সনিয়া যাননি কোর গ্রুপে, মনমোহনের কাছে রাহুল |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
বৃহস্পতিবার কেন্দ্রীয় নির্বাচন কমিটির বৈঠকে নেতৃত্ব দিলেও আজ কংগ্রেস কোর গ্রুপের বৈঠকে আবার অনুপস্থিত থাকলেন সনিয়া গাঁধী। আবার সনিয়া না গেলেও সাত নম্বর রেসকোর্স রোডে কোর গ্রুপের বৈঠকের আগে প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গে দেখা করতে গিয়ে নতুন জল্পনা উস্কে দিলেন রাহুল গাঁধী। কেন্দ্রীয় নির্বাচন কমিটিতে গতকাল সদস্য করা হয়েছে রাহুলকে। তারপর তিনি আজ কোর গ্রুপের বৈঠকে যোগ দিলেন কি না, আনুষ্ঠানিক ভাবে তাঁর রাজনৈতিক উত্তরণ হয়ে গেল কি না, জল্পনার বিষয়বস্তু ছিল মূলত সেটিই। তবে পরে কোর গ্রুপের সদস্য এক মন্ত্রী জানান, রাহুল ওই বৈঠকে ছিলেন না। বৈঠক শুরু হওয়ার আগে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে চলে যান।
কী বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে রাহুলের কথা হয়েছে তা অবশ্য কংগ্রেসের তরফে আজ জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে সামগ্রিক ভাবে যে মূল্যবৃদ্ধি পরিস্থিতি তৈরি হয়েছে, সে ব্যাপারেই প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কথা হয়েছে। কারণ উত্তরপ্রদেশে ভোটের আগে এই পরিস্থিতি কংগ্রেসের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠতে পারে বলে তাঁর আশঙ্কা।
কিন্তু সনিয়া আজ আবার এলেন না কেন? দলের এক শীর্ষ নেতা জানাচ্ছেন, সনিয়া অনেকটাই সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকরা এখনও কিছুদিন তাঁকে সাবধানে থাকতে বলেছেন। গতকালের বৈঠক তাঁর বাসভবনে ছিলই বলে যোগ দিতে অসুবিধা হয়নি। কিন্তু কোর গ্রুপের বৈঠক প্রধানমন্ত্রীর বাসভবনেই হয়। সেই কারণে আজ যেতে পারেননি তিনি। আর কদিন বিশ্রাম নেওয়ার পর আশা করা হচ্ছে, মহাত্মা গাঁধীর জন্মদিনে তিনি রাজঘাটে জনসমক্ষে আসবেন।
ওই শীর্ষ নেতা অবশ্য এও জানান, কোর গ্রুপের বৈঠকে সভানেত্রী যেতে পারেননি ঠিকই। কিন্তু প্রধানমন্ত্রী এবং দল ও সরকারের শীর্ষ নেতাদের সঙ্গে তিনি যোগাযোগ রেখে চলছেন। গত মঙ্গলবার দশ নম্বর জনপথে গিয়ে তাঁর সঙ্গে বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী। তার পর বুধবার তাঁর সঙ্গে পৃথক ভাবে বৈঠক করেন অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায় ও প্রতিরক্ষা মন্ত্রী এ কে অ্যান্টনি। কংগ্রেস সভানেত্রীর সঙ্গে আলোচনার মাধ্যমেই স্থির হয়েছে, দুর্নীতি দমনের জন্য সরকার সুনির্দিষ্ট ব্যবস্থার কথা দ্রুত ঘোষণা করবে। সেই মতো দুর্নীতি দমন নিয়ে মন্ত্রিগোষ্ঠীর বৈঠকের দ্বিতীয় দফার সুপারিশগুলি কোর গ্রুপের বৈঠকে পেশ করেন প্রণববাবু। তারপর লোকপাল বিল নিয়ে আলোচনার জন্য কেন্দ্রীয় আইনমন্ত্রী সলমন খুরশিদকেও ডাকা হয়। |