টুকরো খবর |
কেশপুরেও কলেজ ভোটে এগিয়ে তৃণমূল
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
এক বছর আগেই যে কলেজে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে এসএফআই, সেখানে এ বার উল্টো পরিস্থিতি। প্রভাব শুধু তৃণমূল ছাত্র পরিষদেরই! কেশপুর কলেজের ছাত্র সংসদ ভোটের জন্য সোমবারই মনোনয়নপত্র তুলেছেন ছাত্রছাত্রীরা। আজ, মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার দিন। সূত্রের খবর, এদিন সব মিলিয়ে ৭৩ টি মনোনয়নপত্র তোলা হয়েছে। আসন সংখ্যা অবশ্য ৪০। যে সব ছাত্রছাত্রী মনোনয়ন তুলেছেন, তাঁদের সকলেই তৃণমূল ছাত্র পরিষদের কর্মী- সমর্থক বলে পরিচিত। ক’মাস আগেও এই কেশপুর ‘লালদুর্গ’ বলে পরিচিত ছিল। সেখানেই এখন পায়ের তলায় মাটি নেই সিপিএমের! আশঙ্কা ছিল, মনোনয়নপত্র তোলার দিন ছাত্র সংঘর্ষ হতে পারে। সে জন্য কলেজ কর্তৃপক্ষও সতর্ক ছিল। পুলিশের মধ্যেও তৎপরতা ছিল। কিন্তু শেষমেশ তেমন কিছুই হয়নি। অনভিপ্রেত ঘটনা এড়াতে খোজ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুশান্ত দোলই নিজেই মনোনয়ন- পর্ব তদারকি করেন! নির্দিষ্ট রুমে বসে থেকে ছাত্রছাত্রীদের মনোনয়নপত্র দেন। তাঁর কথায়,“ কোনও অশান্তি হয়নি। অনান্য দিনের মতো সোমবারও কলেজ ক্যাম্পাস স্বাভাবিক ছিল।” আসন সংখ্যা ৪০। অথচ মনোনয়ন তোলা হয়েছে ৭৩ টি। তাহলে কী কলেজ রাজনীতিতেও তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ছায়া ফেলেছে। তৃণমূল নেতৃত্বের ব্যাখ্যা, এমন হয়েই থাকে। কলেজ ভোটে ‘মতানৈক্যে’র কোনও প্রভাবই পড়বে না। |
দিল্লিতে বৈঠক গেলেন না জেলাশাসক
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
প্রধানমন্ত্রী মনমোহন সিংহের বৈঠকে গেলেন না পশ্চিম মেদিনীপুরের জেলাশাসক সুরেন্দ্র গুপ্ত। তবে তাঁর প্রতিনিধি হিসেবে এক অতিরিক্ত জেলাশাসক ওই বৈঠকে যোগ দেবেন। আজ, মঙ্গলবারই নয়াদিল্লিতে এই বৈঠক হওয়ার কথা। প্রশাসন সূত্রের খবর, ঝাড়খণ্ডের ছাড়া জলে জেলার বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে পড়েছে। জেলার নানা প্রান্তে বিক্ষিপ্ত কিছু অনভিপ্রেত ঘটনা ঘটছে। সব দিক খতিয়ে দেখেই এই সময় জেলা না ছাড়ার সিদ্ধান্ত নেন জেলাশাসক। দেশের মাওবাদী অধ্যুষিত ‘পিছিয়ে পড়া’ ৬০টি জেলায় উন্নয়নের কাজ কেমন চলছে, কাজ এগোতে কী কী সমস্যা হচ্ছে বা এ ক্ষেত্রে পদ্ধতি বদলানো প্রয়োজন কি না তা জেলাশাসকদের থেকে সরাসরি জানতেই এই বৈঠক। জঙ্গলমহলের উন্নয়নে বাড়তি গুরুত্ব দিয়েছে কেন্দ্র। ‘পিছিয়ে পড়া’ ৬০ টি জেলার জন্য তৈরি হয়েছে ইন্টিগ্রেটেড অ্যাকশন প্ল্যান। পশ্চিমবঙ্গে শুধু পশ্চিম মেদিনীপুরই এই তালিকায় রয়েছে। প্রধানমন্ত্রীর বৈঠককে সামনে রেখে ইতিমধ্যেই জেলা ও রাজ্যস্তরে পৃথক প্রস্তুতি বৈঠক হয়েছে। সেখানে কেন্দ্রের বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনার পরে যে রিপোর্ট তৈরি হয়েছে, সেটিই প্রধানমন্ত্রীর বৈঠকে পেশ করা হবে। |
‘আপনজনে’র কার্যালয়ে হামলা
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
তছনছ আপনজনের কার্যালয়
হলদিয়ার পুরপ্রধান তথা সিপিএমের প্রাক্তন সাংসদ লক্ষ্মণ শেঠের স্ত্রী তমালিকা পণ্ডা শেঠ সম্পাদিত দৈনিক পত্রিকা ‘আপনজনে’র কার্যালয় লণ্ডভণ্ড করল দুষ্কৃতীরা। রবিবার গভীর রাতে ভবানীপুর থানার সিটি সেন্টারের ‘উৎসব’ ভবনে আপনজনের কার্যালয়ে ঢুকে ভাঙচুর চালানোর পাশাপাশি কম্পিউটার, প্রিন্টার, স্ক্যানার-সহ একাধিক যন্ত্রপাতি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। আলমারি ভেঙে নগদ টাকাও লুঠ হয়। পত্রিকার তরফে ভবানীপুর থানায় ১০ লক্ষাধিক টাকা লুঠের অভিযোগ দায়ের হয়েছে। পত্রিকার সম্পাদিকা তমালিকাদেবীর অভিযোগ, “আগেও আমাদের হুমকি দেওয়া হয়েছিল। ভবানীপুর থানায় জানানো সত্ত্বেও পুলিশ নিরাপত্তার বন্দোবস্ত করেনি। পুলিশ দুষ্কৃতীদের চেনে। ছাপাখানার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছে।” তমালিকাদেবী বলেন, “সংবাদপত্রের উপরে যতই হামলা হোক, আমরা পত্রিকা বার করবই।” পত্রিকার অফিসে এই ভাবে হামলার তীব্র নিন্দা করেছে পূর্ব মেদিনীপুর জেলা রিপোটার্স ফোরামও। হলদিয়ার এসডিপিও অমিতাভ মাইতি জানান, দোষীদের খোঁজে তল্লাশি চলছে। দলের বিরুদ্ধে কোনও অভিযোগ না উঠলেও তৃণমল নেতা দেবপ্রসাদ মণ্ডল বলেন, “ঘটনাটি নিন্দনীয়। তবে, প্রকৃতই দুষ্কৃতী হানা কিনা তা তদন্ত করে দেখা উচিত।” |
পাথর দিয়ে থেঁতলে স্ত্রীকে খুনের নালিশ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
পাথর দিয়ে মাথা থেঁতলে স্ত্রীকে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। রবিবার বিকালে ঘটনাটি ঘটে কাঁথি থানার দুরমুঠ গ্রামে। মৃতার নাম হাসিনা বিবি (২৬)। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী গুল মহম্মদ পলাতক। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার বিকালে ঝগড়ার সময় পেশায় দিনমজুর গুল মহম্মদ বাঁশ দিয়ে হাসিনাকে বেধড়ক মারধর করে। এক সময় হাসিনা মাটিতে লুটিয়ে পড়ে। রাগের মাথায় গুল মহম্মদ ভারী একটি পাথর দিয়ে হাসিনার মুখে ও মাথায় আঘাত করতে থাকে। চিৎকার-চেঁচামেচি শুনে প্রতিবেশীরা ছুটে এলে গুল পালিয়ে যায়। রক্তাক্ত হাসিনাকে প্রতিবেশীরা কাঁথি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। প্রতিবেশী কাঁথি আদালতের আইনজীবী ইকবাল হোসেন জানান, “চার সন্তানের মা হাসিনাকে বেশ কয়েকবার মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিল গুল মহম্মদ। বৈঠক করে হাসিনাকে শ্বশুরবাড়িতে থাকার ব্যবস্থা করে দেওয়া হয়েছিল। কিন্তু এই ধরনের ঘটনা ঘটতে পারে বলে ভাবতেও পারেনি কেউ।” দেহটি ময়না-তদন্তে পাঠানো হয়েছে। |
দুর্ঘটনায় মৃত্যু ছাত্রীর
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
বাবার সঙ্গে সাইকেলে স্কুলে যাওয়ার সময় লরির ধাক্কায় মৃত্যু হয়েছে প্রথম শ্রেণির এক ছাত্রীর। নাম পিয়াসা সামন্ত (৭)। সোমবার সকালের ওই দুর্ঘটনায় গুরুতর জখম তার বাবা দীপক সামন্তকে গুরুতর অবস্থায় তমলুক জেলা হাসপাতালে ভর্তি করানো হয়েছে। ঘটনাটি পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের খঞ্চি বাজারের কাছে ৪১ নম্বর জাতীয় সড়কের। পুলিশ জানিয়েছে, সকাল ৬টা নাগাদ স্থানীয় একটি বেসরকারি স্কুলে পিয়াসাকে পৌছে দিতে যাচ্ছিলেন। খঞ্চি গ্রামের বাসিন্দা দীপকবাবু। জাতীয় সড়ক ধরে যাওয়ার সময় খঞ্চি বাজারের কাছে সাইকেলে ধাক্কা দেয় হলদিয়াগামী একটি লরি। সাইকেলের পিছনে বসে থাকা পিয়াসা ছিটকে পড়ে রাস্তায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। এই ঘটনার পর এলাকার লোক লরি চালককে গ্রেফতারের দাবিতে এ দিন প্রায় দু’ঘণ্টা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশ চালককে গ্রেফতারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়। |
মনসুকায় সংঘর্ষ কংগ্রেস-তৃণমূলে
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
স্কুল ভোটে তৃণমূলের জয়লাভের পরে উত্তেজনা ছড়াল ঘাটালের মনসুকায়। রবিবার মনসুকা হাইস্কুলে পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধি নির্বাচন ছিল। সিপিএম বা বিজেপি কোনও প্রার্থী দেয়নি। প্রতিদ্বন্দ্বিতা হয়েছিল কংগ্রেস ও তৃণমূলের মধ্যে। সব ক’টি আসনেই তৃণমূল সমর্থিত প্রার্থীরা জয়ী হওয়ার পরে দু’দলের মধ্যে সংঘর্ষ হয়। কংগ্রেস-তৃণমূল এই সংঘর্ষে আট জন অল্পবিস্তর জখম হয়েছেন। এদের মধ্যে তিন জন ঘাটাল হাসপাতালে ভর্তি। পরে এলাকায় পুলিশ পৌঁছলে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়। তবে রাতভর এলাকায় উত্তেজনা ছিল। সোমবার সকালেও একপ্রস্থ গণ্ডগোল হয়। এমনকী সিপিএমের স্থানীয় লোকাল কমিটির অফিসে হামলা চালিয়েও তৃণমূলের লোকেরা টিভি, আলমরি, সাইকেল, বাইক প্রভৃতি ভাঙচুর করে বলে অভিযোগ। সিপিএম নেতা অশোক সাঁতরা বলেন, “শুধু দলীয় অফিসে হামলাই নয়, আমাদের বহু নেতা-সমর্থকদের বাড়িতে গিয়েও হুমকি দেওয়া হচ্ছে। থানায় লিখিত ভাবে এ কথা জানানোও হয়েছে।” যদিও তৃণমূল এই অভিযোগ উড়িয়ে দিয়েছে। তৃণমূল নেতা দিলীপ মাঝি বলেন, “ভোটে জেতার পর দলীয় সমর্থকরা মিছিল করেছিল। কিন্তু সংঘর্ষ ও হামলার ঘটনায় দলীয় সমর্থকরা যুক্ত নয়।” এ দিকে, ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের পরিচালন সমিতির অভিভাবক প্রতিনিধির নিবার্চনে রবিবার ছ’টি আসনেই জয়ী হয়েছেন কংগ্রেস-তৃণমূল জোট সমর্থিত প্রার্থীরা। প্রতিদ্বন্দ্বিতা করলেও একটিও আসন পায়নি সিপিএম এবং বিজেপি। উল্লেখ্য, স্কুলটি সিপিএমের দখলে ছিল। |
সিএবি’র প্রশিক্ষণ শিবিরের সমাপ্তি
নিজস্ব সংবাদদতা • ঝাড়গ্রাম |
সিএবি’র উদ্যোগে জঙ্গলমহলে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবির শেষ হল সোমবার। গত ৬ সেপ্টেম্বর থেকে ঝাড়গ্রাম রাজবাড়ি মাঠে ৭ দিনের এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল। প্রথম দিন খুদে ও কিশোর ক্রিকেটারদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ সন্দীপ পাতিল ও কলকাতা নাইট রাইডার্সের কোচ ডাভ হোয়াটমোর। গত ক’দিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) অনুমোদিত বাংলার ১০ জন কোচ ঝাড়গ্রামের শিবিরে প্রশিক্ষণ দিয়েছেন। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার মাওবাদী প্রভাবিত ১৭টি থানা এলাকার সাড়ে চারশো জন খুদে ও কিশোরকে প্রশিক্ষণ দেওয়া হয়। সিএবি’র তরফে প্রশিক্ষণ শিবিরের দায়িত্বে থাকা এনসি-এর কোচ সুশীল শিকারিয়া বলেন, “বেলপাহাড়ির আমলাশোল এবং পুরুলিয়ার বান্দোয়ানের প্রত্যন্ত গ্রাম থেকেও উৎসাহীরা প্রশিক্ষণ নিতে এসেছিল। প্রশিক্ষণ শেষে অনুর্ধ্ব ১৪ এবং অনুর্ধ্ব ১৮ বিভাগে মোট ৫০ জনকে কলকাতায় প্রশিক্ষণ দেওয়ার জন্য বাছাই করা হয়েছে। আগামী নভেম্বরে তাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে।” সুশীলবাবু জানান, প্রথম পর্যায়ে যারা প্রশিক্ষণের সুযোগ পায়নি আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে তারা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে। জঙ্গলমহলের মেয়েদের জন্যও বিশেষ ক্রিকেট প্রশিক্ষণ শিবিরের ভাবনা-চিন্তা হচ্ছে বলে জানান তিনি। |
এলাকা পরিদর্শনে জেলাশাসক
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
পুরনো কাঁসাইয়ের সঙ্গে যুক্ত টোপা খালের উপর স্লুইস গেট ভেঙে কোলাঘাটের খন্যাডিহি এলাকায় জল ঢুকছে। সম্প্রতি প্রশাসনে এমন অভিযোগ জানিয়েছিলেন গ্রামবাসীরা। পরিস্থিতি খতিয়ে দেখতে সোমবার এলাকায় গিয়েছিলেন পূর্ব মেদিনীপুরের জেলাশাসক রাজীব কুমার এবং সেচ দফতরের তমলুক বিভাগের নির্বাহী বাস্তুকার দিগন্ত মাইতি। এ দিন সকালে খন্যাডিহি এলাকার কাজিচক গ্রামে গিয়ে টোপা খালের উপর ওই পুরনো স্লুইস গেটের অবস্থা খতিয়ে দেখে তা সারানোর ব্যবস্থাও করেন তাঁরা। দিগন্তবাবু বলেন, “কাঁসাইয়ের জল নেমেছে। টোপা খাল দিয়ে ঢোকা জল দেহাটি খাল হয়ে রূপনারায়ণে পড়েছে। তাই তেমন বিপদ ঘটেনি।” |
জল বাড়ছে ঘাটালে
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
কংসাবতী জলাধার থেকে ছাড়া জল ঘাটালের নদীগুলিতে গিয়ে পড়ায় ঘাটাল শহর-সহ আশপাশের প্লাবিত গ্রামগুলিতে জলের পরিমাণ বাড়ছে। ঘাটাল-চন্দ্রকোনা সড়কে জল উঠলেও যান চলাচলে বিঘ্ন ঘটেনি। এ দিকে দাসপুরের বিহারিচকে কংসাবতী নদীর ভাঙা বাঁধ দিয়ে জল ঢুকে সড়বেড়িয়া ও নন্দনপুরের বেশ কিছু গ্রাম প্লাবিত হয়েছে। রবিবারেও বেশ কিছু গ্রামে জল ঢুকেছে। |
ফের ছিনতাই ঝাড়গ্রামে
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম |
সোমবার সকাল ১০টা নাগাদ ঝাড়গ্রাম শহরের অদূরে ডিয়ারপার্ক এলাকায় দুই ব্যাঙ্ক কর্মীকে রিভলবার দেখিয়ে নগদ টাকা, কাগজপত্র ও ব্যাঙ্কের চাবি লুঠ করে চম্পট দিল তিন মোটর বাইক আরোহী। চাবি খোওয়া যাওয়ায় এদিন বাঁধগোড়ায় ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি খোলা যায়নি। প্রতি দিনের মতো এ দিন ঝাড়গ্রাম শহর থেকে স্কুটারে চেপে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বাঁধগোড়া শাখায় যাচ্ছিলেন ওই ম্যানেজার লম্বোদর বেহেরা ও হেড ক্যাশিয়ার মলয় চক্রবর্তী। ডিয়ারপার্কের নির্জন পিচ রাস্তায় হঠাৎই মোটর বাইক আরোহী তিন যুবক তাঁদের উপর চড়াও হয়। লম্বোদরবাবুদের ম্যানিব্যাগ ও ব্যাঙ্কের নথিপত্রের একটি ব্যাগ লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। লম্বোদরবাবুর দাবি, লুঠ হওয়া ব্যাগে ব্যাঙ্কের দরজা খোলার এক সেট চাবি ছিল। চাবির দ্বিতীয় সেটটি লম্বোদরবাবুর স্কুটারের ডিকিতে থাকায় সেটি নিতে পারেনি দুষ্কৃতীরা। তবে লম্বোদরবাবু বলেন, দু’টি চাবির সেট ছাড়া ব্যাঙ্কের দরজা খোলা সম্ভব নয়। পুলিশের পাশাপাশি, বিভাগীয় কর্তৃপক্ষের কাছেও অভিযোগ করেছেন লম্বোদরবাবু। |
জঙ্গলমহলে ধৃত মাওবাদী স্কোয়াড সদস্য
নিজস্ব সংবাদদাতা • ঝাড়গ্রাম ও মেদিনীপুর |
রাষ্ট্রদ্রোহিতা, খুন ও নাশকতার একাধিক মামলার অভিযুক্ত কিশোরকৃষ্ণ মাহাতো ওরফে কাজলকে গ্রেফতার করল পুলিশ। গত ২৪ অগস্ট রাতে ঝাড়গ্রামের পাটাশিমুল অঞ্চলের ধাংড়ি গ্রামে তৃণমূলকর্মী রবীন্দ্রনাথ মিশ্র খুনের ঘটনাতেও মূল অভিযুক্ত ‘মাওবাদী স্কোয়াড সদস্য’ কাজল। ওই মামলার তদন্ত করছে সিআইডি। কাজলকে নিজেদের হেফাজতে নেওয়ার জন্য তারা শীঘ্রই আদালতে আবেদন করবে বলে জানা গিয়েছে। তবে, সোমবার, সিপিএমের লোধাশুলি লোকাল কমিটির সদস্য বাবলু মাহাতোকে খুনের মামলায় অভিযুক্ত করে ঝাড়গ্রাম এসিজেএম আদালতে তোলা হয়েছিল কাজলকে। তদন্তের স্বার্থে ধৃতকে ৭ দিন পুলিশি হাজতে রাখার নির্দেশ দেয় আদালত। জনগণের কমিটির পাটাশিমুল অঞ্চলের সভাপতি কিশোরকৃষ্ণ বছর দুয়েক ধরে মাওবাদী স্কোয়াডে ছিলেন বলে পুলিশের দাবি। ঝাড়গ্রাম পুলিশ জেলার সুপার গৌরব শর্মা বলেন, “মাওবাদী স্কোয়াড সদস্য কাজলকে রবিবার বিকেলে বেলিয়াবেড়া থানার নিশ্চিন্তা এলাকায় ধরা হয়।” সোমবারই শালবনির পাথরপাড়া থেকে জনগণের কমিটির নেতা সন্তোষ মাহাতোকে গ্রেফতার করেছে পুলিশ। জনগণের কমিটির প্রাক্তন মুখপাত্র অসিত মাহাতোর ঘনিষ্ঠ সন্তোষের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা, খুন-সহ নাশকতার একাধিক মামলা রয়েছে বলেও খবর। শালবনিরই ভুলাভেড়্যায় সন্তোষ মাহাতোর বাড়ি। |
তৃণমূলের বিক্ষোভ
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
প্রাক্তন সিপিএম সাংসদ লক্ষণ শেঠের স্বেচ্ছাসেবী সংস্থা ‘আইকেয়ার’এর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখাল তৃণমূল। সোমবার হলদিয়া ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে মঞ্চ করে সকাল ১১টা থেকে বিকেল ৪টে পর্যন্ত বিক্ষোভ চলে। ফলে ব্যহত হয় পঠনপাঠন। এ দিকে, কলেজেই এ দিন দু’টি বিভাগে শিক্ষক নিয়োগের পরীক্ষা ছিল। তাও বাতিল করা হয়। ‘আইকেয়ার’এর মুখ্য কার্যনিবাহী আধিকারিক অঞ্জন সেন বলেন, “বিক্ষোভ কর্মসূচির জন্য ইন্টারভিউ বাতিল করা হয়েছে।” |
সিপিএমের প্রতিবাদ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলে পযর্টন কেন্দ্র দিঘায় রাস্তায় নামল সিপিএম। রবিবার সন্ধ্যায় দিঘা শহরে প্রতিবাদ সভা করা ছাড়াও দিঘা থানায় স্মারকলিপিও জমা দেয় তারা। তোলাবাজির অভিযোগে ধৃত তৃণমূলের প্রাক্তন প্রধান সুশান্ত পাত্রকে থানা থেকে ছিনিয়ে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে দিঘায় সাংগঠনিক ভাবে ঘুরে দাঁড়াতে চাইছে সিপিএম। পলাতক সুশান্ত পাত্রকে অবিলম্বে গ্রেফতারের দাবি-সহ নানা অভিযোগ জানানো হয় সভায়। |
বোনাসের দাবি
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
রাজ্য শ্রম দফতরের নির্দেশ অনুযায়ী বোনাসের দাবিতে ব্লকে বিক্ষোভ দেখালেন হোসিয়ারি শ্রমিকেরা। সোমবার দুপুরে কোলাঘাট ব্লকের ন্যুনতম মজুরি পরিদর্শকের অফিসের সামনে জড়ো হয়েছিলেন ওয়েস্ট বেঙ্গল হোসিয়ারি মজদুর ইউনিয়নের কয়েকশো শ্রমিক। সংগঠনের জেলা সম্পাদক নেপাল বাগের অভিযোগ, শ্রম দফতরের নির্দেশ অনুযায়ী হোসিয়ারি শ্রমিকদের তাঁদের বেতনের ৮.৩৩ শতাংশ হারে বোনাস দেওয়ার কথা। কিন্তু অধিকাংশ হোসিয়ারি মালিক তা করছেন না। অবিলম্বে সেই বোনাস দেওয়ার দাবি জানিয়েছি। |
পথ দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • হলদিয়া |
লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক আরোহীর। সোমবার সন্ধে ৬টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে হলদিয়া পেট্রোকেমিক্যালের কাছে। মৃতের নাম দেবপ্রসাদ দাস (২৫)। বাড়ি চণ্ডীপুর থানার চৌখালিতে। জখম হয়েছেন তাঁর সঙ্গীও। রবীন্দ্রনাথ নন্দ নামে জখম ওই ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। |
ছিনতাই |
সোমবার সকাল ১০টা নাগাদ ঝাড়গ্রাম শহরের অদূরে ডিয়ারপার্ক এলাকায় দুই ব্যাঙ্ক কর্মীকে রিভলবার দেখিয়ে নগদ টাকা, কাগজপত্র ও ব্যাঙ্কের চাবি লুঠ করে চম্পট দিল তিন মোটর বাইক আরোহী। চাবি খোওয়া যাওয়ায় এদিন বাঁধগোড়ায় ওই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কটি খোলা যায়নি। প্রতি দিনের মতো এ দিন ঝাড়গ্রাম শহর থেকে স্কুটারে চেপে একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের বাঁধগোড়া শাখায় যাচ্ছিলেন ওই ম্যানেজার লম্বোদর বেহেরা ও হেড ক্যাশিয়ার মলয় চক্রবর্তী। ডিয়ারপার্কের নির্জন পিচ রাস্তায় হঠাৎই মোটর বাইক আরোহী তিন যুবক তাঁদের উপর চড়াও হয়। লম্বোদরবাবুদের ম্যানিব্যাগ ও ব্যাঙ্কের নথিপত্রের একটি ব্যাগ লুঠ করে চম্পট দেয় দুষ্কৃতীরা। লম্বোদরবাবুর দাবি, লুঠ হওয়া ব্যাগে ব্যাঙ্কের দরজার এক সেট চাবি ছিল। দ্বিতীয় সেটটি ছিল লম্বোদরবাবুর স্কুটারের ডিকিতে। সেটি নিতে পারেনি দুষ্কৃতীরা। তবে লম্বোদরবাবু জানান, দু’টি চাবির সেট ছাড়া ব্যাঙ্কের দরজা খোলা সম্ভব নয়। পুলিশ ও বিভাগীয় কর্তৃপক্ষের কাছে অভিযোগ করেছেন লম্বোদরবাবু। |
স্কুলকে সাহায্য |
অতিরিক্ত শ্রেণিকক্ষ তৈরির জন্য জেলার ৩৯১টি হাইস্কুলকে প্রায় ১৭ কোটি টাকা অর্থ সাহায্য করল পূর্ব মেদিনীপুর জেলা সর্বশিক্ষা মিশন। সোমবার বিকেলে জেলা পরিষদ অফিস প্রাঙ্গণে এক অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষের হাতে টাকা বরাদ্দের অনুমোদনপত্র তুলে দেন তমলুকের সাংসদ তৃণমূলের শুভেন্দু অধিকারী। উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি গাঁধী হাজরা, দুই অতিরিক্ত জেলাশাসক মলয় হালদার ও রামকৃষ্ণ মণ্ডল, সহ-সভাধিপতি মামুদ হোসেন। জেলা পরিষদের শিক্ষা কমার্ধ্যক্ষ দেবব্রত মণ্ডল জানান, জেলার ৫৬০টি হাইস্কুল ও ৩০৯টি প্রাথমিক স্কুলকে আর্থিক সাহায্য করা হবে। |
|