বিদ্যুৎ নিয়ে বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • বিষ্ণুপুর |
বিদ্যুতের মাসুল বৃদ্ধির প্রস্তাব প্রত্যাহার, ভুতুড়ে বিল পাঠানো বন্ধ করা-সহ ৯ দফা দাবিতে সোমবার রাজ্য বিদ্যুৎ বণ্টন কোম্পানির বিষ্ণুপুর ডিভিশনের কার্যালয়ে বিক্ষোভ দেখিয়ে স্মারকলিপি দিয়েছে সারা বাংলা বিদ্যুৎ গ্রাহক সমিতির বাঁকুড়া জেলা কমিটি। কমিটির সম্পাদক স্বপন নাগ বলেন, “আমাদের দাবিগুলি গুরুত্বপূর্ণ। দ্রুত সমাধানের দাবি জানানো হয়েছে।” বণ্টন সংস্থার ডিভিশনাল ইঞ্জিনিয়ার চিরঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, “স্মারকলিপি পেয়েছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়গুলি জানানো হবে।” |
পুজো নিয়ে বৈঠক
নিজস্ব সংবাদদাতা • আদ্রা |
দুর্গাপুজো নিয়ে সমন্বয় বৈঠক করেছে পুলিশ। রবিবার সন্ধ্যায় আদ্রায় জে এম বিশ্বাস ভবনে রেলরক্ষী বাহিনী, রেলপুলিশ এবং আদ্রার সর্বজনীন দুর্গাপুজো, কালীপুজো এবং বিশ্বকর্মা পুজোর উদ্যোক্তাদের নিয়ে বৈঠক করেন রঘুনাথপুরের এসডিপিও দ্যুতিমান ভট্টাচার্য। পুলিশ সূত্রে জানা গিয়েছে, আদ্রায় দুর্গা ও কালীপুজোর মতোই বড় করে হয় বিশ্বকর্মা পুজো। এই পুজোয় রেলশহরের আইনশৃঙ্খলা সমস্যা প্রতিরোধে রেলরক্ষী বাহিনী ও রেলপুলিশের সঙ্গে যৌথ ভাবে কাজ করবে পুলিশ। পাশাপাশি ২১ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকর্মার মূর্তি নিরঞ্জনের নির্দেশও দেওয়া হয়েছে উদ্যোক্তাদের। এসডিপিও বলেন, “এ বার প্রশাসন ও দমকলের অনুমতি নেওয়ার পাশাপাশি পুজো উদ্যোক্তাদের লিখিত ভাবে জানাতে হবে যে, তাঁরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের বিধি অনুযায়ী শব্দদূষণ ও প্লাস্টিক ব্যবহারের ক্ষেত্রে নিয়ম মেনে পুজো করবেন।” |
ডুবে মৃত্যু বৃদ্ধের
নিজস্ব সংবাদদাতা • মানবাজার |
পুকুরে ডুবে মৃত্যু হল এক বৃদ্ধের। ঘটনাটি ঘটেছে মানবাজারের মাঝিহিড়ি গ্রামে। মৃতের নাম ভাবনিধি মাহাতো (৭৫)। বাড়ি ওই গ্রামেই। মৃতের ছেলে পঙ্কজ মাহাতো বলেন, “বাবা খুব ভোরে ওঠেন। সোমবার অনেক বেলা হওয়ার পরেও বাড়ি না ফেরায় আমরা চিন্তায় ছিলাম। চারদিকে খোঁজ করা হয়। পরে এক জন জানান, বাবার দেহ পুকুরে ভাসছে।” পুলিশের ধারণা, শৌচকর্ম করতে গিয়ে কোনও ভাবে পা হড়কে ওই বৃদ্ধ পুকুরে পড়ে যান। |