২০১৫ বিশ্বকাপে ছোট দেশগুলোর খেলার জন্য যোগ্যতামান পেরনোর টুর্নামেন্ট চালু করছে আইসিসি। দশটি দলকে নিয়ে একটি লিগ হবে। আয়ার্ল্যান্ড, নেদারল্যান্ডসের মতো দেশকে এই লিগ খেলে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে হবে। মোট চারটি দল এই পর্যায় থেকে বিশ্বকাপে খেলার যোগ্যতা পাবে। প্রস্তাবিত লিগের সেরা দু’টো দল সরাসরি ২০১৫ বিশ্বকাপে খেলতে পারবে। পেপসি দ্বিতীয় ডিভিশন লিগের সেরা দু’টি দল এই নতুন লিগে এমনিতেই খেলবে। নতুন লিগের বাকি দলগুলোর সঙ্গে যোগ দেবে দ্বিতীয় ডিভিশন লিগে তৃতীয় এবং চতুর্থ হওয়া দল। এদের মধ্যে আবার খেলা হয়ে সেরা দু’টো টিম বিশ্বকাপে খেলবে। লন্ডনে সোমবার আইসিসি চিফ এগজিকিউটিভ কমিটির সভায় এই সিদ্ধান্ত হল। বেশ কয়েক দিন ধরেই ছোট দলগুলির বিশ্বকাপ খেলা নিয়ে বিতর্ক চলছিল। আয়ার্ল্যান্ডের মতো দল শেষ বিশ্বকাপে ভাল খেলেও পরের বার খেলার সুযোগ পাবে কি না তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। অবশেষে একটা সমাধানসূত্রে পৌঁছল আইসিসি। সভায় আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হল। যেমন চোট-আঘাত নিয়ে সতর্কতা নিতে চলেছে আইসিসি। এখন হেলমেট থাকা সত্ত্বেও মুখে বা মাথায় চোট পাচ্ছেন ব্যাটসম্যানরা। আইসিসি নিজেদের মেডিক্যাল টিম তৈরি করছে। তারা হেলমেট প্রস্তুতকারক সংস্থাদের সঙ্গে কথা বলে অত্যাধুনিক হেলমেট বের করার চেষ্টা করবে। যাতে ভাইসরের মধ্যে দিয়ে বল গলে গিয়েও কেউ চোট না পান। হেলমেটের গ্রিল ভেঙে গিয়ে কেউ যাতে চোট না পান সেটাও দেখবে মেডিক্যাল টিম। ধোনিদের জন্য যদিও আরও খারাপ খবর আসছে। ওভার-রেট নিয়ে আরও কড়া হচ্ছে আইসিসি। এখন থেকে শুধু ওভারের ফাঁকেই গ্লাভস বা ব্যাট বদল করতে পারবেন ব্যাটসম্যানরা। ফিল্ডাররা অযথা দেরি করতে পারবেন না। জলপানের বিরতির দশ মিনিটের মধ্যে জল চাওয়া যাবে না। চার মিনিটের বেশি জলপানের বিরতি হবে না।
|
সিএবি’র উদ্যোগে জঙ্গলমহলে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ শিবির শেষ হল সোমবার। গত ৬ সেপ্টেম্বর থেকে ঝাড়গ্রাম রাজবাড়ি মাঠে ৭ দিনের এই প্রশিক্ষণ শিবির শুরু হয়েছিল। প্রথম দিন খুদে ও কিশোর ক্রিকেটারদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন কোচ সন্দীপ পাতিল ও কলকাতা নাইট রাইডার্সের কোচ ডাভ হোয়াটমোর। গত ক’দিন জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি (এনসিএ) অনুমোদিত বাংলার ১০ জন কোচ ঝাড়গ্রামের শিবিরে প্রশিক্ষণ দিয়েছেন। পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া ও বাঁকুড়ার মাওবাদী প্রভাবিত ১৭টি থানা এলাকার সাড়ে চারশো জন খুদে ও কিশোরকে প্রশিক্ষণ দেওয়া হয়। সিএবি’র তরফে প্রশিক্ষণ শিবিরের দায়িত্বে থাকা এনসি-এর কোচ সুশীল শিকারিয়া বলেন, “বেলপাহাড়ির আমলাশোল এবং পুরুলিয়ার বান্দোয়ানের প্রত্যন্ত গ্রাম থেকেও উৎসাহীরা প্রশিক্ষণ নিতে এসেছিল। প্রশিক্ষণ শেষে অনুর্ধ্ব ১৪ এবং অনুর্ধ্ব ১৮ বিভাগে মোট ৫০ জনকে কলকাতায় প্রশিক্ষণ দেওয়ার জন্য বাছাই করা হয়েছে। আগামী নভেম্বরে তাদের এই প্রশিক্ষণ দেওয়া হবে।” সুশীলবাবু জানান, প্রথম পর্যায়ে যারা প্রশিক্ষণের সুযোগ পায়নি আগামী দিনে দ্বিতীয় পর্যায়ে তারা প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাবে। জঙ্গলমহলের মেয়েদের জন্যও বিশেষ ক্রিকেট প্রশিক্ষণ শিবিরের ভাবনা-চিন্তা হচ্ছে বলে জানান তিনি।
|
আবহাওয়ার কাছে হার মানতে হল মাইকেল ক্লার্কের অস্ট্রেলিয়াকে। দ্বিতীয় টেস্টের শেষ দিনও বৃষ্টি এবং কম আলোর জেরে মাত্র ৩৫.৩ ওভার বল করতে পারল অস্ট্রেলিয়া। শ্রীলঙ্কার পাঁচটা উইকেট তুলে নিলেও ৩১৭-৬-তে শেষ করলেন কুমার সঙ্গকারারা। হ্যামস্ট্রিংয়ে চোট নিয়ে ৫৪ রানে তিন উইকেট নিলেন রায়ান হ্যারিস। শ্রীলঙ্কার ভাল রান সঙ্গকারা (৬৯), পরানাবিতানা (৫৫) এবং মাহেলা জয়বর্ধনের (৫১)। ২-০ ফলের খুব কাছাকাছি এসেও এখন সিরিজ ফয়সালার জন্য কলম্বোয় তৃতীয় টেস্টের জন্য অপেক্ষা করে থাকতে হবে অস্ট্রেলিয়াকে।
|
এ বার কৃশানু দে স্মরণে গানের অ্যালবাম ‘ঠিক বেলা তিন ঘটিকায়’। গায়ক বছর পাঁচেক আগে একটি সর্বভারতীয় রিয়্যালিটি শো মাতিয়ে বিখ্যাত হওয়া অসমের ছেলে দেবজিৎ সাহা। আগামী বৃহস্পতিবারই দিনের আলো দেখছে বাঙালির শেষ বল প্লেয়ার কৃশানুকে নিয়ে তৈরি অ্যালবাম, টেকনো ইন্ডিয়া কলেজ ক্যাম্পাসে। গায়ক জানাচ্ছেন, নতুন প্রজন্মের কাছে কৃশানুর ফুটবল প্রতিভাকে নতুন আলোয় পরিবেশন করাই গানের লক্ষ্য। গান তৈরিতে কৃশানুর ঘনিষ্ঠ বন্ধু বিকাশ পাঁজি-সহ কয়েক জনের সাহায্য নিয়েছেন দেবজিৎ।
|
প্রথম ভারতীয় মেয়ে হিসেবে টেনিসের বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম দশের মধ্যে এলেন সানিয়া মির্জা। এ দিন প্রকাশিত পেশাদার সার্কিটের র্যাঙ্কিংয়ে ডাবলসে সানিয়া ১১ থেকে ১০ নম্বরে উঠে এসেছেন। যুক্তরাষ্ট্র ওপেনে রুশ সতীর্থ এলেনা ভেসনিনাকে নিয়ে প্রি কোয়ার্টারে ওঠায় সানিয়া র্যাঙ্কিংয়ে এগোলেন। সিঙ্গলসে অবশ্য তিনি প্রথম রাউন্ডেই হারায় ৬৪ থেকে ৮১-তে নেমে গিয়েছেন। তা সত্ত্বেও সানিয়া টুইটারে লিখেছেন, “ঘুম থেকে উঠে নিজেকে ডাবলসের বিশ্ব র্যাঙ্কিংয়ে প্রথম দশে খুঁজে পেলাম। হাঁটুর যন্ত্রণার মধ্যে এমন ভাল খবরই তো মনের জোর বাড়ায়।” সানিয়াকে অভিনন্দন জানিয়ে তাঁর মিক্সড ডাবলস পার্টনার মহেশ ভূপতি টুইট করেছেন, “টপ টেন ক্লাবে স্বাগত। বিরাট ব্যাপার! কিছু দিন ওখানে দয়া করে থেকো।”
|
এশিয়ান বেঞ্চপ্রেস ভারোত্তোলন চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছেন ভারতের শম্পা গুহ। সম্প্রতি তাইওয়ানের কাউজিং সিটিতে ওই প্রতিযোগিতা হয়। ভারতের প্রতিনিধিত্ব করেন ৯ জন। নিজের বিভাগে রুপো জেতেন হুগলির উত্তরপাড়ার বাসিন্দা শম্পা। ওই বিভাগে প্রথম হয় আয়োজক দেশের ভারোত্তোলক। দলগত ভাবে ভারত দ্বিতীয় রানার আপ হয়।
|
অনূধ্বর্র্ ১৩ জাতীয় বাস্কেটবলে ছেলে ও মেয়েদের দলে বর্ধমানের তিন খোলোয়াড় রাজ্য দলে প্রতিনিধিত্বের সুযোগ পেয়েছে। তারা হল, শুভজিৎ ঘোষ, দিয়া মুখোপাধ্যায় ও দেবস্মিতা রায়। প্রতিযোগিতাটি ১৬-২০ সেপ্টেম্বর হবে লখনউতে। দলের কোচ হয়েছেন বর্ধমানেরই সুবিমল দে। |