সমর্থন আডবাণীর রথযাত্রায়
সুষমাদের যাত্রাভঙ্গই লক্ষ্য রুডিদের
থযাত্রা ঘোষণা হতেই এখন লালকৃষ্ণ আডবাণীর চারপাশে ভিড় বাড়াতে শুরু করেছেন বিজেপির তৃতীয় সারির নেতারা।
উদ্দেশ্য একটাই, অরুণ জেটলি-সুষমা স্বরাজদের মতো দলের দ্বিতীয় সারির নেতাদের উত্থান ঠেকানো। দু’একদিনের মধ্যেই আডবাণীর রথযাত্রার সূচি ঘোষণা করবে বিজেপি। কিন্তু এখন থেকেই শাহনওয়াজ হোসেন, রবিশঙ্কর প্রসাদ, রাজীব প্রতাপ রুডি, প্রকাশ জাভড়েকরদের মতো নেতারা রথযাত্রায় সক্রিয় ভূমিকা নিতে শুরু করেছেন। অনন্ত কুমার তো আডবাণীর যাত্রার যাবতীয় দিক সামলানোর দায়িত্বও আদায় করে নিয়েছেন। কিন্তু কেন? কয়েক বছর আগে যখন আডবাণীকে লোকসভার বিরোধী দলনেতার পদ থেকে সরিয়ে সুষমার অভিষেক হয়, তখন থেকেই দ্বিতীয় সারির নেতারা ঘরোয়া স্তরে বলতে শুরু করেন, এ বার অবসর নিচ্ছেন আডবাণী। আগামী নির্বাচনে আর প্রধানমন্ত্রী পদের প্রার্থীও হবেন না। গত নির্বাচনে আডবাণী ছিলেন বিজেপির প্রধানমন্ত্রীর পদপ্রার্থী। সেই ভোটে ভরাডুবি হয় বিজেপির। তার পর থেকে দলের দ্বিতীয় সারির নেতারা আডবাণীকে যেমন পরাজিত নায়ক হিসাবে তুলে ধরার চেষ্টা করেছেন, তেমনই নিজেদের প্রধানমন্ত্রীর দৌড়ে এগিয়ে রাখার প্রতিযোগিতাও শুরু হয়েছে। তাঁদের চ্যালেঞ্জ ছুড়ে আডবাণী যখন আবার সক্রিয় হয়ে উঠেছেন, সেই সময় বিজেপির তৃতীয় সারির নেতারাও সুষমা-জেটলিদের উত্থান ঠেকাতে মরিয়া হয়ে উঠেছেন।
এমন নয়, আডবাণীর সঙ্গে দলের এই নেতাদের সখ্য রয়েছে। কিন্তু দ্বিতীয় সারির নেতারা যাতে মাথাচাড়া দিয়ে উঠতে না পারেন, সেই চেষ্টাই করছেন তাঁরা। অবশ্য জাভড়েকরের মতো নেতা প্রকাশ্যে বলছেন, “আডবাণীর বিশ্বাসযোগ্যতা রয়েছে। তাই সকলেই তাঁকে সমর্থন করছেন। এর পিছনে অন্য রাজনৈতিক গন্ধ খুঁজে লাভ নেই।”
সঙ্ঘ পরিবার নিতিন গডকড়ীকে সভাপতি করার আগে জেটলি, সুষমা, বেঙ্কাইয়া নাইডু, অনন্ত কুমারের মতো আডবাণীর একদা ঘনিষ্ঠ চার নেতার (যাঁদের ‘ডি-ফোর’ নামে অভিহিত করা হয়েছিল) নাম নিয়েও পর্যালোচনা শুরু হয়েছিল। কিন্তু দলের অনেকেই মনে করেন, এই নেতারা এক সময় আডবাণীর আশীর্বাদধন্য হলেও এখন অনেকের সঙ্গেই সেই ঘনিষ্ঠতা নেই। সুষমা-জেটলি সংসদের উভয় সভার বিরোধী দলনেতার মর্যাদা পেয়ে গুরুত্বপূর্ণ পদ দখল করে ফেলেছেন। বেঙ্কাইয়া আপাতত দৌড়ে নেই, নিজের মতো আছেন। সভাপতি এবং প্রধানমন্ত্রীর দৌড় থেকে ছিটকে যাওয়া অনন্ত কুমার কিন্তু আডবাণীর এই সফরকে ঘিরে রাজনৈতিক জীবনের উত্থান ঘটাতে চাইছেন। আর শাহনওয়াজ হোসেন, রবিশঙ্কর প্রসাদ, রাজীব প্রতাপ রুডি, জাভড়েকরদের মতো নেতারা চাইছেন আডবাণীর রথযাত্রা সফল করে তুলতে। যাতে এই যাত্রার মাধ্যমে আডবাণীই দলের পরবর্তী নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারেন। যাতে আরএসএস নেতৃত্ব এখনও পরের নির্বাচনে কোনও নেতাকে তুলে ধরার পক্ষে না হলেও শেষ পর্যন্ত আডবাণীকেই নেতা বেছে নেন। আডবাণীও মনে করেন, যাত্রা শুরু হলে অনেক নেতা তাঁর পাশে আসবেন। ইতিমধ্যেই যে যে রাজ্য দিয়ে তাঁর যাত্রা হবে, সেখানকার নেতারা যাতে সামিল হন, তার চেষ্টা করা হচ্ছে। যাত্রায় সামিল করার কথা ভাবা হচ্ছে বিজেপি-শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদেরও।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.