টুকরো খবর |
ছোট গাড়ির মালিকদের সভা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
‘বেঙ্গল স্মল ট্রান্সপোর্ট অ্যান্ড ট্রাভেল অ্যাসোসিয়েশন’-এর জেলা শাখা এক সভা করল গত শনিবার। ছোট গাড়ির চালকদের উপর প্রশাসনিক হেনস্থার প্রতিবাদেই এই সভা। সংগঠনের অভিযোগ, সরকারি নিয়ম অনুযায়ী, ১১ কুইন্টাল পণ্য পরিবহণকারী সব গাড়িই সরকারি পারমিট ছাড়া দেশের যে কোনও প্রান্তে যাতায়াত করতে পারে। কিন্তু পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন পারমিট নিতে বাধ্য করছে । সংগঠনের নেতা শঙ্কর দাসের অভিযোগ, “কম পণ্য বহন করায় এমনিতেই লাভ থাকে কম। তার উপর কর্মীদের মাইনে দেওয়া, রাস্তার চাঁদার জুলুম রয়েছে। এর বাইরেও প্রশাসন যদি জোর করে টাকা তোলার চেষ্টা করে তা হলে আমরা তো চরম বিপদে পড়ব।” এর প্রতিবাদে আন্দোলনে নামারও সিদ্ধান্ত নিয়েছে সংগঠন। |
অশান্ত কলেজ, পুলিশের লাঠি
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর কলেজে মনোনয়ন জমা দেওয়া ঘিরে অশান্তির জেরে লাঠিচার্জ করল পুলিশ। জখম হলেন কয়েকজন তৃণমূল ছাত্র পরিষদ সমর্থক। ৩ জনকে মেদিনীপুর মেডিক্যালে ভর্তি করা হয়। ঘটনার পরেই তৃণমূল নেতারা কলেজে গিয়ে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখান। মেদিনীপুর শহর টিএমসিপি সভাপতি বুদ্ধ মণ্ডল বলেন, “বিনা প্ররোচনায় পুলিশ আমাদের সমর্থকদের উপর লাঠি চালিয়েছে। তাতে মদত দিয়েছেন অধ্যক্ষও।” কলেজ কর্তৃপক্ষ অবশ্য জানিয়েছেন, মনোনয়নকে কেন্দ্র করে যাতে কোনও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে জন্য পুলিশ মোতায়েন ছিল। কিছু ছাত্র বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছিল। পুলিশ শান্ত হতে অনুরোধ করে। তারপরেও অশান্তি সৃষ্টি করায় পুলিশ লাঠি চালাতে বাধ্য হয়। কলেজ ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথমে মিছিল করে টিএমসিপি সমর্থকেরা কলেজে ঢোকে। মনোনয়ন জমা দেওয়ার কাজও শুরু হয়। তার বেশ কিছুক্ষণ পর এসএফআই সমর্থকেরাও মিছিল করে কলেজে ঢোকে। কিন্তু এসএফআই সমর্থকদের কলেজে ঢুকতে বাধা দেয় টিএমসিপি। শুরু হয় ধস্তাধস্তি। |
গড়বেতার স্কুলে অসুস্থ ২৩ ছাত্রী
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
শুরুতে এক ছাত্রী অসুস্থ বোধ করে। তাকে দেখে অসুস্থ হয়ে পড়ে আরও ২২ জন। তাদের গড়বেতা হাসপাতালে ভর্তি করা হয়। স্কুল ছুটি দিতে বাধ্য হন কর্তৃপক্ষ। মঙ্গলবার এই ঘটনা ঘটেছে গড়বেতার নোহারী স্কুলে। হাসপাতাল সূত্রে খবর, কারওরই অবস্থা গুরুতর নয়। এ দিন বেলা এগারোটা নাগাদ নবম শ্রেণির এক ছাত্রী হঠাৎই অসুস্থ বোধ করে। ক্লাসের মধ্যেই শুয়ে পড়ে সে। ওই ছাত্রীর বোনও একই ক্লাসে পড়ে। পরে সেও অসুস্থ হয়।ক্রমে অসুস্থের সংখ্যা বাড়তে থাকে। প্রধান শিক্ষক সুদাম শীল বলেন, “আতঙ্কের ফলেই এই পরিস্থিতি।” একই মত জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সবিতেন্দ্র পাত্রের। তিনি বলেন, “হাসপাতালে ভর্তি ছাত্রীদের অবস্থা এখন স্বাভাবিক।” |
শিক্ষক মারধরে অভিযুক্ত ১২
নিজস্ব সংবাদদাতা • গোয়ালতোড় |
প্রাথমিক স্কুলের শিক্ষক বিপ্লব মল্লিককে মারধরের ঘটনায় মামলা শুরু করল পুলিশ। আগে জঙ্গলমহলে ‘সশস্ত্র শিবির’ চালাতেন অভিযোগে গোয়ালতোড়ের পিংবনি এলাকার বাসিন্দা বিপ্লববাবুকে গত শুক্রবার লাঠি-রড দিয়ে বেধড়ক মারধর করেন গ্রামবাসীদের একাংশ। খবর পেয়ে বিপ্লববাবুর স্ত্রী-সহ বাড়ির সদস্যরা ঘটনাস্থলে এলে তাঁদেরও মারধর করা হয়। পরে আহত বিপ্লববাবুকে গ্রামবাসীরাই গোয়ালতোড়গামী একটি বালির লরিতে তুলে দেয়। জখম শিক্ষককে প্রথমে গোয়ালতোড় ব্লক হাসপাতালে ভর্তি করানো হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে। এখনও তিনি সেখানেই চিকিৎসাধীন। রবিবার বাড়ির লোকজনের অভিযোগের ভিত্তিতে পুলিশ প্রাথমিক ভাবে ১২ জনের নামে মামলা শুরু করেছে। যদিও এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি। অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে। বিপ্লববাবুর পরিবার তৃণমূল সমর্থক গ্রামবাসীরা এই ঘটনায় জড়িত বলে দাবি করলেও অভিযোগ উড়িয়ে দিয়েছেন তৃণমূল নেতা রবি রায়। |
সাংস্কৃতিক প্রতিযোগিতা
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
নিখিলবঙ্গ শিক্ষক সমিতির মেদিনীপুর সদর মহকুমার শাখার বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান হল শনিবার। শহরের নারায়ণ বিদ্যাভবন বালিকা বিদ্যালয়ে আবৃত্তি, তাৎক্ষণিক বক্তৃতা, অঙ্কন, প্রবন্ধ রচনা, গল্প বলা, নির্বাচিত গদ্যাংশ পাঠ, সমবেত সঙ্গীত প্রতিযোগিতায় প্রায় দু’শো পড়ুয়া যোগ দেয়। প্রতিটি বিভাগে সফল দু’জন জেলাস্তরের প্রতিযোগিতায় যোগ দেবে। ২৭ সেপ্টেম্বর জেলাস্তরের প্রতিযোগিতা হবে মেদিনীপুরের মোহনানন্দ বিদ্যামন্দিরে। শনিবারের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সম্পাদক সুবীর সিংহ, কেন্দ্রীয় কমিটির সদস্য গায়ত্রী ভুঁইয়া প্রমুখ। |
গৌতম চৌবে স্মরণ
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
তালবাগিচা বাজারে যুব ঐক্যের উদ্যোগে রবিবার আয়োজিত হয় গৌতম চৌবে স্মরণসভা। শহিদ বেদিতে মাল্যদান করেন অপূর্ব ঘোষ, রাজু কর, পিন্টু ভট্টাচার্য-সহ বিশিষ্টেরা। এ দিন মালঞ্চ থেকে মন্দিরতলা পর্যন্ত মশাল মিছিল করে মালঞ্চ গৌতম-নারায়ণ চৌবে মেমোরিয়াল ট্রাস্ট। |
রূপায়ণের অনুষ্ঠান
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
শহরের কৌশল্যায় হরনাথ আশ্রমে শনিবার আয়োজিত হয়েছে ‘রূপায়ণ’এর বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত ছিলেন মেদিনীপুরের সাংসদ প্রবোধ পাণ্ডা, খড়্গপুরের পুরপ্রধান জহর পাল-সহ বিশিষ্টেরা। অনুষ্ঠানে নাচ, গান, আবৃত্তি পরিবেশন করেন সংস্থার সদস্যেরা। |
তালবাগিচায় দু’দিনের ফুটবল
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
খড়্গপুরের তালবাগিচায় দু’দিন ব্যাপী ফুটবল টুর্নামেন্ট শেষ হয়েছে রবিবার। প্রয়াত সিপিআই নেতা নারায়ণচন্দ্র দাসের স্মৃতির উদ্দেশ্যে এওয়াইএফ-এর তালবাগিচা শাখার উদ্যোগে শনিবার শুরু হয়েছিল ওই প্রতিযোগিতা। ১৬টি দল নিয়ে চলা ওই প্রতিযোগিতায় অয়ন-১১কে ২-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ম্যাক্স-১১। |
যুব-তৃণমূলের মিছিল
নিজস্ব সংবাদদাতা • খড়্গপুর |
ডিভিসি থেকে তালবাগিচা পর্যন্ত শনিবার একটি মিছিল করলেন স্থানীয় যুব তৃণমূলের সদস্যেরা। মিছিল থেকে কঙ্কাল-কাণ্ডে অভিযুক্ত সিপিএম বিধায়ক সুশান্ত ঘোষ এবং প্রয়াত সিপিআই সাংসদ নারায়ণ চৌবের বড় ছেলে গৌতম চৌবে হত্যায় অভিযুক্ত রামবাবুর শাস্তির দাবি জানানো হয়। |
|