কারিগরি শিক্ষায় ‘রোল মডেল’ রাজ্য |
কারিগরি শিক্ষা ক্ষেত্রে রাজ্যকে ‘রোল মডেল’ হিসেবে বেছে নিল কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রক। আজ দিল্লিতে রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রীদের সঙ্গে এক বৈঠকে এ কথা জানান কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী কপিল সিব্বল। বৈঠকে ছিলেন রাজ্যের কারিগরি শিক্ষা মন্ত্রী রবিরঞ্জন চট্টোপাধ্যায়। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আগ্রহে হরিয়ানার সঙ্গে পশ্চিমবঙ্গকেও রোল মডেল হিসাবে বেছে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রক।” আগামী শিক্ষাবর্ষ থেকে ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি’র আওতায় একাধিক পাইলট প্রজেক্ট শুরু হতে চলেছে রাজ্যে। আজ বৈঠকে সিদ্ধান্ত হয়, দেশজুড়ে প্রশিক্ষিত কর্মী গোষ্ঠী তৈরি করতে আগামী বছর (২০১২-১৩) থেকে একটি অভিন্ন কারিগরি পাঠ্যসূচি চালু করা হবে। এক রাজ্যের যুবকেরা যাতে অন্য রাজ্যেও চাকরি পান সেই লক্ষ্যেই এই পদক্ষেপ। কপিল সিব্বল দায়িত্ব পাওয়ার পর থেকেই তিনি স্কুল পর্যায়ে কারিগরি শিক্ষার উপরে জোর দিয়ে আসছেন। ‘জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি’-র হিসাব অনুযায়ী, ২০২২ সালে ভারতে ৫০ কোটি কাজ জানা ব্যক্তির প্রয়োজন হবে। ওই ঘাটতি মেটাতে নবম-দশম শ্রেণি থেকেই কারিগরি শিক্ষায় নতুন পাঠ্যক্রম নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে কেন্দ্র। কারিগরি শিক্ষা ক্ষেত্রে গাড়ি শিল্প, তথ্য-প্রযুক্তি, খুচরো বিক্রয় ও নিরাপত্তা সংক্রান্ত এই চারটি পাঠ্যক্রম চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। রবিরঞ্জনবাবু জানান, “দেশে ৫০ কোটি কাজ জানা লোকের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে অন্তত তিন কোটি যুবক যাতে কারিগরি শিক্ষা পায় সে জন্য জোর দিয়েছে মন্ত্রক। আমরা তার থেকেও বেশি যুবককে প্রশিক্ষণ দিতে পারব বলেই মনে করছি।” রাজ্যের কারিগরি শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষতা বৃদ্ধি করতে বিশ্ব ব্যাঙ্ক ২ লক্ষ ৩০ হাজার ডলার আর্থিক সাহায্য দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে বৈঠক করতে ২৮ সেপ্টেম্বর রাজ্যে আসছেন বিশ্ব ব্যাঙ্কের প্রতিনিধিরা।
|
রেলের সুরক্ষা কমিটির শীর্ষে কাকোদকর |
রেলের আরও একটি কমিটি। এ বার নিরাপত্তা নিয়ে। একের পর এক দুর্ঘটনায় জেরবার রেল মন্ত্রক এ বার একটি উচ্চ-পর্যায়ের ‘সেফটি রিভিউ কমিটি’ গঠন করল। পরমাণু গবেষণা থেকে মহাকাশ বিজ্ঞান, বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞদের নিয়ে গঠিত ওই কমিটি রেলের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখবে। পরমাণু শক্তি কমিশনের প্রাক্তন চেয়ারম্যান অনিল কাকোদকরের নেতৃত্বে ওই কমিটিতে রয়েছেন বিক্রম সারাভাই মহাকাশ কেন্দ্রের পদস্থ কর্তা এন বেদাচলম, কানপুর আইআইটি অধিকর্তা সঞ্জয় ডান্ডে, ভাবা পরমাণু গবেষণা কেন্দ্রের অধিকর্তা জি পি শ্রীবাস্তব এবং দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের অধিকর্তা ই শ্রীধরন। তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেবে ওই কমিটি। আজ রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী বলেন, “ওই রিপোর্টের উপর ভিত্তি করে স্বল্প ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেবে মন্ত্রক।”কানপুরে কাছে মালওঁয়াতে কালকা মেল দুর্ঘটনার পরেই ত্রিবেদী সংসদে জানিয়েছিলেন, রেলের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে একটি কমিটি গড়া হবে। দু’দিন আগে তামিলনাড়ুতে দুর্ঘটনার পর আর দেরি করতে চাননি তিনি। আজই ওই কমিটির সদস্যদের ঘোষণা করা হয়। কিন্তু কমিটির সুপারিশ রূপায়নে যে টাকার দরকার, তা আসবে কোথা থেকে? এর স্পষ্ট জবাব দিতে চাননি দীনেশ। শুধু বলেন, “অর্থের অভাবে কাজ আটকাবে না। প্রয়োজনে প্রধানমন্ত্রী বা যোজনা কমিশনের দ্বারস্থ হবে রেল মন্ত্রক।” দুর্ঘটনা ঘটলেই অবধারিত প্রশ্ন ওঠে, গ্যাংম্যান, ট্রলিম্যান বা কেবিনম্যানের মতো গুরুত্বপূর্ণ পদগুলি দীর্ঘদিন ধরে কেন খালি পড়ে রয়েছে। দীনেশ বলেন, “পরীক্ষার প্রশ্ন ফাঁস বা মামলার মতো বিভিন্ন বাধার কারণে ওই নিয়োগ আটকে রয়েছে।” মন্ত্রক জানিয়েছে, এ বছরের ১ এপ্রিল পর্যন্ত রেলে শূন্য পদের সংখ্যা ১,২৬,০৪৪টি।
|
বাংলার ইতিহাস নিয়ে বই প্রকাশ |
মহাভারতের সময় থেকে মুজিবর রহমান বাংলার এই দীর্ঘ ইতিহাস এ বার দু’মলাটের ভিতরে। লোকসভার প্রাক্তন সাংসদ নীতীশ সেনগুপ্তের লেখা ‘ল্যান্ড অফ টু রিভারস্- এ হিস্ট্রি অফ বেঙ্গল ফ্রম মহাভারত টু মুজিব’ বইটির আজ উদ্বোধন করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের হাইকমিশনার তারিক করিম বলেন, “গঙ্গা ও ব্রহ্মপুত্র যে বিশাল গাঙ্গেয় অববাহিকা গঠন করেছে, তা দীর্ঘদিন গোটা দেশের কাছে শিক্ষা-সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্যের কেন্দ্র হিসাবে গণ্য হয়ে এসেছে। ভারতীয় উপমহাদেশের অন্যমত প্রভাবশালী এলাকা এটি।” প্রণববাবুর কথায়, “প্রাচীন যুগ থেকে আধুনিক সময় বাংলার সামগ্রিক ইতিহাস উঠে এসেছে বইটিতে।” উপস্থিত ছিলেন মৃদুলা মুখোপাধ্যায়, বিবেক দেবরায়রা।
|
জয়ার বিরুদ্ধে আর তদন্ত নয়, বলল কোর্ট |
আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তির মামলায় কিছুটা হলেও স্বস্তিতে জয়ললিতা। এই নিয়ে তদন্তে তাঁর বাড়িতে আর হানা দিতে পারবেন না ভিজিল্যান্স দফতরের কর্মীরা। আজ কর্নাটক হাইকোর্ট তামিলনাড়ুর ভিজিল্যান্স ও দুর্নীতি দমন দফতরকে জানিয়েছে, এই মামলা নিয়ে তদন্তের প্রয়োজন আর নেই। |