পুজোর মুখে ফের নিষিদ্ধ ক্যারিব্যাগের কারবার শুরু করার অভিযোগ উঠেছে রায়গঞ্জের ব্যবসায়ীদের একাংশের বিরুদ্ধে। শহরের বিভিন্ন মহল থেকে স্থানীয় পুরসভায় ওই অভিযোগ জমা পড়েছে। এর পরেই রায়গঞ্জ পুর কর্তৃপক্ষ নিষিদ্ধ প্লাস্টিকের ক্যারিব্যাগ বিরোধী অভিযানে নেমেছেন। পুরসভার স্বাস্থ্য পরিদর্শক সুদেবচন্দ্র দাস বলেন, “কয়েক মাস অভিযান বন্ধ থাকার সুযোগে শহরের এক শ্রেণির ব্যবসায়ী নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের কারবার শুরু করেছেন। সেই কারণে দ্বিতীয় দফায় অভিযান শুরু করা হল।”
রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে গত বছরের জুলাই মাসে পুর এলাকায় প্লাস্টিকের ক্যারিব্যাগ ব্যবহার বন্ধের অভিযানে নামে পুরসভা। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত টানা অভিযানে ৯০ শতাংশ প্লাস্টিক মুক্ত হয় রায়গঞ্জ শহর। এর পরে মে মাসে বিধানসভা নির্বাচন এবং জুন মাসে রায়গঞ্জ পুরসভা নির্বাচনের জন্য ক্যারিব্যাগ বিরোধী অভিযান বন্ধ থাকে। সেই সুযোগে একশ্রেণির ব্যবসায়ী ফের ক্যারিব্যাগের কারবার শুরু করে বলে অভিযোগ। বিভিন্ন মহল থেকে ওই অভিযোগ পেয়ে পুরসভার চেয়ারম্যান মোহিত সেনগুপ্ত বিভিন্ন ওয়ার্ডে অভিযানে নামেন। পুরসভার তরফে জানা গিয়েছে, নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের কারবার ব্যবহার বন্ধ করতে আবার শহর জুড়ে সচেতনতা গড়ে তোলার অভিযান শুরু হবে। পুজোর দিনগুলিতে প্রচারের জন্য বিভিন্ন উদ্যোক্তাদের সাহায্য চাওয়া হয়েছে। এর পরে নিষিদ্ধ প্লাস্টিকের কারবার ও ব্যবহার বন্ধ না হলে পুরসভা দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে ব্যবসায়ী ও ক্রেতার বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর সিদ্ধান্ত নিয়েছে। অভিযুক্ত ব্যবসায়ীদের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়া হবে। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশে ২০১০ সালের জুলাই মাসে রায়গঞ্জ শহরে ৪০ মাইক্রোনের কম পুরু প্লাস্টিক ক্যারিব্যাগের কারবার বন্ধের অভিযান শুরু হয়। তার আগে নিষিদ্ধ প্লাস্টিক নিয়ে সচেতনতা গড়ে তোলার কাজ হয়। প্রথম দফার অভিযানে ব্যবসায়ীদের কাছ থেকে ৫০০ টাকা এবং ক্রেতাদের কাছ থেকে ৫০ টাকা জরিমানা আদায় করা হয়। চলতি বছরের এপ্রিল মাস পর্যন্ত পুরসভা শহরের দু’শো ব্যবসায়ী ও ক্রেতার কাছ থেকে ৫৩ হাজার টাকা জরিমানা আদায় করে। প্রায় ১২ ক্যুইন্টাল ক্যারিব্যাগ বাজেয়াপ্ত করা হয়। টানা অভিযানের জেরে শহরে ক্যারিব্যাগের ব্যবহার অনেকটাই কমে। কিন্তু বিধানসভা ও পুরসভা নির্বাচনের সময় অভিযান বন্ধ থাকায় পুজোর মুখে ফের ওই কারবার শুরু হয়ে যায়। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সম্পাদক অতনুবন্ধু লাহিড়ী বলেন, “আমরা চাই পুর এলাকায় নিষিদ্ধ প্লাস্টিক ক্যারিব্যাগের কারবার ও ব্যবহার পুরোপুরি বন্ধ হোক। পুরসভাকে ওই বিষয়ে সহযোগিতা করা হবে।” কাউন্সিলর পবিত্র চন্দ বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা ও নিকাশি ব্যবস্থা স্বাভাবিক রাখতে ক্যারিব্যাগ বিরোধী অভিযান চলবে।” |