|
|
|
|
ধৃত সিপিএম নেতা জেল হাজতেই |
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
ধৃত সিপিএম নেতা মনোজ দত্তের ১৪ দিন জেল হাজতের নির্দেশ দিল আদালত। মঙ্গলবার তাঁকে আসানসোল নিম্ন আদালতে তোলা হলে এসিজেএম বিচারক এস কে শর্মা এই নির্দেশ দেন।
মনোজবাবুর অসুস্থতা রয়েছে বলে এ দিন আদালতে জানান তাঁর আইনজীবী । এসিজেএম আসানসোল বিশেষ সংশোধনাগার কর্তৃপক্ষকে নির্দেশ দেন, মনোজবাবু কোনও শারীরিক অসুবিধার কথা জানালে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে হবে।
গত ২৭ অগস্ট জামুড়িয়ার খাসকেন্দায় সিপিএম-তৃণমূল সংঘর্ষের সময়ে গুলিতে নিহত হন ডিওয়াইএফ কর্মী ভীমরাজ তিওয়ারি। নিহতের পরিবার তৃণমূলের লোকজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে। তৃণমূল পাল্টা অভিযোগ করে, সিপিএমের লোকজনের ছোড়া গুলিতেই মৃত্যু হয়েছে ভীমরাজের। |
|
নির্বিকার। আসানসোল আদালতে সিপিএম নেতা মনোজ দত্ত। মঙ্গলবার তোলা নিজস্ব চিত্র। |
তৃণমূলের দায়ের করা সেই অভিযোগের ভিত্তিতেই সোমবার গ্রেফতার হন সিপিএমের অজয়-জামুড়িয়া জোনাল কমিটির সদস্য মনোজবাবু। ওই জোনাল কমিটির সম্পাদক গঙ্গা যাদব জানান, পারিবারিক কারণে তিনি বর্তমানে দলের কাজে সময় দিতে পারছিলেন না। মনোজবাবুই জোনাল কমিটির দেখভাল করছিলেন। তাঁর অভিযোগ, “পরিকল্পিত ভাবেই শাসক দল পুলিশকে দিয়ে মিথ্যা মামলায় মনোজকে গ্রেফতার করাল। কিন্তু এতে আমাদের কর্মীদের মনোবল ভাঙবে না, বরং আরও শক্ত হবে।”
এ দিকে, মঙ্গলবার জামুড়িয়া শহরে তৃণমূল একটি মিছিল করে। তৃণমূল নেতা প্রদীপ বন্দ্যোপাধ্যায় জানান, রবিন কাজি খুনের ঘটনায় নতুন করে তদন্ত করা ও মনোজ দত্তের উপযুক্ত শাস্তির দাবিতে এই মিছিল হয়।
তৃণমূলের জেলা (শিল্পাঞ্চল) সাধারণ সম্পাদক ভি শিবদাসন বলেন, “এত দিন মিথ্যা মামলায় বিরোধী কর্মী-সমর্থকদের গ্রেফতার করায় ওরা অভ্যস্ত হয়ে উঠেছিল। তাই এখন নিজেদের ক্ষেত্রেও মিথ্যা মামলার ভূত দেখছে। পুলিশ আইন মেনেই কাজ করেছে।” |
|
|
|
|
|