শহরের ‘থিম রং’ ঠিক করতে আরও এক ধাপ এগোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর ব্যক্তিগত পছন্দের রং আকাশনীল। মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠজনেদের কথায়, “মমতা মনে করেন, কলকাতার ব্যাপ্তি আকাশের মতো। এই শহর যেমন বিভিন্ন মানুষকে আশ্রয় দিয়েছে, তেমনই শহরের মানুষ সৌভ্রাতৃত্ব, সম্প্রীতিতে ছুঁয়েছেন আকাশকে। তার প্রতীক হিসেবেই নীল পছন্দ করেছেন তিনি।”
তবে আসমানি নীলেরও রকমফের রয়েছে। ঠিক কেমন নীল হবে, তা খোঁজার দায়িত্ব মুখ্যমন্ত্রী দিয়েছেন মেয়র শোভন চট্টোপাধ্যায়কে। |
ইতিমধ্যেই পর্যটনমন্ত্রী রচপাল সিংহ ঘোষণা করেছেন, শহিদ মিনারের চূড়া নীল হবে। বিভিন্ন সরকারি ভবন, নির্মাণ ইত্যাদির রং-ও আসমানি নীল করতে চান মুখ্যমন্ত্রী। সরকারি সূত্রে আগেই ইঙ্গিত মিলেছে, বেসরকারি ভবনে ওই রঙের ক্ষেত্রে মালিকদের কর ছাড় বা অন্য সুবিধা দেবে সরকার বা পুরসভা। তবে হেরিটেজ-বিধি অনুযায়ী মহাকরণ, রাজভবন বা বিধানসভার মতো সরকারি ও বেসরকারি হেরিটেজ ভবনগুলির রং বদল হবে না।
বিমানবন্দর ও হাওড়া-শিয়ালদহ স্টেশন থেকে বেরিয়ে শহরে ঢোকার মুখে দু’ধারের রাস্তা ও বাড়ির রং বদলেরও ভাবনা আছে মুখ্যমন্ত্রীর। মমতা চান, কলকাতার ‘স্বতন্ত্র পরিচিতি’ হোক। ঘনিষ্ঠদের ব্যাখ্যা, কলকাতা বললেই পর্যটক বা অতিথিদের কাছে স্নিগ্ধ নীল ছবি ফুটে উঠুক, এটাই চান মুখ্যমন্ত্রী। বড় রাস্তার বুলেভার্ড-সহ মাইলফলকগুলিও নীল করতে চান তিনি। শহরের সৌন্দর্যায়নে পুরসভা আশুতোষ মুখার্জি রোডে বুলেভার্ড তৈরি শুরু করেছে। মেয়র পারিষদ (উদ্যান) দেবাশিস কুমার জানান, বুলেভার্ডে ফুলের গাছ বসাতে মাটি ফেলা চলছে। শহরের সর্বত্র এমন বুলেভার্ড হবে। |