মারা গেলেন চিত্রগ্রাহক গৌতম রাজাধ্যক্ষ
হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন বিশিষ্ট ফ্যাশন চিত্রগ্রাহক গৌতম রাজাধ্যক্ষ। তাঁর বয়স হয়েছিল ৬২ বছর। তাঁর পরিবারের তরফে জানানো হয়েছে, আজ সকালে নিজের বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি সম্পর্কে লেখিকা শোভা দে-র সম্পর্কিত ভাই ছিলেন।
ফ্যাশন জগতে তাঁর প্রথম আত্মপ্রকাশ ১৯৮০ সালে। বলিউড জগতের শাবানা আজমি, টিনা মুনিম এবং জ্যাকি শ্রফের ছবি তুলে তিনি প্রচারে আসেন। ’৮৭-তে বিজ্ঞাপন বিভাগের চাকরি ছেড়ে পাকাপাকি ভাবে ফোটোগ্রাফির জগতে চলে আসেন। ১৯৯২-এ তাঁর প্রথম চিত্রনাট্য ‘বেখুদি’ অভিনীত হয়। পরবর্তী চিত্রনাট্য ‘আনজাম’-এ মাধুরী দীক্ষিত অভিনয় করেন। গৌতম তাঁর তোলা ছবি নিয়ে ‘ফেসেস’ নামে একটি বই প্রকাশ করেন। সেখানে ঐশ্বর্যা-সহ বহু বলিউড ব্যক্তিত্বের ছবি রয়েছে।
শোভা দে গৌতম সম্পর্কে বলেন, “গৌতমের সঙ্গে কারওর তুলনা চলে না। তাঁর তোলা ছবির বিশেষ আঙ্গিক তাঁকে অন্য সবার থেকে আলাদা করে তুলেছিল।”
মহারাষ্ট্রের রাজ্যপাল শঙ্করনারায়ণন বলেন, “গৌতমের চিত্রগ্রহণের সঙ্গে ফাইন আর্টের তুলনা করা চলে।”
গৌতমের আকস্মিক মৃত্যুতে অমিতাভ বচ্চন থেকে শুরু করে কর্ণ জোহর, ফারহান আখতার, বোমান ইরানি সবাই টুইটারে শোকবার্তা জানিয়েছেন। অমিতাভ লিখেছেন, গৌতমের মৃত্যুতে তিনি স্তম্ভিত। তাঁর তোলা অনেক ছবি অমিতাভের বাড়িতে আছে। এগুলি তাঁর বাড়ির সৌন্দর্য অনেক গুণ বাড়িয়ে তুলেছে বলে অমিতাভ মনে করেন।
লতা মঙ্গেশকর লিখেছেন, সঙ্গীত নিয়ে গৌতমের অগাধ জ্ঞান ছিল। তাঁকে চিত্রগ্রহণ সম্পর্কে অনেক কিছু ব্যাখ্যা করেছিলেন বলেও জানান লতা। কর্ণ জোহর লিখেছেন, তাঁর সব চেয়ে প্রিয় মানুষের মধ্যে গৌতম ছিলেন অন্যতম। আজ সন্ধ্যাবেলায় তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.