অপরাধ রোধে ‘ব্যর্থ’ পুলিশ, বিক্ষোভ আদ্রায়
লাকায় অপরাধমূলক কাজকর্ম বেড়ে চললেও পুলিশ তা ঠেকাতে ব্যর্থ এই অভিযোগে আদ্রা তদন্তকেন্দ্রে সোমবার বিক্ষোভ দেখাল তৃণমূল। একই সঙ্গে ওই তদন্তকেন্দ্রের অফিসার ইন-চার্জের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে তাঁর অপসারণের দাবিতে সিআই (কাশীপুর)-কে স্মারকলিপিও দেওয়া হয়েছে তৃণমূলের তরফে।
এলাকার তৃণমূল নেতৃত্বের অভিযোগ, আদ্রা রেলশহর-সহ লাগোয়া এলাকায় চুরি-ছিনতাই উদ্বেগজনক হারে বাড়ছে। প্রসঙ্গত, গত সপ্তাহেই মোটরবাইক ছিনতাই ও একাধিক দোকানে চুরির ঘটনা ঘটেছে। পুলিশি ‘নিষ্ক্রিয়তা’-র জন্যই অপরাধ বাড়ছে বলে তৃণমূলের দাবি। এ দিন আদ্রা শহর তৃণমূল ও বেকো অঞ্চল তৃণমূল কমিটির নেতৃত্বে আদ্রা তদন্তকেন্দ্রে বিক্ষোভ হয়। শহর কমিটির সভাপতি ধনঞ্জয় চৌবের অভিযোগ, “এলাকায় চুরি-ছিনতাই বাড়ছে। সাধারণ মানুষ থানায় অভিযোগ জানাতে গেলে তা নেওয়া হয় না। দুর্ব্যবহার করা হয়।” পুলিশি উদাসীনতায় এলাকায় অবৈধ মদ বিক্রির কারবারও রমরমিয়ে চলছে বলে তৃণমূলের অভিযোগ।
কাশীপুরের তৃণমূল বিধায়ক স্বপন বেলথরিয়া জানিয়েছেন, তাঁরা চান পুলিশ নিরপেক্ষ থেকে সততার সঙ্গে কাজ করুক। তাঁর অভিযোগ, “আদ্রার ওসি সাধারণ মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করেন বা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, এ সব বিষয়ে আমার কাছে অভিযোগ এসেছিল। এ ব্যাপারে ওসি-র সঙ্গে কথা বলতে গেলে তিনি অগণতান্ত্রিক ব্যবহার করেছেন।” দুর্গাপুজোর সঙ্গে আরপিএফের সঙ্গে রাজ্য পুলিশের যৌথ অভিযান চালানো, অবৈধ মদের ঠেক বন্ধ করা, আদ্রায় ঢোকার মুখে চারটি চেকপোস্ট চালু করার দাবিও তুলেছে তৃণমূল। আদ্রা তদন্তকেন্দ্রের ওসি প্রশান্ত সাউ কোনও মন্তব্য করতে চাননি। জেলা পুলিশের এক কর্তা বলেন, “ওসি-র বিরুদ্ধে এমন অভিযোগ যখন উঠেছে, তখন তা অবশ্যই খতিয়ে দেখা হবে। অপরাধ দমনে পুলিশি নিষ্ক্রিয়তা আছে কি না, তা-ও দেখা হবে।”



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.