প্রায় এক সপ্তাহ ধরে দলমার ১০০টি হাতির হামলায় ক্ষতিগ্রস্ত বড়জোড়ার পাবোয়া, শীতলা, সংগ্রামপুর, বহড়াখুল্লা গ্রামের বাসিন্দারা হাতি তাড়ানোর দাবিতে পথ অবরোধে নামলেন। শুক্রবার সকালে বাঁকুড়া-দুর্গাপুর রাস্তায় বাঁধকানা মোড়ে এই অবরোধ করেন কয়েকশো ক্ষতিগ্রস্ত চাষি। তাঁদের দাবি, “দলমার হাতিরা গ্রাম দাপিয়ে বেড়াচ্ছে। এক সপ্তাহ পেরিয়ে গেল, কিন্তু, বন দফতর হাতিগুলিকে তাড়ানোর কোনও উদ্যোগ নিচ্ছে না।” বড়জোড়ার রেঞ্জ অফিসারকে সেখানে গিয়ে দ্রুত ক্ষতিপূরণ ও হাতি তাড়ানোর প্রতিশ্রুতি দিতে হবে।” রেঞ্জ অফিসার সৌমেন মণ্ডল গিয়ে বিষয়টি দেখার আশ্বাস দেওয়ার পরে অবরোধ ওঠে। জমিতে নেমে পড়া হাতিদের তাড়াবার জন্য গ্রামবাসীদের কেরোসিন তেল, হুলা দেওয়া হয়নি বলেও তাঁদের অভিযোগ। বড়জোড়ার রেঞ্জ অফিসার বলেন, “দলমার ১০০টি হাতি তাড়াবার মতো আমাদের লোকবল নেই। তবু নজরদারি রয়েছে। ক্ষয় ক্ষতি বাড়ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাচ্ছি।”
|
কুকুরের তাড়া খেয়ে অসুস্থ হয়ে মারা গেল বার্কিং ডিয়ার। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে বক্সা ব্যাঘ্রপ্রকল্পের হ্যামিল্টনগঞ্জ রেঞ্জ এলাকায়। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা (পশ্চিম) রাজেন্দ্র জাখর জানান, সকাল ৯টা নাগাদ মধু চা-বাগান এলাকার শ্রমিক বস্তিতে একটি হরিণ ঢুকেছে বলে শ্রমিকরা বন দফতরে খবর দেন। শ্রমিক আবাসন থেকে বছর দুয়েকের পুরুষ বার্কিং ডিয়ারটিকে উদ্ধার করেন। হরিণটি গুদামডাবরির জঙ্গল থেকে বার হয়েছিল। পরে কুকুড়ের তাড়া খেয়ে ভয়ে মধু চা বাগানে সেটি ঢুকে পড়ে। হরিণটিকে রাজাভাত খাওয়া রেসকিঊ সেন্টারে যাবার পথে মারা যায়। রাজাভাতখাওয়ায় হরিণটির ময়না তদন্ত করে পুড়িয়ে ফেলা হয়।
|
সর্পদষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বৃহস্পতিবার গভীর রাতে গোঘাটের বেঙ্গাই গ্রামের বাসিন্দা তপন রায় (৪০) বিছানায় ঘুমোচ্ছিলেন। সে সময়ে একটি সাপ ছোবল মারে। পুলিশ জানায়, শুক্রবার ভোরে তাঁকে আরামবাগ হাসপাতালে আনা হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করেন।
|
কাঠ চুরি করতে গিয়ে হাতেনাতে ধরা পড়ল তিন জন। কাকদ্বীপ থেকে আসা জনা দশেকের দলটি বৃহস্পতিবার শেষ রাতে প্রতাপাদিত্য রোডের একটি শিরীষ গাছের ডাল কাটতে শুরু করে। স্থানীয় কাউন্সিলর মালা রায় জানান, বেশির ভাগ ডাল কাটার পরে শুক্রবার ভোরে সেখান দিয়ে যাওয়া পুর-উদ্যান বিভাগের এক কর্মী তাদের জেরা করতেই সাত জন পালায়। তিন জন ধরা পড়ে। মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার জানান, পুরসভার তরফে টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয়েছে। ওই তিন জনকে স্থানীয় মানুষ পুলিশের হাতে তুলে দিয়েছেন।
|
পাচারের মুখে দশটি কাঠ বোঝাই সাইকেল আটক করল বন দফতরের কর্মীরা। শুক্রবার ভোর নাগাদ বৈকুন্ঠপুর বন বিভাগের তারঘেরা রেঞ্জ এলাকার ঘটনা। এ দিন টহলদারির সময় বনকর্মীরা সাইকেল বোঝাই করে কাঠ পাচার করতে দেখে তাড়া করেন। দুষ্কৃতীরা সাইকেল ও কাঠ ফেলে পালিয়ে যায়। উদ্ধার হয় ৪০ ঘন ফুট কাঠ।
|
ভাটপাড়া চা বাগানে অভিযান চালিয়ে প্রায় চার লক্ষ টাকার চোরাই কাঠ উদ্ধার করল বন দফতর। শুক্রবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পযর্ন্ত প্রায় আট ঘন্টা বক্সা ব্যাঘ্র প্রকল্পের বন কর্মী এবং এসএসবি জওয়ানদের নিয়ে যৌথভাবে অভিযান চালান। কয়েক জনকে ধরা যায়নি।
|
বসিরহাট থানার কাঁকড়া মির্জানগর গ্রামে বুধবার রাতে সর্পদষ্ট হয়ে মৃত্য হয়েছে এক ছাত্রের। পুলিশ জানিয়েছে তার নাম তৌফিক উদ্দিন মণ্ডল (৭)। রাতে ঘুমিয়ে থাকার সময় তাকে সাপ ছোবল মারে। হাসাপাতালে নিয়ে যাওয়ার পথে সে মারা যায়। |