টুকরো খবর
|
পরেশ মায়ানমারেই নেই, দাবি নাগা খাপলাং গোষ্ঠীর |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
আলফার দাবি উড়িয়ে দিয়ে এনএসসিএন খাপলাং বাহিনী দাবি করল, আলফা সেনাধ্যক্ষ পরেশ বরুয়া মোটেই মায়ানমারে জুনটা বাহিনীর সঙ্গে লড়ছেন না। তিনি বহাল তবিয়তে চিনে রয়েছেন। তবে, ভারত সরকারের প্রত্যক্ষ অস্ত্র সাহায্য নিয়ে জুনটা বাহিনী যে মায়ানমারে ভারতীয় জঙ্গি নিধনে নেমেছে তা নিয়ে খাপলাং গোষ্ঠীও একমত। সম্প্রতি এক বিবৃতি প্রকাশ করে আলফা জানায়, ভারত সরকারের ২ হাজার কোটি টাকার সাহায্য ও আধুনিক অস্ত্রসম্ভারের বিনিময়ে মায়ানমারের সামরিক জুনটা আলফা বাহিনীকে খতম করতে অভিযান শুরু করেছে। সেনাধ্যক্ষ পরেশ বরুয়াকে হত্যা করাই তাদের প্রধান লক্ষ্য। এ কে-৫৬ ও স্যাটেলাইট ফোন হাতে পরেশের ছবি পাঠিয়ে আলফা দাবি করে, সতীর্থদের সঙ্গে লড়াইয়ের ময়দানেই রয়েছেন পরেশ। তিনিই দলকে নেতৃত্ব দিচ্ছেন। কিন্তু, মায়ানমারে আলফা বাহিনীর প্রধান আশ্রয়দাতা যারা, সেই খাপলাং শিবিরই জানিয়ে দিল, পরেশ এখন মায়ানমারে নেই। সব তথ্য ভুয়ো। পরেশ এখন চিনের ইউনান প্রদেশে। খাপলাং বাহিনীর তরফে প্রচার সচিব ওয়াংতিং নাগা আরও জানিয়েছেন, খাপলাং বাহিনী ও কাচিন ইন্ডিপেন্ডেন্ট আর্মির বিরুদ্ধে ব্যাপক হারে অভিযান চালাচ্ছে জুনটা সেনা। খাপলাংদের দাবি, নাগা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালাতে ভারতের তরফে প্রায় ৫০টি অস্ত্রবাহী ট্রাক জুনতা সেনার কাছে পৌঁছেছে। বেশ কিছু খাপলাং ঘাঁটি এর মধ্যেই সেনার হাতে চলে গেলেও, কোনও প্রাণহানি হয়নি। অবশ্য ওয়াংতিং ও পি তিখাকের দাবি, চেয়ারম্যান এস এস খাপলাং সুরক্ষিত রয়েছেন। খাপলাংদের পরিষদীয় সদর দফতর ঘিরে ব্যূহ রচনা করা হয়েছে।
|
বিজেপিও নিশানা অণ্ণার |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
লালকৃষ্ণ আডবাণী দুর্নীতির বিরুদ্ধে রথযাত্রার কর্মসূচি নিতেই ফের সক্রিয় হয়ে উঠেছেন অণ্ণা হজারে। নির্বাচনের সময়ে জন লোকপাল বিল নিয়ে প্রচারের কথা আগেই ঘোষণা করেছেন অণ্ণা। এ বারে কংগ্রেস ও বিজেপির বিরুদ্ধে নতুন করে আক্রমণ শুরু করলেন। পাশাপাশি নিজেদের পুরনো অবস্থান আঁকড়ে এমন সব বিষয়ে প্রচার শুরু করেছে ‘টিম-অণ্ণা’, যেগুলি নিয়ে আগেই সরকারের সঙ্গে ঐকমত্যের কথা ঘোষণা করেছিল তারা। যেমন আগে বিচার ব্যবস্থার উচ্চপদকে লোকপালের আওতায় বাইরে রাখতে রাজি হলেও এখন ফের বেঁকে বসেছে তারা। বিভিন্ন সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে কটাক্ষও করেছেন অণ্ণা। তাঁর মন্তব্য, “প্রধানমন্ত্রীর কোনও কর্তৃত্ব নেই। কেউই তাঁর কথা শোনে না।” আডবাণীর রথযাত্রাকে ‘স্রেফ নাটক’ বলে উড়িয়ে দিয়েছেন তিনি। জানিয়েছেন, অ-কংগ্রেস, অ-বিজেপি এবং দুর্নীতিমুক্ত কোনও দলকে সমর্থন করতে বা তাদের হয়ে প্রচার করতে তিনি রাজি আছেন। অণ্ণার আচরণে বিস্মিত বিজেপি। দলের এক শীর্ষ নেতার কথায়, “এত দিন অণ্ণার মতো অরাজনৈতিক ব্যক্তিরা দুর্নীতি-বিরোধী আন্দোলনের রাশ নিজেদের হাতে রেখেছিলেন। আডবাণী রথযাত্রা ঘোষণা করতেই অণ্ণা বুঝলেন, রাশ তাঁর হাতের বাইরে চলে যাচ্ছে। তাই তিনি প্রমাদ গুণছেন।” বিজেপির আনুষ্ঠানিক বক্তব্যেও ছিল এই রোষের প্রতিফলন। দলের মুখপাত্র প্রকাশ জাভড়েকর বলেন, “অণ্ণা আডবাণীর রথযাত্রাকে সমর্থন না করার কথা জানিয়েছেন। কিন্তু আমরা কবে তাঁর কাছে সমর্থন চাইতে গেলাম?” অণ্ণাকে কটাক্ষ করে কংগ্রেস মুখপাত্র অভিষেক মনু সিঙ্ঘভি বলেন, “গণতন্ত্রে সকলেরই নিজের কথা বলার স্বাধীনতা রয়েছে। কিন্তু মন্তব্য করার সময়ে শালীনতা ও সৌজন্য বজায় রাখা উচিত!” বাম নেতৃত্বও অণ্ণার থেকে দূরত্ব বজায় রাখার কৌশল নিচ্ছে। সিপিএমের এক শীর্ষ নেতা বরং অণ্ণার ভূমিকা নিয়েই প্রশ্ন তুলে বলেছেন, “অণ্ণা হজারে কাকে সমর্থন করবেন বা করবেন না, তা নিয়ে আমাদের কিছু বলার নেই। আসল দুর্নীতি হচ্ছে কর্পোরেট স্তরে। কিন্তু অণ্ণা তো কর্পোরেট দুর্নীতি নিয়ে কোনও কথাই বলছেন না!”
|
মুম্বইয়ে বিমান হানার আশঙ্কা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
ছোট বিমান নিয়ে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দরে হামলা চালাতে পারে জঙ্গিরা। গোপন সূত্রে এই খবর পাওয়ার পরে ওই বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানো হয়েছে। মুম্বই বিমানবন্দরের এক মুখপাত্র জানিয়েছেন, বিমানবন্দরে নিরাপত্তা বাড়িয়েছে কেন্দ্রীয় শিল্প নিরাপত্তা বাহিনী (সিআইএসএফ), ব্যুরো অফ সিভিল অ্যাভিয়েশন সিকিউরিটি ও মুম্বই পুলিশ। বিমান-চলাচল স্বাভাবিকই রয়েছে। জঙ্গিরা অব্যবহৃত বিমান ওড়ার ময়দান বা ব্যক্তিগত হেলিপ্যাড ব্যবহার করতে পারে বলে আশঙ্কা গোয়েন্দাদের। তাই সেগুলির উপরে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে। ছোট বিমান ও হেলিকপ্টারের গতিবিধির উপরেও নজর রাখছেন গোয়েন্দারা। গতকাল রাতে মুম্বইয়ে মুখ্যমন্ত্রী পৃথ্বীরাজ চহ্বাণ, স্বরাষ্ট্রমন্ত্রী আর আর পাটিল ও উচ্চ পদস্থ অফিসারদের সঙ্গে একটি বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম। পাটিল জানিয়েছেন, মুম্বইয়ের নিরাপত্তা নিয়ে ওই বৈঠকে আলোচনা হয়েছে। ৯/১১ কাণ্ডের বার্ষিকী উপলক্ষে মুম্বইয়েনিরাপত্তা আগেই বাড়ানো হয়েছিল। অন্যান্য বছরে গণেশ চতুর্থীর শেষে আকাশ থেকে বিগ্রহ ভাসান দেখতে পান পর্যটকরা। কিন্তু এই বছর তাঁরা সেই সুযোগ পাননি। তবে সিআইএসএফের এক অফিসার জানিয়েছেন, শুধু মুম্বই নয়, দিল্লি এবং চণ্ডীগড়েও জারি হয়েছে সতর্কতা। অন্য বিমানবন্দরে সতর্কতা জারি হওয়ার কথা জানিয়েছে মুম্বই পুলিশও। ছত্রপতি শিবাজি বিমানবন্দরে হামলা চালাতে যাতে জঙ্গিরা মহারাষ্ট্রে ঢুকতে না পারে সে জন্য গুজরাত, মধ্যপ্রদেশ, কর্নাটক ও গোয়া কেও সতর্ক করেছে কেন্দ্র।
|
ট্রেন দুর্ঘটনা চেন্নাইয়ে, মৃত ৮ |
নিজস্ব প্রতিবেদন |
ফের সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে থাকা ট্রেনকে পিছন থেকে এসে ধাক্কা মারল অন্য একটি ট্রেন। আর তার ফলে মৃত্যু হল অন্তত ৮ জনের। এ বারের ঘটনাস্থল চেন্নাইয়ের কাছে আরকোনাম। গত বছর বীরভূমের সাঁইথিয়ায় বনাঞ্চল এক্সপ্রেস ও উত্তরবঙ্গ এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি মঙ্গলবার রাতে জাগিয়ে তুলল আরকোনাম-কাটপাডি প্যাসেঞ্জার ও চেন্নাই বিচ-ভেলোর লোকাল। রেল সূত্রে বলা হচ্ছে, আরকোনাম ও চিত্তোরি স্টেশনের মধ্যে সিগন্যালের অপেক্ষায় দাঁড়িয়ে ছিল আরকোনাম-কাটপাডি প্যাসেঞ্জার। রাত সাড়ে ন’টা নাগাদ তাকে পিছন থেকে ধাক্কা মারে চেন্নাই বিচ-ভেলোর লোকাল। বেলাইন হয়ে যায় আরকোনাম-কাটপাডি প্যাসেঞ্জারের পাঁচটি বগি। রেল ও রাজ্য প্রশাসন সূত্রে জানানো হয়েছে, অন্তত ৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত অন্তত ৯০ জন। ২০ জনের অবস্থা আশঙ্কাজনক। বেলাইন বগিগুলির মধ্যে আটকে রয়েছেন বহু যাত্রী। ফলে হতাহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া দিচ্ছেন না রেলের কর্তারাই। আগামিকাল সকালে উদ্ধারকার্য পরিদর্শন করতে ঘটনাস্থলে যাবেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। দুর্ঘটনার খবর পাওয়ার পরেই রেল ভবনে নিজের দফতরে চলে আসেন দীনেশ। তিনি জানান, দুর্ঘটনায় নিহতদের পাঁচ লক্ষ এবং গুরুতর আহতদের দু’লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়া হবে। রেল মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, যে লাইনে দুর্ঘটনা ঘটেছে, সেখানে ‘অটোম্যাটিক সিগন্যালিং সিস্টেম’ রয়েছে। সংশ্লিষ্ট অফিসারদের ধারণা, আজ কোনও কারণে চেন্নাই বিচ-ভেলোর লোকালের চালককে ভুল সিগন্যাল দেখানো হয়েছে। প্রচণ্ড বৃষ্টির মধ্যে সিগন্যাল দেখার পরেও চালক ভুল করতে পারেন বলেও মনে করছে অনেকে।
|
মাওবাদীদের হাতে গ্রামবাসী খুন লাতেহারে |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
পুলিশের ‘চর’ সন্দেহে ফের এক গ্রামবাসীকে হত্যা করল মাওবাদীরা। গতকাল রাতের বেলায় লাতেহারের মনিকা এলাকায় বোকারিয়া গ্রামে ঘটনাটি ঘটেছে। পুলিশ জানায়, নিহতের নাম আব্দুল আনসারি (৪৫)। পলামুর লেসলিগঞ্জের বাসিন্দা আনসারি বোকারিয়ায় শ্বশুরবাড়িতে এসেছিলেন। তাঁর মাথা ও কোমরে দু’টি গুলি করা হয়েছিল। এ দিন সকালে দেহটি উদ্ধার করে পুলিশ। লাতেহারের ভারপ্রাপ্ত এসপি দেওবিহারী শর্মা বলেন, “স্থানীয় মাওবাদী নেতা শ্যামলাল যাদব ও তার দলবল এই খুনের পিছনে বলে আমাদের সন্দেহ। আনসারি নিজেও আগে মাওবাদীদের সঙ্গে জড়িয়ে পড়েছিলেন বলে খবর মিলেছে। কিন্তু ওই সংগঠন থেকে বেরিয়ে আসার পরে তিনি জঙ্গিদের তোপের মুখে পড়েন।”
|
জামশেদপুরে খুন টেম্পোচালক |
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
আজ সকালে জামশেদপুরের সাকচি এলাকায় এক টেম্পোচালকের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁকে গলা টিপে খুন করা হয়েছে বলে পুলিশ সন্দেহ করছে। পুলিশের তরফে জানানো হয়েছে, মৃতের নাম ভীম সিংহ (৪০)। তিনি পুরুলিয়ার বলরামপুরের বাসিন্দা। গত কাল পুরুলিয়া থেকে সব্জি নিয়ে জামশেদপুরে ঢুকেছিলেন। রাতে রামলীলা ময়দানের কাছে বিশ্রাম নিতে টেম্পো দাঁড় করান তিনি। পুলিশি তদন্তে প্রকাশ, গত রাতে ওই টেম্পোচালক কোনও পরিচিতের সঙ্গে মদ্যপান করেন। এর পরে আততায়ীরা তাঁকে খুন করে। মদ্যপানের পরে কথা কাটাকাটির জেরে এই খুন না টেম্পোয় লুঠপাটের কোনও মতলব এই খুনের পিছনে রয়েছে পুলিশ তা খতিয়ে দেখছে। স্থানীয় বাসিন্দা ও ভীমের পরিচিতদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
|
সিআরপিএফে প্রাক্তন সেনা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মাওবাদী মোকাবিলার কথা মাথায় রেখে সিআরপিফে প্রায় দু’হাজার প্রাক্তন সেনা অফিসারকে নিয়োগ করা হবে। বাহিনীর ৭১ বছরের ইতিহাসে বিভিন্ন সময়ে সেনাবাহিনী বা প্রাক্তন সেনা অফিসারদের থেকে প্রশিক্ষণ নেওয়ার নজির থাকলেও, সরাসরি নিয়োগ এই প্রথম। মাওবাদী হামলা ঠেকাতেই আপাতত ৩৪৮ জন প্রাক্তন জুনিয়র কমিশনড অফিসার ও ১,৭৫৪ জন প্রাক্তন নন-কমিশনড অফিসারকে তিন বছরের চুক্তিতে নিয়োগ করা হবে।
|
ফের কপ্টার পরিষেবা চালু অরুণাচলে |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
প্রায় পাঁচ মাস পরে ফের অরুণাচল প্রদেশে যাত্রিবাহী কপ্টার পরিষেবা শুরু হল। গত এপ্রিল মাসে পর পর দু’টি মর্মান্তিক দুর্ঘটনার পরই অরুণাচল সরকার পবনহংস পরিষেবা বন্ধ করে দেয়। ১৯ এপ্রিল তাওয়াং বিমানবন্দরে কপ্টার দুর্ঘটনায় ১৬ জনের মৃত্যু ঘটেছিল। সেই ঘটনার রেশ মেলানোর আগেই ৩০ এপ্রিল ঘটে আবার এক দুর্ঘটনা। হেলিকপ্টার ভেঙে পড়ায় মারা যান খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী দোর্জি খান্ডু-সহ ছ’জন।
ঘটনা হল, দেশের প্রত্যন্ত সীমায় অবস্থিত এই রাজ্যে কপ্টারে যাত্রী পরিষেবা বন্ধ থাকায় অসুবিধায় পড়তে হয় রাজ্যবাসীকেই। নতুন মুখ্যমন্ত্রী জারবম গামলিন কপ্টার পরিষেবা ফের চালু করার উদ্দেশ্যে ডিজিসিএ ও কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের পরামর্শ চান। সারা বিশ্বের এ ধরনের সংস্থাগুলিকে আকৃষ্ট করতে জারি করা হয় টেন্ডার। অবশেষে সব দিক বিবেচনা করে গ্লোবাল ভেক্ট্রা সংস্থার ৮ আসন বিশিষ্ট ‘বেল ৪১২’ কপ্টারকে বেছে নেওয়া হয়। এই বাছাইয়ে সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় যাত্রীদের নিরাপত্তার প্রতি।
কাল থেকে পরিষেবা ফের চালু হয়েছে। অবশ্য তাওয়াং নয়, আপাতত নাহারলাগুন থেকে গুয়াহাটি, এই পথেই আসা-যাওয়া করবে কপ্টারটি। সোম, মঙ্গল, বৃহস্পতি ও শুক্রবার এই পরিষেবা চালু থাকবে।
|
সিআরপিএফে প্রাক্তন সেনা |
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
মাওবাদী মোকাবিলায় প্রায় দু’হাজার প্রাক্তন সেনা অফিসারকে নিয়োগ করা হবে সিআরপিফে। বাহিনীর ইতিহাসে বিভিন্ন সময়ে সেনাবাহিনী বা প্রাক্তন সেনা অফিসারদের থেকে প্রশিক্ষণ নেওয়ার নজির থাকলেও, সরাসরি নিয়োগ এই প্রথম। মাওবাদী হামলা ঠেকাতেই ৩৪৮ জন প্রাক্তন জুনিয়র কমিশনড অফিসার ও ১,৭৫৪ জন প্রাক্তন নন-কমিশনড অফিসারকে তিন বছরের চুক্তিতে নিয়োগ হবে।
|
উচ্চ শ্রেণির ভাড়া বৃদ্ধি চান রেলকর্মীরা |
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
যোজনা কমিশন নয়, উচ্চ শ্রেণিতে যাত্রী ভাড়া বাড়ানোর জন্য মন্ত্রীকে পরামর্শ দিলেন রেলকর্মী সংগঠনের নেতৃত্ব। কর্মীদের বোনাস-সহ একাধিক দাবি নিয়ে বিভিন্ন রেল ইউনিয়নের প্রতিনিধিদের সঙ্গে আজ বৈঠকে বসেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। বৈঠকে বাতানুকূল-সহ উচ্চ শ্রেণিতে যাত্রী ভাড়া বাড়ানোর দাবি জানানো হয়। তাদের যুক্তি , রেলের রক্ষণাবেক্ষণ, পরিচালন খরচ ও কর্মীদের বেতন বৃদ্ধি পাচ্ছে। অথচ গত আট বছরে যাত্রী ভাড়া প্রায় বাড়েইনি। এ ভাবে চললে আগামী দিনে রেল তার কর্মচারীদের বেতন দিতে পারবে না। এই আশঙ্কা থেকেই বৈঠকে অন্তত বাতানুকূল শ্রেণিগুলির ভাড়া বৃদ্ধির সুপারিশ করা হয় । বৈঠকে উপস্থিত ছিলেন অল ইন্ডিয়া রেলওয়েমেন্স ফেডারেশন-এর প্রতিনিধিরা।
|
দম্পতি খুন |
নিজস্ব সংবাদদাতা • পটনা |
সম্পত্তি নিয়ে পারিবারিক বিবাদের জেরে এক দম্পত্তিকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। দম্পতিকে বাঁচাতে গিয়ে অস্ত্রের ঘায়ে জখম হন তাঁদের ছেলে। কাল গভীর রাতে এই ঘটনাটি ঘটেছে বিহারের মধেপুরা জেলার বিষুণপুরা গ্রামে। পুলিশ সূত্রে খবর, গৌকরণ চৌধুরি নামে ওই পরিবারেরই একজন কাল রাতে বিষ্ণুদেও চৌধুরি (৫৫) এবং তাঁর স্ত্রী সুশীলা দেবীকে (৪৮)- ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে। |
|