পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের কাজ খতিয়ে দেখতে দু’দিনের জেলা সফরে এলেন রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিব অসিতবরণ চক্রবর্তী। শুক্রবার দুপুরে জেলা প্রশাসনের পদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন তিনি। মেদিনীপুরে কালেক্টরেটের সভাকক্ষে এই বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত, জেলা উন্নয়ন ও পরিকল্পনা আধিকারিক প্রণব ঘোষ প্রমুখ। মেদিনীপুর সদর ও খড়্গপুরের মহকুমাশাসকের পাশাপাশি সংশ্লিষ্ট এলাকার বিডিওরাও হাজির ছিলেন। |
পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের কাজ এখন কী অবস্থায় দাঁড়িয়ে রয়েছে, গত ক’বছরে কত টাকা বরাদ্দ হয়েছে, তার মধ্যে কত টাকাই বা খরচ করা সম্ভব হয়েছে, প্রায় দু’ঘণ্টার বৈঠকে সে সবই জানতে চান অতিরিক্ত মুখ্যসচিব। উপস্থিত সকলের সঙ্গে আলোচনা করেন। মহকুমাশাসক, বিডিওদের মতামত জানতে চান। কাজ এগোতে কী কী সমস্যা হচ্ছে, সে সম্পর্কেও খোঁজ নেন। পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বরাদ্দ অর্থে বেশ কয়েকটি দফতর কাজ করে। সেই সব দফতরের আধিকারিকরাও এ দিনের বৈঠকে উপস্থিত ছিলেন। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, পড়ে থাকা কাজ দ্রুত শেষ করার উপরই জোর দেন অতিরিক্ত মুখ্যসচিব। তাঁর বক্তব্য, বকেয়া কাজ দ্রুত শেষ করতে হবে। তার পরই নতুন পরিকল্পনা মতো অর্থ বরাদ্দ করা হবে। বৈঠকে উপস্থিত জঙ্গলমহল এলাকার এক বিডিও’র কথায়, “পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের বেশ কিছু অর্থ ব্লকস্তরে পড়ে রয়েছে। কাজ এগোনোর ক্ষেত্রে কিছু সমস্যা থাকার জন্য এই পরিস্থিতি। অতিরিক্ত মুখ্যসচিব স্পষ্ট জানান, বকেয়া কাজ দ্রুত শেষ করে নতুন পরিকল্পনা করতে হবে। অযথা কাজ ফেলে রাখা যাবে না।” |