টুকরো খবর
উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে স্নাতকে কমলো পাশের হার
গত বছরের তুলনায় পরীক্ষার ফল খারাপ হল বিএ, বিএসসি, বিকমের পাস কোর্সের ছাত্রছাত্রীদের। মঙ্গলবার উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের অধীনে থাকা কলেজগুলির স্নাতকস্তরে পাস কোর্সে (১+১+১ পদ্ধতিতে) পার্ট থ্রি পরীক্ষার ওই ফল প্রকাশ করেন। তাতে দেখা যায় বিএ, বিএসসি, বিকম প্রতিটি বিভাগেই পাসের হার কমেছে। বিএ-তে পাসের হার গত বছরের তুলনায় ২৪ শতাংশের বেশি কমে গিয়েছে। বিএসসি-তে ১০ শতাংশ এবং বিকম-এ প্রায় ৭ শতাংশের মতো কমেছে। ফল খারাপ হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও। বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গিয়েছে, এ বছর বিএ পরীক্ষা দিয়েছে ১২৯৯৫ জন। তার মধ্যে এক জনও প্রথম বিভাগে পাস করেননি। ১০৩০ জন দ্বিতীয় বিভাগে পাস করেছে। ওই বিভাগে সার্বিক ভাবে পাসের হার ৫৬.৬৮ শতাংশ। বিএসটি-তে পরীক্ষা দিয়েছেন ৩৩৭ জন। প্রথম বিভাগে পাস করেছেন ১৪ জন। পাসের হার ৭৭.৭৪ শতাংশ। বিকম-এ পরীক্ষা দিয়েছেন ৭৬৯ জন। ৭ জন প্রথম বিভাগে পাস করেছেন। পাসের হার ৮৪.৯২ শতাংশ। পরীক্ষা বিভাগের নিয়ামক বলেন, “গত বছরের তুলনায় ফল অনেকটাই খারাপ হয়েছে। ৫ সেপ্টেম্বর রেজাল্ট তৈরি হলেও পাসের হার দেখে চিন্তিত হই। পরে দেখা যায় বাস্তবেই পরীক্ষার ফল খারাপ হয়েছে।”

গলা টিপে খুন স্ত্রীকে
এক গৃহবধূকে মারধরের পর শ্বাসরোধ করে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সোমবার রাতে বালুরঘাট থানার সোবরা-শ্যামপুর এলাকায় ঘটনাটি ঘটেছে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ খবর পেয়ে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে। মৃতার নাম সন্ধ্যা বর্মন (২৩)। বধূর স্বামী অভিযুক্ত তুলসী বর্মন পলাতক। পুলিশ ঘটনার তদন্তে নেমে মৃতার শাশুড়ি এবং দেওরকে গ্রেফতার করেছে। ডেপুটি ম্যাজিস্ট্রেট তথা বালুরঘাটের আঞ্চলিক পরিবহণ আধিকারিক ইন্দ্রজিৎ তালুকদার বলেন, “ওই বধূকে শ্বাসরোধ করে খুন করা হয়েছে বলে মনে হচ্ছে। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে।” দেহটি পুলিশ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। প্রাথমিক তদন্তের পর পুলিশ জানতে পেরেছে, ২৮ দিনের শিশুপুত্রকে নিয়ে ঘুমিয়ে ছিলেন ওই বধূ। রাতে অভিযুক্ত বাড়িত ফিরে অত্যাচারের পর স্ত্রীকে খুন করে বলে অভিযোগ। রাতে অভিযুক্ত মৃতা এবং সদ্যোজাত শিশুপুত্রকে নিয়েই ওই ঘরে ছিলেন বলে অভিযোগ। সকালে স্ত্রী খাট থেকে পড়ে অসুস্থ হওয়ার কথা তিনি প্রতিবেশীদের জানান। হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ট্যাক্সি আনার কথা বলে তিনি পালিয়ে যান বলে অভিযোগ। পরে প্রতিবেশী এবং মৃতার আত্মীয়েরা ঘরে ঢুকে দেহটি দেখেন। শিশুটিকে উদ্ধার করা হয়। বছর চারেক আগে সিয়ালা গ্রামের সন্ধ্যাদেবীকে বিয়ে করেন সোবরা শ্যামপুরের নির্মাণ কর্মী তুলসী। দিল্লিতে তিনি কাজ করতেন। ছেলে হওয়ার পর তিনি সদ্যোজাতকে নিয়ে অভিযুক্ত সন্দেহ করত বলে প্রতিবেশীরা পুলিশকে জানিয়েছেন। অতিরিক্ত জেলাশাসক জেমস কুজুর বলেন, “বধূ হত্যার মামলা করে তদন্ত শুরু হয়েছে।”

পাট পুড়িয়েই ক্ষোভ প্রকাশ
দাম পড়ে যাওয়ায় চাষীদের পাট পুড়িয়ে দেওয়ার ঘটনা চলছেই উত্তরবঙ্গের জেলাগুলিতে। মঙ্গলবার দিনহাটার নাজিরহাটে চাষিরা পাট পুড়িয়ে বিক্ষোভ দেখান। সোমবার দক্ষিণ দিনাজপুরের জলঘরেও আড়তদারের পাট বের করে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনায় তুলকালাম কাণ্ড হয়েছে। উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ, হেমতাবাদ ও ইটাহারে একই কারণে পাট পুড়িয়ে দেওয়ার ঘটনা ঘটে। এ দিন নাজিরহাটে পাটের দাম ওঠে কুইন্টাল প্রতি ২২০০ টাকা। ওই ঘটনার প্রতিবাদে ফরওয়ার্ড ব্লকের অগ্রগামী কিষাণ সভা, যুবলিগ সমর্থকরা বিক্ষোভ শুরু করেন। পাটে আগুন ধরিয়ে বিক্ষোভে সামিল হন কৃষকেরা।

অনিয়মের অভিযোগ
উত্তর দিনাজপুর জেলা ভূমি এবং ভূমি সংস্কার দফতরের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে আন্দোলনে নামল রায়গঞ্জ লোকসভা যুব কংগ্রেস কমিটি। মঙ্গলবার দুপুর ১২টা থেকে তিন ঘন্টা সংগঠনের কয়েকশো সদস্য কর্ণজোড়ায় ওই দফতর ঘেরাও করে বিক্ষোভ দেখান। আগামী এক সপ্তাহের মধ্যে সরকারি নিয়ম মেনে সব কাজ করা না হলে ভূমি ও ভূমি সংস্কার দফতরে তালা ঝোলানোর হুমকি দেওয়া হয়।

ভ্রূণহত্যার চেষ্টা
তিন মাসের অন্তঃসত্ত্বা বধূর যৌনাঙ্গ থেঁতলে গর্ভস্থ সন্তান নষ্টের চেষ্টার অভিযোগ উঠল শ্বশুরবাড়ির লোকেদের বিরুদ্ধে। শনিবার ওই ঘটনা ঘটে কোচবিহারের ঘোকসাডাঙা থানার বড় শৌলমারি গ্রামে। সোমবার বধূর পরিবারের লোকেরা ঘোকসাডাঙা থানায় এই ব্যাপারে অভিযোগ জানানোর পরে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্তে নেমে বধূর দেওর আবুল কালামকে গ্রেফতার করেছে। অন্যদের খোঁজে তল্লাশি চলছে। জেলার পুলিশ সুপার প্রণব দাস বলেন, “বধূর পরিবারের অভিযোগ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।” জেলা হাসপাতালের চিকিৎসক দীপঙ্কর দত্ত বলেন, “গর্ভস্থ সন্তান কেমন আছে সেটা আলট্রা সোনোগ্রাফির পরে জানা যাবে।”

বিক্ষোভ
বহু আবেদনের পরেও ৩টি এলাকায় বিদ্যুদয়ন না-হওয়ায় ৪ ঘণ্টা ধরে ৮১ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখালেন বাসিন্দারা। মালদহের চাঁচলের চাঁদোয়া দামাইপুর এলাকায় ৮১ নম্বর জাতীয় সড়কে মঙ্গলবার ঘটনাটি ঘটে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.