কার্ডিফে বৃষ্টির জন্য ইংল্যান্ডের লক্ষ্য ৩৪ ওভারে ২৪১। বার বার বৃষ্টিতে টার্গেট বদলে ডাকওয়ার্থ লুইস কিন্তু ভারতের পক্ষেই। |
কে কী বলছেন |
“জীবনের শেষ এক দিনের ম্যাচে রাহুল দ্রাবিড়কে অভিনন্দন!”
শন পোলক |
“শেষ ম্যাচে যদি দ্রাবিড় নেতৃত্ব দেয় কী রকম হয়? এমএসডিও তাহলে একটা বিশ্রাম পেয়ে যায়”
আকাশ চোপড়া |
“দ্রাবিড় দেখিয়ে দিয়েছে। দুর্দাম্ত ৫০”
পুনম পাণ্ডে |
|
ভারত |
পার্থিব ক ব্রেসনান বো সোয়ান ১৯
রাহানে ক ফিন বো ডার্নবাখ ২৬
দ্রাবিড় বো সোয়ান ৬৯
কোহলি হিট উইকেট বো সোয়ান ১০৭
রায়না ক ব্রেসনান বো ফিন ১৫
ধোনি ন.আ. ৫০
জাদেজা ক বোপারা বো ডার্নবাখ ০
অশ্বিন ন.আ. ০
অতিরিক্ত ১৮
মোট ৫০ ওভারে ৩০৪-৬
পতন: ৫২, ৫৭, ২২৭, ২৩৬, ২৮৪, ২৮৮।
বোলিং: ব্রেসনান ৯-০-৬২-০, ফিন ১০-১-৪৪-১, ডার্নবাখ ১০-০-৭৩-২, সোয়ান ৯-০-৩৪-৩, সমিত ৮-০-৫৫-০, বোপারা ৪-০-২৪-০। |
ইংল্যান্ড |
কুক বো কোহলি ৫০
কেইসওয়েটার এল বি ডব্লিউ বিনয় কুমার ২১
ট্রট ব্যাটিং ৫০
বেল ব্যাটিং ১৯
অতিরিক্ত ২
মোট ১৪৪-২। |
(স্কোর অসম্পূর্ণ) |
|