টুকরো খবর

সারের দাবিতে অবরোধ নানুরে
নিজস্ব চিত্র।
সার নিয়ে জেলার বিভিন্ন জায়গায় বিক্ষোভ, অবরোধ চলছেই। দুবরাজপুরের পরে এ বার সারের কালোবাজারি রোধের দাবিতে অবরোধ হয়েছে নানুরে। শুক্রবার সকাল ৯টা থেকে সারের কালোবাজারি রোধ-সহ চাহিদা মতো সার সরবরাহ করা, ধানের দাম বাড়ানোর দাবিতে কীর্ণাহার চৌরাস্তা মোড়ে সিউড়ি-কাটোয়া সড়ক অবরোধ করেন চাষিরা। বেলা ১১টা নানুরের বিডিও সম্বল দাসের আশ্বাসে অবরোধ ওঠে। চাষি ফিরোজ আলি, সরডাঙার নজরুল ইসলামদের অভিযোগ, “অধিক মুনাফার লোভে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সারের কৃত্রিম অভাব সৃষ্টি করছেন।” বিডিও চাষিদের দাবির ব্যাপারে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

শৌচাগার নির্মাণে মন্ত্রীর ভরসা স্বনির্ভর গোষ্ঠী
সার্বিক স্বাস্থ্য বিধান প্রকল্পে শৌচাগার নির্মাণে এ বার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের কাজে লাগাতে চাইছে রাজ্য সরকার। শুক্রবার সন্ধ্যায় শান্তিনিকেতন ট্যুরিস্ট লজে সার্বিক স্বাস্থ্য বিধান প্রকল্পের রাজ্যস্তরের কর্মশালায় এ কথা জানান পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী চন্দ্রনাথ সিংহ। তিনি বলেন, “এই প্রকল্পে শৌচাগার তৈরি থেকে তা বসিয়ে দেওয়ার কাজ করত কিছু সংস্থা। কিন্তু, নানা অভিযোগ আসায় আমরা ঠিক করেছি, এ বার স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই কাজের দায়িত্ব দেব।” তাঁর দাবি, ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের দিয়ে কাজ করে সাফল্য মিলেছে। তিনি জানান, আগে বিপিএলভুক্ত পরিবারকে শৌচাগার তৈরি করার জন্য ২২০০ টাকা অনুদান দেওয়া হত। এখন, তা বাড়িয়ে ৩২০০ টাকা করা হয়েছে। ফলে মাত্র ৩০০ টাকা খরচ করলেই তাঁরা শৌচাগার তৈরি করতে পারবেন। মন্ত্রীর আশা, স্বনির্ভর গোষ্ঠী এই কাজে এলে উপভোক্তারা আরও দ্রুত শৌচাগার পাবেন। সেই সঙ্গে এ ক্ষেত্রে দুর্নীতি-সহ নানা অভিযোগও কমে যাবে। অনুষ্ঠানে রাজ্যের বিভিন্ন জেলা পরিষদের সভাধিপতি ও জেলা আধিকারিকরা উপস্থিত ছিলেন।

বেহাল রাস্তা, ক্ষোভ
ছবি: দয়াল সেনগুপ্ত।
রাস্তা বেহালের জন্য একটি গাড়ির যন্ত্রাংশ ভেঙে রাতভর যানজটের সৃষ্টি হয় রানিগঞ্জ-মোরগ্রাম ৬০ নম্বর জাতীয় সড়কে। ঘটনাটি দুবরাজপুরের। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাতে দুবরাজপুরমুখী একটি পাথরবোঝাই ট্রাকের যন্ত্রাংশ বক্রেশ্বর নদের সেতুর কাছে ভেঙে যায়। এর ফলে রাস্তায় গাড়ি দাঁড়িয়ে থাকায় শুক্রবার বিকেল পর্যন্ত ওই রাস্তায় যানজট তৈরি হয়। নাকাল হন সাধারণ মানুষ থেকে নিত্যযাত্রী। বিভিন্ন গাড়ির চালক থেকে স্থানীয় বাসিন্দা-সকলের ক্ষোভ, এমনিতে জাতীয় সড়কের হাল খারাপ। দুবরাজপুরের কাছে ওই রাস্তা আরও খারাপ।

দোকানে চুরি
লোহার দরজা ভেঙে চুরির ঘটনা ঘটল দুবরাজপুর পুরসভায় একটি হার্ডওয়ারের দোকানে। দুবরাজপুর থানার উত্তরডাহার বাসিন্দা সঞ্জয় রানা বলেন, “পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডে আমার দোকান রয়েছে। শুক্রবার এসে দেখি দরজার তালা ভাঙা। ভিতরে জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।” পুলিশ তদন্ত শুরু হয়েছে।

বাস উল্টে জখম ৭
যাত্রী বোঝাই একটি বাস উল্টে জখম হয়েছেন ৭ জন। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে রেজিনগরের লোকনাথপুর মোড়ের কাছে। বীরভূমের বোলপুর থেকে মায়াপুর যাচ্ছিল বাসটি। নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি উল্টে গেলে ৭ জন জখম হন। তাঁদের বেলডাঙা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, আহতেরা সকলেই বোলপুরের বাসিন্দা। যান্ত্রিক গোলমালের কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি পুলিশ আটক করেছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.