আদালতে আত্মসমর্পণ করলেন বাংলা সিনেমার অভিনেত্রী শ্রাবন্তী বিশ্বাস। একটি প্রতারণা মামলায় শিলিগুড়ির জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (সেকেন্ড কোর্ট) ওই অভিনেত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল। মঙ্গলবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন। ওই আদালতের বিচারক সন্তোষ পাঠক ওই অভিনেত্রীকে এক হাজার টাকার অন্তবর্তী জামিনে মুক্তি দেন। ২ নভেম্বর ফের অভিনেত্রীকে হাজিরার নির্দেশ দিয়েছে আদালত। ওই মামলাতেই সোমবার আত্মসমর্পণ করার জন্য শিলিগুড়ি আদালতে হাজির হন বাংলা সিনেমার অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়। এক আইনজীবীর মৃত্যুতে সেদিন আদালতে কর্মবিরতি চলায় ওই অভিনেতাকে ফিরে যেতে হয়। এদিন আদালত থেকে বার হয়ে ওই অভিনেত্রী অবশ্য দাবি করেন, “আমার বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। |
আমি কাউকে প্রতারণা করিনি। কেন অভিযোগ আনা হয়েছে জানি না।” এদিন ওই অভিনেত্রী আদালতে হাজির হলে তুমুল ভিড় হয়। এজলাসে তাঁকে হাজির করানোর জন্য কমব্যাট ফোর্সের সাহায্য নিতে হয়। অভিনেত্রী শ্রাবন্তী বিশ্বাস, হিরণ চট্টোপাধ্যায় যীশু সেনগুপ্ত এবং কাঞ্চন মল্লিকের বিরুদ্ধে ওই আদালতে মামলাটি দায়ের করেছে শিলিগুড়ির পাকুড়তলা এলাকার একটি ক্লাব। ক্লাবটির অভিযোগ, চলতি বছরের ২০ ফেব্রুয়ারি তাঁরা শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়ামে একটি টি-২০ প্রদর্শনী ক্রিকেট ম্যাচের আয়োজন করেছিলেন। বলিউড এবং টলিউডের বেশ কয়েকজন অভিনেত্রী এবং অভিনেত্রী ওই খেলায় অংশ নেন। তার মধ্যে ওই চার অভিনেতা অভিনেত্রী ৩ লক্ষ ৮৫ হাজার টাকায় চুক্তিবদ্ধ হয়েও প্রদর্শনী ম্যাচে অংশ নেননি। যে এজেন্টের মাধ্যমে ওই অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে চুক্তি হয় তিনি ৩ লক্ষ টাকা ফেরত দিতে রাজি হন। তিনটি চেকের মাধ্যমে ওই টাকা দেওয়া হলেও ব্যাঙ্কে তা বাউন্স হয়। তার পরেই ক্লাবটির তরফে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ও ৪০৬ ধারায় মামলা হয়। ক্লাবের আইনজীবী সুনীল সরকার বলেন, “ওই অভিনেত্রী প্রতারণায় জড়িত কি না তা আদালতে বিচার হবে। জামিনের বিরোধিতা করেছিলাম। বিচারক অন্তর্বর্তী জামিন দিয়েছেন। আমরা বিচারকের সিদ্ধান্তে সন্তুষ্ট।” অন্য দিকে, অভিনেত্রীর আইনজীবী চিন্ময় সাহা এবং ধ্রুব চট্টোপাধ্যায় বলেন, “আমার মক্কেল প্রদর্শনী ম্যাচের জন্য একটি টাকাও নেননি। কারও সঙ্গে চুক্তিও করেননি। অহেতুক মামলায় জড়িতে তাঁকে হেনস্থা করা হচ্ছে।” কর্মবিরতির জেরে আদালতে আত্মসমর্পণ করতে না-পারা হিরণ চট্টোপাধ্যায়কে ২ নভেম্বর আদালতে হাজির হতে হবে। একই সময়সীমার মধ্যে আদালতে হাজিরর নির্দেশ দেওয়া হয় অভিনেতা যীশু সেনগুপ্ত এবং কাঞ্চন মল্লিককেও। |