টুকরো খবর
বধূকে পুড়িয়ে মারার চেষ্টা, অভিযুক্ত সাত
স্ত্রী-র গায়ে আগুন লাগিয়ে পুড়িয়ে মারার চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। বৃহস্পতিবার এই ঘটনা ঘটে বাদুড়িয়া থানার রাজবেড়িয়া গ্রামে। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলা, রজিনা বিবি বারাসত মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। রবিবার সন্ধ্যায় তাঁর বাবা জামাল মণ্ডল রজিনার স্বামী, শ্বশুর, দেওর, ভাশুর-সহ শ্বশুরবাড়ির ৭জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়ার মলেয়াপুর গ্রামের জামাল মণ্ডলের মেয়ে রজিনা বিবির সঙ্গে বিয়ে হয় রাজবেড়িয়া গ্রামের বাসিন্দা আলিমুদ্দিনের। জামাল মণ্ডলের অভিযোগ, “জামাই ব্যবসা করার জন্য এক লাখ টাকা চেয়েছিল। টাকা দিতে না পারায় মেয়ের উপর শারীরিক ও মানসিক অত্যাচার চালানো হত। এই কাজে জামাইকে সাহায্য করত শ্বশুরবাড়ির বাকিরা।” তিনি জানান, বেশ কয়েকবার সালিশি হলেও মীমাংসা হয়নি। পুলিশকে জানিয়েও লাভ হয়নি। জামাল মণ্ডলের অভিযোগ, বৃহস্পতিবার দুপুরে রজিনাকে মারধর করা হয়। সন্তানদের তার কাছ থেকে কেড়ে নিয়ে গায়ে আগুন দিয়ে দেওয়া হয়। প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। আলিমুদ্দিনের দাবি, তাঁর স্ত্রী জেদি স্বভাবের ছিলেন। সামান্য বিষয়ে উত্তেজিত হয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পঞ্চায়েত সদস্য প্রহৃত, তৃণমূলের বিরুদ্ধে নালিশ
প্রশিক্ষণ চলালকালীন সিপিএমের এক পঞ্চায়েত সদস্যকে মারধরের ঘটনায় উত্তেজনা ছড়াও বারাসত থানার কদম্বগাছিতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন কদম্বগাছি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকদের একটি প্রশিক্ষণ শিবির চলছিল। সেখানে যোগ দিতে আসেন দাদপুর গ্রাম পঞ্চায়েতের সিপিএম সদস্য মহম্মদ শহিজউদ্দীন। অভিযোগ, বেলা আড়াইটা নাগাদ প্রশিক্ষণ চলাকালীন দাদপুর গ্রামেরই ৮-১০ জন তৃণমূল সমর্থক স্কুলে ঢুকে শহিজউদ্দীনকে মারধর করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। স্কুলের কিছু শিক্ষক ও কর্মী তাঁকে রক্ষা করে ওই যুবকদের হটিয়ে দেয়। এরপরে বিকাল সাড়ে চারটা নাগাদ ওই যুবকেরা দাদপুরের প্রায় আড়াইশো মানুষকে সঙ্গে নিয়ে ফের লাঠি-সোঁটা নিয়ে কদম্বগাছিতে চড়াও হয়। কয়েকজনকে মারধরও করে। এরপরেই কদম্বগাছির গ্রামবাসীরা একজোট হয়ে তাড়া করলে দাদপুরের বাসিন্দারা পালিয়ে যায়। তাঁদের কয়েকজনকে কদম্বগাছির গ্রামবাসীরা মারধরও করে। এরপরে পুলিশ এসে পরিস্থিতি সামাল দেয়। দাদপুর গ্রামের তৃণমূলের সমথর্কেরাই এই কাণ্ড করেছে বলে অভিযোগ তুলেছে সিপিএম। তৃণমূলের তরফে অবশ্য অভিযোগ অস্বীকার করা হয়েছে।

আক্রান্ত পুলিশ
স্কুলের ছাত্রদের গোলমালের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হল পুলিশ। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার জয়নগর থানার চালতাবেড়িয়া হাইস্কুলে। স্কুল পরিচালন কমিটির সম্পাদক ও প্রধান শিক্ষকের মধ্যে বচসার জেরে স্কুলের পঠন-পাঠন বন্ধ রয়েছে। ছাত্ররা স্কুল বয়কট করেছে বলে পুলিশের কাছে খবর দেওয়া হয়েছিল জয়নগর থানায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে দেখে কোনও বিশৃঙ্খলা নেই। তারপর ঘটনাস্থল থেকে ফেরার পথে স্কুল থেকে কিছুটা দূরে পুলিশের জিপ লক্ষ করে ইট ছোড়া হয়। ইটের আঘাতে চারজন পুলিশ কর্মী জখম হন। স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে তাঁদের ভর্তি করা হয়েছে। জেলার পুলিশ সুপার লক্ষ্মী নারায়ণ মিনা বলেন, “গুজব ছড়িয়ে তারপর পুলিশকে ইট মেরে জখম করা হয়েছে। আমরা ওই ঘটনায় জড়িতদের খোঁজ করছি।”

স্কুলভোটে ৫টি জয়ী তৃণমূল, সিপিএমের জয় একটিতে
রবিবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার ও কাকদ্বীপ মহকুমার ৬টি স্কুলের অভিভাবক প্রতিনিধি নির্বাচন অনুষ্ঠিত হয়। ৫টিতে জয়ী হয় তৃণমূল কংগ্রেস। একটিতে জেতে সিপিএম। অপর একটি স্কুলে সিপিএম প্রার্থীই দিতে পারেনি। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে তৃণমূল প্রার্থীরা। প্রশাসন সূত্রের খবর, রায়দিঘির শ্রীফলতলা চন্দ্রকান্ত উচ্চ বিদ্যালয়ে দীর্ঘদিন পরে পরাজিত হল বামফ্রন্ট। ৬টি আসনের মধ্যে ৫টি দখল করেছে তৃণমূল। বাম প্রার্থী পেয়েছেন একটি আসন। কুলপির কলারচক উচ্চ বিদ্যালয়ে ৬-০ ব্যবধানে জিতেছে তৃণমূল। ওই স্কুলের ক্ষমতায় তারাই ছিল। ডায়মন্ড হারবার উচ্চ বিদ্যালয়, রায়দিঘির জটা নগেন্দ্রপুর উচ্চ বিদ্যালয় এবং কাকদ্বীপের নামখানা নারায়ণপুর উচ্চ বিদ্যালয়েও ৬-০ ব্যবধানে সিপিএমকে হারিয়ে দিয়েছে তৃণমূল। মাধবনগর উচ্চ বিদ্যালয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছে তৃণমূল। শনিবার এই স্কুলের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। তৃণমূল ছাড়া আর কোনও দলই প্রার্থী দেয়নি। এই স্কুলের পরিচালন সমিতির দখলও তৃণমূলের হাতেই ছিল। ডায়মন্ড হারবারের নতুনহাট বালিকা উচ্চ বিদ্যালয়ে জয়লাভ করেছে সিপিএম। এখানে তৃণমূলের দু’টি গোষ্ঠী আলাদা ভাবে প্রার্থী দিয়েছিল। ৬টি আসনের সবক’টিতেই জেতেন সিপিএম প্রার্থীরা। এই স্কুলের দখল সিপিএমের হাতেই ছিল।

হাবরায় খাল-বিল সংস্কারের দাবি
ফি-বছর পুজোর আগে বৃষ্টিতে উত্তর ২৪ পরগনার হাবরা-১ নম্বর ব্লকের বিস্তীর্ণ কৃষিখেত জলমগ্ন হয়ে পড়ে। নিকাশি বেহাল হওয়ায় সেই জল নামতে তিন-চার মাস লেগে যায়। এ বারও একই পরিস্থিতি হওয়ায় ব্লকের চারটি গ্রাম পঞ্চায়েতের চাষিদের সংগঠনের পক্ষ থেকে সোমবার বিডিও তপন ঘোষের কাছে স্মারকলিপি দেওয়া হয়। চাষিরা খাল-বিল সংস্কারের দাবি তোলেন।

নিহত তিন শ্রমিকের পোষ্যকে আরও টাকা
প্রায় ২৭ মাস আগে মণিপুরে জঙ্গিদের গুলিতে নিহত তিন শ্রমিকের পরিবার আরও এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ পেল। সোমবার মহাকরণে ওই তিন শ্রমিকের পরিবারের লোকেদের হাতে মণিপুর থেকে পাঠানো টাকা তুলে দেন শ্রমমন্ত্রী পূর্ণেন্দু বসু। তিন শ্রমিকই থাকতেন দক্ষিণ ২৪ পরগনার পাথরপ্রতিমায়। গুলিচালনার ঘটনার পরেই মণিপুর সরকার ওই তিন শ্রমিকের পরিবারকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিয়েছিল।

টাকা ছিনতাই
দিনেদুপুরে বজবজ থানার মনসাতলায় লক্ষাধিক টাকা ছিনিয়ে পালাল দুষ্কৃতীরা। পুলিশ জানায়, সোমবার স্থানীয় পেট্রোল পাম্পের তিন কর্মী মোটরবাইকে ব্যাঙ্কে টাকা জমা দিতে যাচ্ছিলেন। আর একটি বাইকের ধাক্কায় তাঁরা ছিটকে পড়লে সেটির আরোহী তিন দুষ্কৃতী পিস্তল ও ভোজালি দেখিয়ে টাকা লুঠ করে পালায় বলে পুলিশে অভিযোগ করা হয়েছে। পাম্প-মালিক তাপস চক্রবর্তী জানান, প্রায় দু’লক্ষ টাকা লুঠ হয়। দুষ্কৃতীদের ছবি আঁকাচ্ছে পুলিশ।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.