টুকরো খবর |
|
পুলিশকর্মী বাঁচালেন জখম মহিলাকে
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মুর্শিদাবাদ জেলা গোয়েন্দা দফতরের এক সাব ইন্সপেক্টারের উদ্যোগে প্রাণ ফিরে পেলেন জীবন বিমা নিগমের এক মহিলা এজেন্ট। জিয়াগঞ্জ পুরসভা এলাকার বাসিন্দা সুবর্ণা রায় নামে ওই তরুণী গুরুতর জখম হয়ে আপাতত হাসপাতালে। সোমবার দুপুর দেড়টা নাগাদ স্কুটার চালিয়ে জীবন বিমা নিগমের বহরমপুরের কার্যালয়ে যাচ্ছিলেন তিনি। নতুন গ্রামের কাছে বহরমপুর-লালবাগ রাজ্য সড়কে স্কুটির সঙ্গে ধাক্কা লাগে একটি ম্যাটাডোরের। সংজ্ঞাহীন অবস্থায় তিনি রাস্তায় পড়ে ছিলেন। এমন সময় লালাগোলায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়ের অনুষ্ঠান থেকে পুলিশের ভ্যানে করে বহরমপুরে ফিরছিলেন জেলা গোয়েন্দা দফতরের সাব ইন্সপেক্টার বাবিন মুখোপাধ্যায়। বাবিনবাবু বলেন, “রাস্তায় চলন্ত একটি অটো থামিয়ে সংজ্ঞাহীন ওই মহিলাকে বহরমপুর নিউ জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়।” পরে তাঁর সংজ্ঞা ফেরে। জীবন বিমা নিগমের এক ডেভলপমেন্ট অফিসার সৌম্যজিত দাস বলেন, “পুলিশ অফিসার বাবিনবাবু সুবর্ণাদেবীর মোবাইল ফোন থেকে আমাদের ফোন করলে দুর্ঘটনার কথা জানতে পারি।”
|
সুতিতে স্কুলে ধৃত ছাত্র
নিজস্ব সংবাদদাতা • রঘুনাথগঞ্জ |
সহপাঠীর সাইকেল চুরির অভিযোগে এক ছাত্রকে সোমবার বিকেলে গ্রেফতার করেছে সুতি থানার পুলিশ। সুতির ছাবঘাটি হাইস্কুলে ধৃত ওই ছাত্রর বাড়ি মদনা গ্রামে। সপ্তম শ্রেণির ওই ছাত্রকে বহরমপুর জুভেনাইল আদালতে হাজির করানো হলে তাকে জামিনে ছেড়ে দেওয়া হয়। স্কুলের প্রধান শিক্ষক সদানন্দ হাজরা বলেন, “গত কয়েকদিন স্কুল থেকে সাতটি সাইকেল ও ৫টি মোবাইল চুরি গিয়েছে। তা নিয়ে স্বভাবতই ছাত্র ও শিক্ষক মহলে খুব ক্ষোভের সঞ্চার হয়। সোমবার ওই ছাত্রকে সাইকেল চুরির সন্দেহে ধরা হয়। তারপরে বাধ্য হয়েই পুলিশ ডাকতে হয়েছে।” ওই ছাত্রের বাবা অবশ্য দাবি করেছেন, “আমার ছেলে চুরি করতে পারে বলে আমি বিশ্বাস করি না। তা ছাড়া তাকে পুলিশের হাতে তুলে দেওয়ার আগে আমাকে একবার বলা উচিত ছিল। এই ঘটনায় তার পড়াশোনার খুব ক্ষতি হয়ে যাবে।” আইনজীবী মকিতুল হাসানও বলেন, “যদি সে অপরাধীও হয়, তাকে ভ্রম সংশোধনের সুযোগ দেওয়া উচিত। স্কুল কর্তৃপক্ষের উচিত ছিল অভিভাবককে ডেকে পাঠানো।” প্রধানশিক্ষক অবশ্য বলেন, “ছাত্রটি ধরা পড়ার পরে যে পরিস্থিতি তৈরি হয়েছিল, তাতে তাকে পুলিশের হাতে তুলে না দিলে বড় বিপদ ঘটে যেতে পারত।”
|
জমি নিয়ে বিবাদে খুন হরিহরপাড়ায়
নিজস্ব সংবাদদাতা • হরিহরপাড়া |
জমি নিয়ে বিবাদের জেরে খুন হয়েছেন মাঝ বয়সী এক ব্যক্তি। হরিহরপাড়ার প্রতাপপুরের বাসিন্দা আজাম্মেল মোল্লাকে (৩৮) কুপিয়ে খুন করা হয়। পুলিশ জানায়, প্রতাপপুরে তিন ভাইয়ের সঙ্গে তাঁর সংসার। বাড়ির সামনেই একটি চায়ের দোকান তুলছিলেন গ্রামেরই ভুট্টো শেখ। তা নিয়েই চলছিল বিবাদ। সোমবার ওই দোকানের সামনে বসে জনা কয়েক মদ্যপান করছিল। বারণ করা সত্ত্বেও তারা সেখান থেকে উঠে যায়নি। অভিযোগ, এরপরেই আজাম্মেলের বাড়ি থেকে ঢিল ছোড়া হয়। আর তাতেই বিপদ বাড়ে। রাতে জনা কয়েক যুবক তাঁর বাড়িতে ঢুকে কুপিয়ে খুন করে আজাম্মেলকে। দাদাকে বাঁচাতে গিয়ে গুরুতর ভাবে জখম হয়েছেন তাঁর দু’ই ভাই আজিমুল ও আমিনুল শেখ। তাঁদের হরিহরপাড়া ব্লক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। অতিরিক্ত পুলিশ সুপার আন্নাপ্পা-ই বলেন, “ওই ঘটনায় ২৫ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্তদের এক জনকে গ্রেফতারও করেছে পুলিশ।”
|
ব্লক অফিস ‘ভাঙচুর’
নিজস্ব সংবাদদাতা • রানাঘাট |
স্মারকলিপি দিতে গিয়ে চাকদহের ব্লক অফিস ভাঙচুরের অভিযোগ উঠল আদিবাসী জনকল্যাণ উন্নয়ন সমিতির সদস্য-সমর্থকদের বিরুদ্ধে। অভিযোগ অস্বীকার করে সংগঠনের ক্রীড়া সম্পাদক রতন রায় বলেন, “তফসিলি জাতিভুক্ত হলেও আমাদের শংসাপত্র দেওয়া হচ্ছে না। এ দিন আমরা ব্লক অফিসে স্মারকলিপি দিয়েছি। বিডিও-র সঙ্গে আলোচনাও হয়। দাবি নিয়ে কিছু সমস্যা হওয়ায় আমরা রাস্তা অবরোধ করি। তবে অফিস ভাঙচুর করিনি।” কল্যাণীর মহকুমাশাসক শৈবাল চক্রবর্তী বলেন, “কিছু মানুষ তফসিলি জাতিভুক্ত না হয়েও শংসাপত্র দাবি করেছেন। ইতিমধ্যেই আমরা বহু ভুয়ো শংসাপত্র পেয়েছি। এই খবরে কিছু মানুষ অন্যদের প্ররোচনা দিয়ে ব্লক অফিস ভাঙচুর করে। বিডিওকে বলেছি পুলিশের কাছে অভিযোগ করতে।”
|
মহিলার মৃত্যু, গ্রেফতার শ্বশুর-শাশুড়ি
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
পণের টাকা না পেয়ে এক মহিলাকে গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার অভিযোগ উঠল শশুরবাড়ির লোকের বিরুদ্ধে। মৃতার নাম টুলটুলি পাল (২৪)। সোমবার বিকেলে শঙ্খনগর গ্রামে। পুলিশ জানায়, বছর সাতেক আগে তাঁর বিয়ে হয়েছিল চিন্ময় পাল পেশায় শঙ্খশিল্পীর সঙ্গে। তাঁদের পাঁচ বছরের এক কন্যাসন্তান আছে। ওই দিন বিকেলে মেয়ের মৃত্যুর পরে টুলটুলিদেবীর বাবা নীরেন্দ্রনাথ পাল থানায় অভিযোগ দায়ের করেন, পণের টাকা না পেয়ে মেয়েকে তার স্বামী, শ্বশুর ও শাশুরি মিলে গায়ে আগুন লাগিয়ে মেরেছে। অভিযোগ পেয়ে পুলিশ শশুর ও শাশুরিকে গ্রেফতার করেছে।
স্বামী পলাতক।
|
লালগোলায় খুন
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
মঙ্গলবার সকালে লালগোলা থানার মানিকচক-গুড়িপাড়ায় এক যুবকের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। নাম মঙ্গল মণ্ডল (৩৬)। পুলিশ জানায়, ওই যুবককে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করা হয়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মুর্শিদাবাদ-লালবাগ) মৃণাল মজুমদার বলেন, “গ্রামে মনসা গানের অনুষ্ঠান চলছিল। সোমবার সন্ধ্যায় সেখানেই গিয়েছিল সে। মঙ্গলবার সকালে তাঁর দেহ উদ্ধার হয়।”
|
ছাত্রের অপমৃত্যু
নিজস্ব সংবাদদাতা • কান্দি |
অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক স্কুল পড়ুয়ার। মৃতের নাম বিক্রম ভল্লা (১৫)। বাড়ি বড়ঞা থানার সাইজুলি গ্রামে। সে স্থানীয় মহুয়া কান্দি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল। পুলিশের প্রাথমিক অনুমান বিক্রম কীটনাশক খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিল। তাকে কান্দি হাসপাতালে ভর্তি করা হলে মঙ্গলবার ভোরে তাঁর মৃত্যু হয়েছে।
|
বোমায় জখম
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
দুষ্কৃতীদের ছোড়া বোমায় আহত হয়েছেন বলাই দাস নামে এক ব্যবসায়ী। তাঁর বাড়ি শান্তিপুরের ফুলিয়ায়। সোমবার রাতে এক দল দুষ্কৃতী ফুলিয়ার রঙ্গমঞ্চ এলাকায় আচমকা বোমা ছোড়ে। বেমার আঘাতে একটি খাবারের দোকানের মালিক বলাইবাবু জখম হন। তিনি বলেন, “কারা ওই বোমা ছুড়েছিল তা রাত্র অন্ধকারে দেখতে পাইনি।” পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
|
ট্রেন থেকে পড়ে মৃত
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
চলন্ত ট্রেন থেকে পড়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির। মৃতের নাম সুভাষ সরকার (৫৫)। বাড়ি ধুবুলিয়া থানায় তাতলা। সোমবার রাতে বাহাদুরপুর স্টোশনের কাছে শিয়ালদহগামী লালগোলা প্যাসেঞ্জার থেকে পড়ে যান সব্জি ব্যবসায়ী সুভাষবাবু। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত ঘোষণা করা হয়।
|
দুঃস্থদের অনুদান
নিজস্ব সংবাদদাতা • বহরমপুর |
ইন্দিরা আবাস যোজনা প্রকল্প থেকে ৬৮০ জনকে এবং বহুমুখি উন্নয়ন প্রকল্পে ১৬০টি দুঃস্থ পরিবারকে বেছে নিয়ে গৃহ নির্মানের জন্য সরকারি অনুদান বিলি করা হল। মঙ্গলবার বহরমপুর বিডিও অফিসে একটি অনুষ্ঠান থেকে ওই পরিবারগুলির হাতে ২২ হাজার ৫০০ টাকা করে তুলে দিয়েছেন পরিষদীয় প্রতিমন্ত্রী মনোজ চক্রবর্তী।
|
অস্ত্র-সহ গ্রেফতার
নিজস্ব সংবাদদাতা • করিমপুর |
একটি দিশি বন্দুক এবং দু-রাউন্ড তাজা কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে হোগলবেড়িয়া থানার পুলিশ। ধৃতের নাম বিশ্বজি দাস। মঙ্গলবার দুপুরে করিমপুরগামী একটি বেসরকারী বাস থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
|
চোলাই উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • কৃষ্ণনগর |
একটি মদের দোকানে হানা দিয়ে মঙ্গলবার ৫০০ লিটার চোলাই মদ ও প্রচুর মদ তৈরির উপকরণ উদ্ধার করে পুলিশ। কৃষ্ণগঞ্জের দুর্গাপুরের এই ঘটনায় কেউ গ্রেফতার হয়নি।
|
বারুদ উদ্ধার |
অরাঙ্গাবাদ-১ আরএসপি উপপ্রধান সায়রা বানুর ছাবঘাটির বাড়ি থেকে মঙ্গলবার রাতে প্রায় ৩০০ কেজি বারুদ উদ্ধার করে পুলিশ। তাঁর স্বামী আব্দুল খালেককে গ্রেফতার করা হয়েছে। আরএসপির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য জানেআলম মিঞা বলেন, “সায়রা বানু দলের প্রতীকে উপপ্রধান নির্বাচিত হন। পরে জানা যায়, তাঁর স্বামী এক জন সমাজবিরোধী। তার পর থেকে তাঁর সঙ্গে দলের কোনও যোগ নেই।” |
|