টুকরো খবর
|
চাঙড় খসে জখম দুই পড়ুয়া
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
প্রাথমিক বিদ্যালয়ের বারান্দার চাঙড় খসে জখম হল দুই পড়ুয়া। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জামুড়িয়ার দামোদরপুর প্রাথমিক বিদ্যালয়ে। তাদের চিকিৎসা করানোর পরে বাড়ি নিয়ে যাওয়া হয়। এ দিন সকাল সাড়ে ৯টা নাগাদ দ্বিতীয় শ্রেণির ছাত্র হিমাংশু রুইদাস ও উমা রুইদাস স্কুলে পৌঁছয়। তারা জানায়, স্কুলে ব্যাগ রেখে তারা বিস্কুট কিনতে বাইরে যাচ্ছিল। সেই সময়ে বারান্দার ছাদ থেকে একটি চাঙড় খসে পড়ে তাদের উপরে। হিমাংশু বলে, “মিড-ডে মিল রান্না করছিলেন মাসিরা। তাঁরাই আমাদের চিকিৎসকের কাছে নিয়ে যান। বাড়িতেও খবর দেন।” |
|
মিড-ডে মিলের কর্মী শ্যামলী রুইদাস জানান, হঠাৎ তাঁরা দেখতে পান, দু’টি শিশু যন্ত্রণায় চিৎকার করছে। উমার মাথায় চোট লেগেছে। হিমাংশুর পিঠ ও কাঁধে চাঙড় পড়েছে। তাঁরা চিকিৎসকের কাছে নিয়ে যান। ঘটনার পরেই অভিভাবকেরা স্কুলে জড়ো হন। হিমাংশুর বাবা চণ্ডীবাবু বলেন, “সম্প্রতি স্কুলবাড়ির সংস্কার হয়েছে। তা সত্ত্বেও এমন ঘটল।” প্রধান শিক্ষক রূপময় মুখোপাধ্যায় জানান, তিনি ওই দুই পড়ুয়ার বাড়িতে যান ও চিকিৎসার খরচও দেন। তিনি জানান, স্কুল ভবনের সংস্কার এখনও সম্পূর্ণ হয়নি। জামুড়িয়া পুরসভার চেয়ারম্যান ভাস্কর বন্দ্যোপাধ্যায় জানান, কী ভাবে এমন ঘটল, তা প্রধান শিক্ষককে খতিয়ে দেখতে বলা হয়েছে।
|
শ্রমিকদের নিরাপত্তার দাবি
নিজস্ব সংবাদদাতা • জামুড়িয়া |
নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিতে দু’ঘণ্টা কোলিয়ারির উৎপাদন বন্ধ করে বিক্ষোভ দেখাল বিভিন্ন শ্রমিক সংগঠন। সোমবার ঘটনাটি ঘটে জামুড়িয়ার সাতগ্রাম জবা প্রকল্পে। শ্রমিক নেতা তরুণ গঙ্গোপাধ্যায় জানান, রবিবার রাতে এক দল দুষ্কৃতী কোলিয়ারিতে চড়াও হয়। বাধা দিতে গিয়ে নিরাপত্তারক্ষী উদয়শঙ্কর সাউ দুষ্কৃতীদের ভোজালির আঘাতে জখম হন। তাই খনি কর্তৃপক্ষের কাছে নিরাপত্তা ব্যবস্থার দাবি জানান তাঁরা। খনি কর্তৃপক্ষ জানান, সিআইএসএফের টহল বাড়ানো হয়েছে। পুলিশের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে কাজ করছেন তাঁরা।
|
দুর্ঘটনা, অবরোধ কুলটিতে
নিজস্ব সংবাদদাতা • আসানসোল |
পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে অশান্তি হল কুলটির সোদপুর এলাকায়। মিনিবাসের ধাক্কায় এক ইসিএল কর্মীর মৃত্যুতে বাস ভাঙচুর ও রাস্তা অবরোধ হয় মঙ্গলবার দুপুরে। পুলিশ উপযুক্ত ব্যবস্থার আশ্বাস দিলে বিক্ষোভ ওঠে। পুলিশ জানায়, মঙ্গলবার দুপুর ২টো নাগাদ সাইকেলে চেপে ইসিএলের সোদপুর ওয়ার্কশপে দুপুরের পালিতে কাজে যোগ দিতে যাচ্ছিলেন ইসিএল কর্মী জিতেন রায় (৪০)। নিয়ামতপুর থেকে ডিসেরগড়গামী একটি মিনিবাস তাঁকে ধাক্কা মারলে মৃত্যু হয় তাঁর। চালক ও খালাসি পালায়। জনতা বাসে ভাঙচুর ও রাস্তা অবরোধ করে। পুলিশ প্রায় ঘণ্টা দুয়েক পরে অবরোধ তোলে।
|
পঞ্চায়েতে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • অন্ডাল |
বিভিন্ন পরিষেবা ও সরকারি সুযোগ-সুবিধার দাবিতে মঙ্গলবার অন্ডালের মদনপুর পঞ্চায়েত অফিসে বিক্ষোভ দেখাল ব্লক কংগ্রেস। দলের নেতা রবিন মিশ্র জানান, এই পঞ্চায়েতে গ্রাম সংসদের বৈঠক ডাকা হয় না। উন্নয়ন তহবিলের খরচ বন্ধ। বার্ধক্য ও বিধবা ভাতা দীর্ঘদিন প্রাপকেরা পাননি। রাজীব গাঁধী বৈদ্যুতিকরণ যোজনার কাজ শুরুই হয়নি। পঞ্চায়েত প্রধান করুণাময় দাস জানান, দাবিগুলি খতিয়ে দেখা হবে। |
|