টুকরো খবর |
|
নিকাশি ব্যাহত বিমানবন্দরে
নিজস্ব সংবাদদাতা |
কলকাতা বিমানবন্দরের নিকাশি ব্যবস্থা নিয়ে নিত্যনতুন সমস্যার সৃষ্টি হচ্ছে। বিমানবন্দরের আধুনিকীকরণ প্রকল্প নিয়ে শুক্রবার মহাকরণে এক বৈঠকে সেই প্রসঙ্গ ওঠে। বৈঠকে রাজ্যের মুখ্যসচিব সমর ঘোষ, পরিবহণসচিব বি পি গোপালিকার সামনে নিকাশি-সহ বিভিন্ন সমস্যার কথা জানান বিমানবন্দরের অধিকর্তা বি পি শর্মা। বিমানবন্দরে আধুনিকীকরণের কাজ চলছে পুরোদমে। সেই কাজের জন্য সিমেন্ট, বালি জমেও ব্যাহত হচ্ছে নিকাশি। সেই সমস্যা মেটাতে স্বল্প মেয়াদি ব্যবস্থাও নিয়েছেন বিমানবন্দর-কর্তৃপক্ষ। আধুনিকীকরণ প্রকল্পের অগ্রগতির সবিস্তার বিবরণ দেন অধিকর্তা। গোপালিকা বলেন, “বিমানবন্দরে কিছু সমস্যা আছে। এ দিন মূলত সেই বিষয়েই আলোচনা হয়েছে।” বৈঠকে নিকাশি ছাড়াও কথা হয়েছে ভিআইপি রোডের যানজট, বিমানবন্দরের বাইরের ট্যাক্সি পাওয়ার সমস্যা এবং বিমানবন্দরের ভিতরে পাখির উৎপাত নিয়ে।
|
সত্যজিৎ ফিল্ম ইনস্টিটিউট হচ্ছে জাতীয় প্রতিষ্ঠান |
পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া বা এফটিআইআই এবং কলকাতার সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট বা এসআরএফটিআই-কে জাতীয় গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের মর্যাদা দেবে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অম্বিকা সোনি শুক্রবার এসআরএফটিআইয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে এ কথা জানান। জাতীয় মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান হলে এসআরএফটিআইয়ের ডিপ্লোমা সর্বত্র স্বীকৃতি পাবে বলে জানিয়েছেন মন্ত্রী। অম্বিকা বলেন, “সংসদের শীতকালীন অধিবেশনেই এই নিয়ে বিল আনার ইচ্ছে আছে।” তিনি জানান, কেন্দ্রীয় সরকার একটি ‘ন্যাশনাল ফিল্ম হেরিটেজ মিশন’ তৈরি করছে। তার জন্য ৬৬০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এর মাধ্যমে চলচ্চিত্র সংরক্ষণের কাজ হবে। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চৌধুরীমোহন জাটুয়া এ দিন জানান, আগামী বছর জানুয়ারি থেকে অভিনয়ের পাঠ্যক্রম শুরু হবে এসআরএফটিআইয়ে। এ ছাড়া অ্যানিমেশন এবং প্রোডাকশন সংক্রান্ত একটি পাঠ্যক্রমও চালু হবে। এসআরএফটিআইয়ের এক দল ছাত্রছাত্রী এ দিন ওই প্রতিষ্ঠানে স্থায়ী পরিচালক ও চেয়ারম্যান নিয়োগের দাবি জানান অম্বিকার কাছে। এই নিয়ে বৈঠকও হয়। ওই প্রতিষ্ঠানে আপাতত এক জন অস্থায়ী পরিচালক আছেন এবং চেয়ারম্যানের দায়িত্বে আছেন অভিনেতা রঞ্জিত মল্লিক। শারীরিক অসুস্থতার কারণে রঞ্জিতবাবু ওই পদ ছাড়তে চান। মন্ত্রী বলেন, “সমস্যার কথা জানি। তবে এটা সরকারি প্রতিষ্ঠান। কাজ হতে সময় লাগবে।”
|
‘হামলা’ নিয়ে অম্বিকার কাছে নালিশ কংগ্রেসের |
কংগ্রেস কর্মীদের উপর হামলা হচ্ছে বলে দলের সর্বভারতীয় নেত্রী ও কেন্দ্রীয় মন্ত্রী অম্বিকা সোনির কাছে অভিযোগ জানান প্রদেশ কংগ্রেস নেতৃত্বের একাংশ। শুক্রবার তাঁর এক দিনের কলকাতা সফরের ফাঁকে অম্বিকা প্রদেশ কংগ্রেস দফতরে যান। সেখানে প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্য ও অন্য পদাধিকারীদের উপস্থিতিতেই তৃণমূলের ‘হামলার’ অভিযোগ জানানো হয় মন্ত্রীকে। কংগ্রেসের এক সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রে ও রাজ্যে জোট রক্ষা করার প্রয়োজনীয়তার কথা মন্ত্রী নেতাদের জানান। তিনি জানান, রাজ্যে তাঁদের ‘রাজনৈতিক প্রাসঙ্গিকতা’ বেড়েছে বলেই কর্মীরা হামলার শিকার হচ্ছে। ‘হামলা’র অভিযোগ নিয়ে প্রশ্নের জবাবে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, “সংবাদপত্রে এই সমস্যার কথা পড়েছি। তবে যে বৃহত্তর লক্ষ্যের কথা ভেবে জোট করেছি, তা আরও মজবুত করা দরকার।” তিনি বলেন, “কেন্দ্রে জোটের শরিক নেতা করুণানিধি থেকে শুরু করে শরদ পওয়ার, মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো গুরুত্বপূর্ণ নেতারা আছেন। সমস্যা হলে তাঁদের সঙ্গে আমরা আলোচনা করি। এ ক্ষেত্রেও তেমন করতে হবে।”
|
পুজোর ব্যবস্থাপনা |
জঙ্গিহানার আশঙ্কায় কেন্দ্রের দেওয়া সতকবার্তার প্রেক্ষিতে কলকাতা পুলিশকে প্রয়োজনে পুজোর অনুমতি ও ব্যবস্থা গ্রহণে কঠোর হতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কলকাতা পুলিশের কাছে নতুন পুজোর অনুমতি না পেয়ে বাগবাজারের একটি সংস্থার করা মামলার শুনানিতে শুক্রবার প্রধান বিচারপতি জে এন পটেল ও বিচারপতি অসীম রায়ের ডিভিশন বেঞ্চ পুলিশ কমিশনার রঞ্জিতকুমার পচনন্দাকে ওই আবেদন নতুন ভাবে বিবেচনার নির্দেশ দেয়। পাশাপাশিই ছিল সতর্কতার এই নির্দেশ। অন্য দিকে, পুজোয় উন্নত পরিষেবা দিতে উদ্যোগী কলকাতা বন্দর (সিপিটি) কর্তৃপক্ষ। জাহাজমন্ত্রী মুকুল রায় জানান, স্ট্র্যান্ড রোড, তারাতলা রোড, হাইড রোড-সহ বন্দর কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন বিভিন্ন রাস্তা পুজোর আগে মেরামতি হবে। সাফ হবে ঘাটগুলিও। বিসর্জনে সতর্কতা নিতে থাকবে বন্দরের জলযান। বারোয়ারি মণ্ডপ সংলগ্ন অঞ্চলে সুষ্ঠু নিকাশিতে গুরুত্ব দিচ্ছে পুরসভাও। বৃষ্টি হলেও যাতে জল না জমে, তাই ওই সব রাস্তার গালিপিট সাফাই হচ্ছে। পাশাপাশি, এ বারেও প্রবীণ ও প্রতিবন্ধী নাগরিকদের পুজো দেখানোর দায়িত্ব নিয়েছে এক স্বেচ্ছাসেবী সংগঠন। সহযোগিতায় রাজ্যের সমাজকল্যাণ দফতর, পাবলিক রিলেশনস্ সোসাইটি অফ ইন্ডিয়ার কলকাতা শাখা এবং ফোরাম ফর দুর্গোৎসব।
|
ট্রেনে কার্তুজ উদ্ধার, ধৃত ১ |
হাওড়ামুখী গয়া ফাস্ট প্যাসেঞ্জার থেকে শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার অশোকনগরের এক যুবককে দু’শো রাউন্ড কার্তুজ-সহ গ্রেফতার করেছে রেল পুলিশ। হাওড়ার রেল পুলিশ সুপার মিলনকান্ত দাস জানান, ধৃতের নাম তপন সাহা। মুঙ্গেরের এক যুবকের কাছ থেকে ওই কার্তুজ কিনে অশোকনগরের এক ব্যক্তির কাছে পৌঁছে দেওয়ার কথা ছিল তপনের। রামপুরহাটের কাছে ট্রেনে তল্লাশির সময় কামরার এক কোণে তালা দেওয়া একটি ব্যাগ পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে পুলিশের সন্দেহ হয়। ওই কামরার যাত্রী তপনের আচরণ দেখে পুলিশের সন্দেহ বাড়ে। তার কাছেই পাওয়া যায় তালার চাবি। পুলিশের দাবি, ৭-৮ বছর ধরে সে মুঙ্গের থেকে অস্ত্র ও কার্তুজ এনে রাজ্যের বিভিন্ন জায়গায় পাচার করছে বলে জেরায় স্বীকার করেছে তপন।
|
গঙ্গাবক্ষে মুক্তমঞ্চ |
কলকাতাকে লন্ডন করার প্রয়াসে গঙ্গাবক্ষে হবে মুক্ত সাংস্কৃতিক মঞ্চ। গঙ্গায় অভ্যন্তরীণ জলপথ পরিবহণ সংস্থার অব্যবহৃত বহু বার্জ আছে। তার কয়েকটি জুড়ে মঞ্চ হবে। শুক্রবার তা জানিয়ে মেয়র শোভন চট্টোপাধ্যায় বলেন, “এতে সহযোগিতা করবেন কলকাতা বন্দর কর্তৃপক্ষ।” তিনি জানান, আরও কী ভাবে বার্জগুলি ব্যবহার করা যায় ভাবা হচ্ছে। এ দিন পর্যটনমন্ত্রী রচপাল সিংহকে নিয়ে মেয়র নিমতলা ঘাট থেকে শালিমার পর্যন্ত গঙ্গার পাড় পরিদর্শন করেন। শোভনবাবু জানান, গঙ্গার দুই তীরে হাঁটাচলার ব্যবস্থাও করতে হবে। কিন্তু মিলেনিয়াম পার্ক থেকে নিমতলা পর্যন্ত অংশে রাস্তা তৈরির জমি নেই। তাই পাড় থেকে গঙ্গার কিছু অংশের উপর দিয়ে কংক্রিটের রাস্তা হবে। নীচ দিয়ে গঙ্গায় জোয়ার-ভাটা খেলতে পারবে। কাজ শুরু হবে প্রতিরক্ষা দফতরের অনুমোদন পেলেই।
|
পরীক্ষা স্থগিত, বিক্ষোভ |
কলকাতা বিশ্ববিদ্যালয়ের চতুর্থ শ্রেণির কর্মীদের পদোন্নতির পরীক্ষা স্থগিত হয়ে গেল। আজ, শনিবার ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। পরীক্ষা পিছিয়ে দেওয়ার প্রতিবাদে চতুর্থ শ্রেণির কর্মীরা শুক্রবার বেলা ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থান বিক্ষোভ করেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বাসব চৌধুরীর দাবি, কর্মীদের পদোন্নতির পরীক্ষাটি রুটিনমাফিক কাজের মধ্যে পড়ে। তবে এ দিন আচার্য তথা রাজ্যপাল এম কে নারায়ণনের নির্দেশ আসায় পরীক্ষাটি স্থগিত হয়ে যায়।
|
শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে নিহত
কলেজ-কর্তা সুপ্তেন্দু দত্তের স্ত্রী মৌসুমীদেবী |
|
নিজস্ব চিত্র |
মা ও শিশুকন্যাকে নিয়ে শুক্রবার তিনি মহাকরণে যান। পার্থবাবু জানান, সুপ্তেন্দুবাবু এবং তাঁর গাড়িচালক সুশান্ত ঘোষালের হত্যাকাণ্ডের তদন্তভার যাতে সিআইডি-র হাতে তুলে দেওয়া হয়, সেই ব্যাপারে তিনি ডিজি-র সঙ্গে কথা বলবেন। সুপ্তেন্দুবাবু তাঁর প্রতিষ্ঠানের জন্য শিল্প দফতরের অধীন একটি সংস্থা থেকে দু’কোটি টাকা ঋণ নিয়েছিলেন বলে জানান মৌসুমীদেবী। পার্থবাবু বলেন, “ওই ঋণ নেওয়ার জন্য তাঁর বাড়ি, সম্পত্তি ব্যাঙ্কে গচ্ছিত রাখা হয়েছে। ঋণের টাকা ফেরতের দাবিতে ব্যাঙ্ক ওঁদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে পারে বলে মৌসুমীদেবীর আশঙ্কা।”
|
জমির দলিল বণ্টন |
বাইপাস সংলগ্ন এলাকায় রাজ্য ৫৯টি পরিবারকে জমির নিঃশর্ত দলিল দিল। শুক্রবার পঞ্চান্নগ্রামের দক্ষিণপাড়ায় এক অনুষ্ঠানে উদ্বাস্তু পুনর্বাসন দফতরের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়। বাংলাদেশ থেকে আসা ওই পরিবারগুলিকে দলিল দেন রাজ্যের উদ্বাস্তু ও পুনর্বাসন দফতরের মন্ত্রী মঞ্জুলকৃষ্ণ ঠাকুর ও বিপর্যয় মোকাবিলা মন্ত্রী জাভেদ আহমেদ খান। অধিকাংশ পরিবারই ’৬৭ সাল থেকে এখানে আছেন। মঞ্জুলবাবু বলেন, “আরও ১৮১টি পরিবারকে এই দলিল দেওয়া হবে।” দফতর সূত্রে খবর, ২৪০টি পরিবারের মধ্যে প্রায় ২৩ বিঘা জমি ভাগ করা হবে।
|
ফুটপাথে রান্না নয় |
সেক্টর ফাইভের ফুটপাথে আর রান্না বা রাস্তা দখল করে দোকান চালানো যাবে না। তৈরি খাবার বিক্রি করা যাবে। শুক্রবার রাজ্য পুলিশ, বিধাননগর মহকুমা প্রশাসন, নবদিগন্ত ও বিধাননগর পুরসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। শিল্পতালুকের খাবার বিক্রেতাদের জন্য ফুডকোর্ট তৈরির সিদ্ধান্ত আগেই ঘোষণা হয়েছে। নবদিগন্ত সূত্রে খবর, এই সিদ্ধান্ত বিক্রেতাদের জানাতে আগামী ২২ তারিখ থেকে প্রচার চলবে।
|
জয়ী টিএমসিপি |
বিদ্যাসাগর কলেজ (দিবা) বিভাগের ছাত্র সংসদের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতল তৃণমূল ছাত্র পরিষদ (টিএমসিপি)। ৫৯টি পদের একটিতেও প্রার্থী দেয়নি এসএফআই। এর ফলে দীর্ঘ প্রায় তিন দশক বাদে ওই কলেজের ছাত্র সংসদ দখল করল টিএমসিপি। ২৬ সেপ্টেম্বর নির্বাচন হওয়ার কথা ছিল ওই কলেজে।
|
শ্লীলতাহানি, শিক্ষক ধৃত |
এক মহিলার শ্লীলতাহানির অভিযোগে এক স্কুলশিক্ষককে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানায়, ধৃতের নাম রবিকান্ত শর্মা (৪৫)। গরফা অঞ্চলের বাসিন্দা রবিকান্ত একটি কেন্দ্রীয় বিদ্যালয়ে পড়ান। পুলিশি সূত্রের খবর, মহিলার বাড়ি সন্তোষপুরে। গরফায় তাঁর বাপের বাড়ির কাছেই থাকেন রবিকান্ত। বৃহস্পতিবার গরফার বাজারে তাঁদের দেখা হয়। মহিলা ওই শিক্ষককে জানান, তিনি বাপের বাড়ি যাবেন। রবিকান্ত তাঁকে মোটরবাইকে পৌঁছে দিতে চান। মহিলা রাজি হন। রবিকান্ত তাঁকে বাইপাসের ধারে নির্জন জায়গায় নিয়ে গিয়ে শ্লীলতাহানি করেন বলে অভিযোগ। লোক এসে পড়ায় পালিয়ে যান শিক্ষক। শুক্রবার ওই মহিলা ও তাঁর স্বামী পাটুলি থানায় অভিযোগ জানান। গ্রেফতার করা হয় শিক্ষককে।
|
দুর্ঘটনায় মৃত্যু |
লরির ধাক্কায় মৃত্যু হল এক ব্যক্তির। আহত চার। বৃহস্পতিবার রাতে, চিড়িয়ামোড়ে। মৃতের নাম পরশুরাম যাদব (৪৬)। পুলিশ জানায়, লরিটি পরপর দু’টি ট্যাক্সিকে ধাক্কা মারে। দুই ট্যাক্সি-আরোহীদের আরজিকরে নিয়ে গেলে পরশুরামকে মৃত ঘোষণা করা হয়। লরিটি আটক হলেও চালক পলাতক। |
|