এ যেন বাঘের মুখে পড়ে বাঁচার জন্য বাঘমামাকেই আর্জি!
প্রচুর বিলিতি মদ নিয়ে পুলিশের হাতে ধরা পড়ে পুলিশেরই দ্বারস্থ হল এক ব্যক্তি। তা-ও আবার ‘১০০’ ডায়ালে ফোন করে!
পুলিশি সূত্রের খবর, শুক্রবার রাত ৯টা নাগাদ কাগজপত্র ছাড়াই প্রায় ৬০০ বোতল বিলিতি মদ নিয়ে কলকাতা থেকে রাজারহাটের দিকে যাচ্ছিল পালান পাত্র ও বালেশ্বর মহাপাত্র নামে দুই ব্যক্তি। বিধাননগর (পূর্ব) থানার পুলিশ সল্টলেকের এ-এল ও বি-এল ব্লকের মোড়ে তাদের ম্যাটাডর ভ্যানটিকে দাঁড় করায়।
পুলিশ জানায়, ভ্যান আটকে প্রথমে মদ নিয়ে যাওয়ার প্রয়োজনীয় কাগজপত্র দেখা বলা হয়েছিল। কিন্তু কাগজ না-দেখিয়ে টালবাহানা করতে থাকে পালান। পুলিশ যখন পালানকে জিজ্ঞাসাবাদ করতে ব্যস্ত, সেই ফাঁকে ভ্যানচালক বালেশ্বর হঠাৎই ফোন করে ‘১০০’ ডায়ালে। পুলিশ কন্ট্রোলে কর্তব্যরত কর্মীকে সে বলে, “দাদা, পুলিশ আমাদের ধরেছে। দয়া করে বাঁচান।” এমনকী পুলিশ কেন তাদের ধরেছে, কন্ট্রোলের পুলিশকে তা-ও জানিয়ে দেয় বালেশ্বর।
ব্যাপার বুঝতে দেরি হয়নি কন্ট্রোলে বসা পুলিশকর্মীর। ফোনেই তিনি জানিয়ে দেন, কাগজ দেখাতে না-পারলে শ্রীঘরে যেতেই হবে বালেশ্বর আর তার সঙ্গীকে। তবে বালেশ্বরের ফোন-কাণ্ডে হতবাক বিধাননগর পুলিশও। পুলিশের হাত থেকে বাঁচতে কেউ পুলিশ কন্ট্রোলেই ফোন করেছে এমন অভিজ্ঞতা এর আগে তাদের হয়নি।
আসলে ৬০০ বোতল বিলিতি মদ নিয়ে যাওয়ার জন্য কোনও কাগজপত্র ছিল না পালান ও বালেশ্বরের কাছে। এই কারণে ভ্যান-সহ দু’জনকেই আটক করা হয়েছে। ওই মদ নকল কি না, তা-ও খতিয়ে দেখছে পুলিশ। |