রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনীদের নিয়ে গঠিত হয়েছে ‘প্রাক্তন মিলনী’। গত ৩ সেপ্টেম্বর লালবাগ যুব আবাসে তারা একটি অনুষ্ঠানও করে। প্রকাশিত হয়েছে ‘প্রাক্তনী’ নামে একটি পত্রিকাও।
|
নবরং-এর বার্ষিক অনুষ্ঠানে নৃত্য নাট্য ‘বেহুলা-লখিন্দর’ দর্শকদের মন জয় করল। এ ছাড়াও ছিল সমবেত ও একক রবীন্দ্র-নৃত্য। সংস্থার শিক্ষার্থী, কচিকাঁচা শিল্পীরাও ওই অনুষ্ঠানে অংশ নেয়।
|
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা গানের উপরে নৃত্যায়ন পরিবেশন করল বহরমপুরের নৃত্য সংস্থা ‘কলাক্ষেত্র’। সংস্থার বার্ষিক অনুষ্ঠান উপলক্ষে দু-দিন নৃত্য সন্ধ্যার আয়োজন করে ওই সংস্থা। এ ছাড়াও ছিল দুটি নৃত্যনাট্য, কৌন্তেয় ও কর্ণ ও অধরা প্রেম। অনুষ্ঠানের সূচনা করেন পূর্ত দফতরের প্রতিমন্ত্রী সুব্রত সাহা।
|
নবদ্বীপ পুরাতত্ত্ব পরিষদের আয়োজনে গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়েছে নবদ্বীপ বিষয়ক পঞ্চম প্রবন্ধ প্রতিযোগিতা। আঞ্চলিক ইতিহাসের গবেষক তপনকুমার সেনের স্মৃতিতে এ বছরের প্রতিযোগিতার বিষয় ছিলনবদ্বীপ তথা নদিয়া নামের উৎপত্তি। নবদ্বীপের বিভিন্ন স্কুলের একাদশ ও দ্বাদশ শ্রেণির ছাত্রছাত্রীরা ওই প্রতিযোগিতায় অংশ নেয়।
|
অর্থিক অনটনে লেখাপড়া বেশিদুর এগোয়নি। অনেকে পড়াশুনা করতেই পারেনি। নবদ্বীপের নাট্যসংস্থা ছন্দনীড়ের রজতজয়ন্তী বর্ষে এমনই ২৫ জন ছেলেময়েকে লেখাপড়া শেখাতে উদ্যোগী হল তারা। রবিবার সংস্থার অনুষ্ঠানে ওই ২৫ জনকে নতুন জামা-কাপড় দেওয়া হয়। সংস্থার প্রধান অজয় চক্রবর্তী বলেন, “আমাদের সামর্থ্য কম। তাই আমাদের বাড়িতে যাঁরা কাজ করেন, তাঁদের ছেলেমেয়েদের নিয়েই কাজ শুরু করছি।” তিনি জানান, এই ছেলেমেয়েদের নাট্যসংস্থায় সামিল করার ভাবনাও রয়েছে।
|
নিভা আর্ট আন্তঃজেলা প্রতিযোগিতায় অংশ নিয়ে বহরমপুরের নাট্যদল রঙ্গাশ্রমের নাটক সন্তাপ প্রযোজনার পাশাপাশি নাট্য পরিচালনা, মঞ্চ ও আলো বিভাগেও শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেয়েছে। মানব চক্রবর্তীর গল্প অবলম্বনে তৈরি ওই নাটকের পরিচালক সন্দীপ ভট্টাচার্য, মঞ্চ দীপঙ্কর পাল ও আলো বিভাগে শ্যামাপ্রসাদ বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পান।
|
জয়েন্ট এন্ট্রাস দিয়ে মুর্শিদাবাদের জেলার ৩৯ জন ছাত্র ডাক্তারি পড়ার সুযোগ পেয়েছেন, বহরমপুর রহীন্দ্রসদনে এক অনুষ্ঠানে তাঁদের বিশেষ সম্মান জানাল একটি বেসরকারি সংস্থা। এ ছাড়াও সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল রবীন্দ্রসঙ্গীত, নৃত্য ও সমবেত আবৃত্তি।
|
নজরুলের প্রয়াণ দিবস, গত ২৯ অগস্ট এক অনুষ্ঠানের আয়োজন করে বহরমপুর নজরুল কমিটি। কালেক্টরেট হলঘরে ঘরোয়া অনুষ্ঠানে নজরুল কবিতা পাঠ, নজরুলগীতির পাশাপাশি ‘বিদ্রোহী’ কবিতা নিয়ে আলোচনায় অংশ নেন আবুল হাসনাত। |