টুকরো খবর
|
জাল নথি-সহ ধৃত
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
মহকুমা খাদ্য দফতরে ইন্সপেক্টরের জাল নিয়োগপত্র নিয়ে কাজে যোগ দিতে এসে গ্রেফতার হলেন যুবক। নাম প্রবীরকুমার ভৌমিক। তাঁর বাড়ি কোথায় তা অবশ্য পুলিশ জানতে পারেনি। কারণ তিনি দু’জায়গায় দু’টি আলাদা ঠিকানা দিয়েছেন। খাদ্য দফতরে জানান, তিনি বর্ধমান শহরের রাধানগরে থাকেন। আবার পুলিশকে জানিয়েছেন, তিনি নীলপুরের বাসিন্দা। জেলা খাদ্য নিয়ামক রাজু মুখোপাধ্যায় বলেন, “এ দিন সকাল ১০টা নাগাদ ওই যুবক মহকুমা খাদ্য দফতরে এসে কাজে যোগ দিতে চান। তাঁর কাছে একটি নিয়োগপত্র ছিল। তাতে লেখা ছিল তাঁকে মহকুমা খাদ্য ইন্সপেক্টারের পদে নিয়োগ করতে হবে। এই নিয়োগপত্র দিয়েছেন ডিরেক্টর ফুড অ্যান্ড সাপ্লাই দফতর। আমাদের দফতরে এমন কোনও পদ নেই। তার উপরে তিনি আরও একটি চিঠি দেখান। যাতে বলা হয়েছে, তাঁর পুলিশ ভেরিফিকেশনের আগেই যেন তাঁকে নিয়োগ করা হয়। এই সব দেখেই আমি পুলিশে খবর দিই।” বর্ধমান থানার পুলিশকে ওই যুবক জানিয়েছেন, তাঁর জামাইবাবুর এক বন্ধুর কাছ থেকে তিনি আড়াই লক্ষ টাকার বিনিময়ে এই নিয়োগপত্র পেয়েছেন। ওই ব্যক্তির জামাইবাবু ও তাঁর বন্ধুর খোঁজ করছে পুলিশ।
|
আগুন, ক্ষতি ব্যাঙ্কে
নিজস্ব সংবাদদাতা • মঙ্গলকোট |
আগুনে ক্ষতিগ্রস্ত হল একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। তবে জমা থাকা নথিপত্র নষ্ট হয়নি বলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন। সোমবার সন্ধ্যায় মঙ্গলকোটের পালিশগ্রামে পঞ্চায়েত অফিসের দোতলায় থাকা ব্যাঙ্কে আগুন লাগে। কাটোয়া ও ভাতার থেকে দমকলের দু’টি ইঞ্জিন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ ব্যাঙ্ক বন্ধ হয়ে যায়। সাড়ে ৭টা নাগাদ ব্যাঙ্কের ভিতর থেকে ধোঁয়া বের হতে দেখেন বাসিন্দারা। তাঁরা জানান, বিদ্যুতের তার থেকেই আগুন লেগেছে বুঝতে পেরে গ্রামের বাইরে থাকা ‘জাম্পার’ নামিয়ে দেওয়া হয়। গ্রামবাসীরাই ব্যাঙ্ক ম্যানেজারকে খবর দেন। পুলিশও ঘটনাস্থলে যায়। |
|
দমকল সূত্রের খবর, শট সার্কিট থেকেই আগুন লেগে গিয়েছিল। ব্যাঙ্কের কম্পিউটর, স্ক্যানার-সহ বিভিন্ন আসবাব পুড়ে গিয়েছে। তবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, সমস্ত তথ্যই সুরক্ষিত রয়েছে। তাই গ্রাহকদের চিন্তার কোনও কারণ নেই। এই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের গ্রাহক সংখ্যা ৬০০০ জন। যার মধ্যে ৪০০০ জনই ১০০ দিনের কাজের শ্রমিক। ব্যাঙ্কের ম্যানেজার স্বরূপ কুণ্ডু বলেন, “ঊর্ধ্বতন কর্তৃপক্ষ একটি তদন্তকারী দল পাঠাবেন। তারা তদন্ত করে যাওয়ার পরেই ফের পরিষেবা দেওয়া শুরু হবে।”
|
ট্রাকের ধাক্কায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • বর্ধমান |
কলকাতা থেকে দুর্গাপুরে যাওয়ার পথে ট্রাক থামিয়ে রাস্তায় পার হওয়া সময় অপর একটি ট্রাকের ধাক্কায় মৃত্যু হয়েছে চালকের। পালসিট টোল প্লাজার কাছে সোমবার গভীর রাতে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম ইন্দ্রদেব যাদব (৬১)। বাড়ি বিহারের বক্সার জেলার পিঁড়িয়া গ্রামে। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ইন্দ্রদেববাবুর। |
|