টুকরো খবর
|
পৃথক জেলার দাবিতে ধর্না-অনশন মণিপুরে
সংবাদসংস্থা • ইম্ফল |
বন্ধ-অবরোধ-ধর্নার জট থেকে কিছুতেই আর মুক্তি ঘটছে না মণিপুরের। সেনাপতি জেলায় সদর হিল জেলা দাবি কমিটির ডাকে আজ থেকে সদর হিল এলাকার বিভিন্ন গ্রামে শুরু হল ধর্না ও অনশন। সাইকুল, গাইপাইফাং, কেইথেলমানবি, সাপারমেইনা, কাংপোকপি, হেনবুং ও লাইকোট গ্রামে ধর্নার পাশাপাশি আন্দোলনকারীরা শুরু করেছেন অনির্দিষ্ট কালের জন্য অনশনও। কমিটি তাদের দাবি আদায়ে গত ১ অগস্ট থেকে ৩৯ নম্বর জাতীয় সড়কের ইম্ফল-ডিমাপুর-গুয়াহাটি অংশে ও ৫৩ নম্বর জাতীয় সড়কে ইম্ফল-জিরিবাম-শিলচর অংশে অর্থনৈতিক অবরোধ চালাচ্ছে। আবার এর বিরুদ্ধে মধ্য অগস্ট থেকে পাল্টা অবরোধ আন্দোলনে নেমেছে ইউনাইটেড নাগা কাউন্সিল। অবরোধের জেরে নিত্য প্রয়োজনীয় জিনিস মিলছে না মণিপুরে। মিলছে না জীবনদায়ী ওষুধ। অক্সিজেনের অভাবে হাসপাতালে জরুরি অস্ত্রোপচার অবধি স্থগিত রাখতে হচ্ছে। এর মোকাবিলায় নিরাপত্তা বাহিনীর কড়া পাহারায় কাল সকালে এক হাজারের বেশি খালি ট্রাক ও তেলের ট্যাঙ্কার ইম্ফল থেকে রওনা দেয় ২২২ কিলোমিটার দূরে জিরিবামের উদ্দেশে। ৫৩ নম্বর জাতীয় সড়ক ধরে ট্রাকগুলি কাল রাতের আগেই জিরিবামে পৌঁছয়। অত্যাবশ্যক পণ্য বোঝাই করে তা আবার ইম্ফলে ফিরবে। মণিপুর প্রশাসনকর্তারা স্থির করেছেন, রাজ্যে পণ্য সঙ্কটের মোকাবিলায় আপাতত সপ্তাহে দু’ বার-তিনবার কড়া প্রহরায় ট্রাক পাঠানো হবে জিরিবাম বা ডিমাপুরে। পণ্য, ওষুধ, জ্বালানি তেল, গ্যাস সিলিন্ডারএ সব নিয়ে গাড়িগুলি ফিরবে। তবে জিরিবামেও আন্দোলন শুরু হওয়ার কথা ১৫ তারিখ থেকে। সে ক্ষেত্রে তার প্রভাব পড়বে ৫৩ নম্বর জাতীয় সড়কেও। তখন কী ঘটতে পারে এ মুহূর্তে তার কোনও সদুত্তর নেই প্রশাসনকর্তাদের কাছে।
|
নাগাল্যান্ডে ট্রেন চলাচল বাড়ানোর প্রতিশ্রুতি দীনেশের
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
যে রাজ্যে রেল যোগাযোগ প্রায় বিরল, সেই নাগাল্যান্ডের নানা প্রান্তে ট্রেন চালানোর আশ্বাস দিলেন রেলমন্ত্রী দীনেশ ত্রিবেদী। দেশের উত্তর-পূর্বের রাজ্যগুলো রেল মন্ত্রকের বঞ্চনার শিকারএই অভিযোগ দীর্ঘ দিনের। অসম, ত্রিপুরা বা মণিপুরের মতো রাজ্যগুলোতে অল্প-বিস্তর রেল লাইন থাকলেও নাগাল্যান্ডে রয়েছে মাত্র আট কিলোমিটার। আজ মন্ত্রক সূত্রে জানানো হয়, পূর্ব-প্রতিশ্রুতি মতো দীনেশ ত্রিবেদী আজ নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফু রিও-এর সঙ্গে বৈঠকে রাজ্যের মানুষের দাবি জেনে নেন। মন্ত্রক সূত্রের খবর, নতুন লাইনের দাবি ছাড়াও রাজ্যের একমাত্র বড় স্টেশন ডিমাপুরে স্টেশনে রাজধানী এক্সপ্রেস যাতে বেশি সময় দাঁড়ায় এবং অতিরিক্ত কামরা দেওয়া হয়, সে বিষয়ে রাজ্যের তরফে দীনেশকে স্মারকলিপি দেওয়া হয়। দাবি উঠেছে নাগাল্যান্ড এক্সপ্রেস চালানোরও। মন্ত্রক জানিয়েছে, রেলমন্ত্রী নাগাল্যান্ড ও সংলগ্ন এলাকায় যে রেল প্রকল্পগুলো বকেয়া রয়েছে, তা দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিয়েছেন। এ মাসের তৃতীয় সপ্তাহে মেঘালয়ের মুখ্যমন্ত্রীর সঙ্গেও দীনেশ বৈঠক করবেন বলে ঠিক রয়েছে। তবে কি রেলের চাকা শুধু উত্তর-পূর্বেই গড়াবে? বঞ্চিত হবে বাকি রাজ্যগুলো? রেল মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, তা নয়। আগামী রেল বাজেটের আগে রাজ্যগুলোর রেল সংক্রান্ত দাবি জানতে সব রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন দীনেশ। আগামী বুধবার তাঁর যাওয়ার কথা ওড়িশাতে। এরপর একে একে কেরল, গুজরাত ও মহারাষ্ট্র সফরে যাবেন ১৯, ২২ ও ২৩ সেপ্টেম্বর।
|
রূপম পাঠকের বিরুদ্ধে ৩০২ ধারায় চার্জ গঠন
নিজস্ব সংবাদদাতা • পটনা |
প্রাক্তন বিজেপি বিধায়ক রাজকিশোর কেশরী হত্যা মামলার মূল আসামি রূপম পাঠকের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় চার্জ গঠন করে মামলা শুরু করল সিবিআইয়ের বিশেষ আদালত। বিশেষ আদালতের বিচারক বি এন সিংহ রূপম পাঠককে জানান, তাঁর বিরুদ্ধে রাজকিশোর কেশরীকে ছুরি মেরে হত্যা করার চার্জ গঠন করা হচ্ছে। এ বিষয়ে রূপমের বক্তব্য জানতে চান বিচারক। রূপম বলেন, “আমি কেশরীকে মারিনি। আমি এ ব্যাপারে কিছু জানিও না।” ৪ জানুয়ারি পূর্ণিয়ার তদানীন্তন বিধায়ক রাজকিশোর কেশরীকে ছুরি নিয়ে আক্রমণ করেন রূপম পাঠক। মৃত্যু হয় কেশরীর। রূপম অভিযোগ করেন, দীর্ঘ দিন ধরে বিধায়ক তাঁর উপরে যৌন নিগ্রহ চালাচ্ছেন। ঘটনায় গ্রেফতার হন রূপম ও স্থানীয় সংবাদপত্রের সম্পাদক নবলেশ পাঠক। এই ঘটনায় সিবিআই তদন্তের সুপারিশ করেন মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। জুন মাসে সিবিআই রূপমের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩০৪ ধারায় বা অনিচ্ছাকৃত খুনের অভিযোগে চার্জশিট পেশ করে। তাকে চ্যালেঞ্জ জানিয়ে আদালতে যায় রাজকিশোরের পরিবার। তার ভিত্তিতেই আজ সিবিআই আদালত ৩০২ ধারায় চার্জ গঠনের নির্দেশ দেয়। ১৪ সেপ্টেম্বর থেকে মামলার সাক্ষ্যপ্রমাণ পেশ করার নির্দেশ দিয়েছে আদালত।
|
হাজতে মৃত্যু, সাসপেন্ড পাঁচ পুলিশকর্মী
নিজস্ব সংবাদদাতা • পটনা |
রোহতাস জেলার ডেহরি থানায় পুলিশ হেফাজতে মৃত্যুর অভিযোগে থানার আইসি-সহ পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হল। গত শনিবার সকালে বিদ্যুতের তার চুরির অভিযোগে গ্রেফতার করা হয়েছিল জামুহর গ্রামের বাসিন্দা রামচন্দ্র শর্মাকে। বিকেল চারটে নাগাদ থানার লক-আপে রামচন্দ্রকে বেহুঁশ অবস্থায় দেখতে পাওয়া যায়। থানার কর্মীরা তাঁকে স্থানীয় সরকারি হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই মৃত্যু হয়েছে রামচন্দ্রের। এর পরেই রোহতাস জেলার এএসপি কুমার অমর সিংহকে পুরো ঘটনার তদন্তের নির্দেশ দেন রোহতাস জেলার পুলিশ সুপার মনু মহারাজ। এএসপি-র প্রাথমিক রিপোর্টের ভিত্তিতে আজ পুলিশ সদর দফতর থানার আইসি রমেশ সিংহ-সহ এক প্রোবেশনারি এসআই অশোক কুমার, কনস্টেবল সাধু প্রসাদ এবং দু’জন মুন্সি রমেশ রাম এবং রবীন্দ্র সিংহকে সাসপেন্ড করে। পুলিশ সুপার মনু মহারাজ জানিয়েছেন, কর্তব্যে অবহেলার অভিযোগেই ওই পাঁচ পুলিশকর্মীকে সাসপেন্ড করা হয়েছে। ওই পাঁচ জনের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে বলে জানান এসপি।
|
ধর্নায় পাকুড়ের বিজেপি সাংসদ
নিজস্ব সংবাদদাতা • রাঁচি |
গোড্ডার সাংসদের পরে পাকুড়ের সাংসদ। ফের ঝাড়খণ্ডে নিজেদের সরকারের বিরুদ্ধেই আন্দোলনে নামলেন প্রধান শাসক দল বিজেপি-র আর এক সাংসদ। পাকুড়ের বিজেপি সাংসদ দেবীধন বেসরাও এ রাজ্যে ‘অবহেলিত’ অঞ্চল সাঁওতাল পরগনার ‘দুরবস্থা’র দিকে দৃষ্টি আকর্ণণ করতে চান। গোড্ডার সাংসদ নিশিকান্ত দুবের মতো বেসরা অবশ্য অনশনের পথে হাঁটছেন না। তবে অনির্দিষ্টকালের জন্য রোজই জেলার সদর দফতরে ধর্না-অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন বেসরা। বেসরা বলেন, “গত এক বছরে পাকুড়ে কোনও সরকারি প্রকল্পই চলছে না। সড়ক নির্মাণ থেকে ১০০ দিনের কাজসব-কিছুই বেহাল। গত দু’বছরের খরার পরেও চাষিরা বীজ-সারের বিষয়ে কোনও সাহায্য পাচ্ছেন না। এ সমস্ত সমস্যা না-মেটা অবধি ধর্না চালিয়ে যাব।” তবে সরাসরি সরকার বা মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলছেন না বেসরা। তাঁর কথায়, “স্থানীয় প্রশাসনের ঘুম ভাঙানোই আমার লক্ষ্য।”
|
সহমত হলে তবেই বিল
নিজস্ব সংবাদদাতা • লালগোলা |
সহমত হয়ে, সব দিক বিবেচনা করে কেন্দ্রের প্রস্তাবিত সাম্প্রদায়িক দাঙ্গা বিরোধী বিলের চুড়ান্ত খসড়া তৈরি করা হবে। সোমবার লালগোলায় এ কথা জানান কেন্দ্রীয় অর্থমন্ত্রী প্রণব মুখোপাধ্যায়। গত শনিবার স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরমের ডাকা জাতীয় সংহতি পরিষদের বৈঠকে তৃণমূল কংগ্রেস, এনডিএ-এর সব শরিক দল, সিপিএম এবং এডিএমকে কেন্দ্রের প্রস্তাবিত সাম্প্রদায়িক দাঙ্গা সংক্রান্ত খসড়া বিলের বিরোধিতা করে। ওই বৈঠকে ওই সব রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হয়, ওই বিল কার্যকর হলে দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো দুবর্ল হয়ে পড়বে। রাজ্যের এক্তিয়ারে হস্তক্ষেপ করার কথা ওই বিলের খসড়ায় বলা হয়েছে বলে তাদের দাবি। এ ব্যাপারে লালগোলায় প্রণববাবু এ দিন বলেন, “ওটা তো একটা খসড়া বা ড্রাফট। জাতীয় সংহতি পরিষদের বৈঠকে সব রাজনৈতিক দল এবং বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য ও মন্তব্য দিয়েছেন। সবার বক্তব্য শুনে, সব দিক বিবেচনা করে ফাইনাল ড্রাফট করা হবে।”
|
অসুস্থ অমর, জেঠমলানীর মন্তব্যে বিতর্ক
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
সকালে আদালতে তিহার জেলের তরফেই রিপোর্ট দেওয়া হয়েছিল তিনি ভাল আছেন। একদম স্বাভাবিক। রাতে অমর সিংহকে এইমস-এ ভর্তি করানো হল। তিহার জেলের তরফে জানানো হয়, অমরের রক্তে ক্রিয়েটিনিনের মাত্রা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত। সম্প্রতি তাঁর কিডনি প্রতিস্থাপিত হয়েছে এবং ক্রিয়েটিনিনের মাত্রা বেশি হলে তা চিন্তার। আজ সারা দিনই হইচই হয়েছে অমরের কৌঁসুলি রাম জেঠমলানীর এক মন্তব্য ঘিরে। ঘুষ-কাণ্ডে বিজেপি সাংসদরা সংসদে যে নোটের তাড়া দেখিয়েছিলেন, তা বিজেপি-রই হতে পারে বলে সওয়াল করেন তিনি। প্রবীণ এই আইনজীবী বিজেপি-র রাজ্যসভার সাংসদ। তাই যে নোটের তাড়া দেখিয়ে বিজেপি-র অভিযোগ, ইউপিএ ঘুষ দিয়ে তাদের ভোট কিনতে চেয়েছিল, সেই টাকা তিনি বিজেপি-রই বলায় দল অস্বস্তিতে পড়েছে। জেঠমলানী অবশ্য পরে দাবি করেন, সংবাদমাধ্যম তাঁর মন্তব্য বিকৃত করেছে। এর আগে বিনায়ক সেন-সহ বিভিন্ন মামলায় আইনজীবী হিসেবে জেঠমলানী বিজেপি সরকারের বিরুদ্ধে লড়েছেন, বা বিজেপি যাঁদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছে, তাঁদের হয়েই সওয়াল করেছেন। এবং বিজেপি বারবারই বলেছেন, পেশায় জেঠমলানী আইনজীবী। তাঁর রাজনৈতিক পরিচয়ের সঙ্গে সেটা গুলিয়ে ফেলা ঠিক হবে না। এ বারও অরুণ জেটলি তার পুনরাবৃত্তি করে বলেন, সওয়ালের সময় আইনজীবীরা অনেক সময় এমন কথা বলেন, যা সত্যি নয়। কিন্তু বিষয়টি বিচারাধীন হওয়ায় বিজেপি এ নিয়ে মন্তব্য করবে না।
|
নীতীশ তিস্তা নিয়ে মমতার পাশে
নিজস্ব সংবাদদাতা • পটনা |
তিস্তা জলবণ্টন চুক্তি নিয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানকে পরোক্ষে সমর্থন জানালেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। তিনি বলেন, “সংশ্লিষ্ট রাজ্য সরকারের সঙ্গে আলোচনা না করেই এ ধরনের চুক্তির সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত অন্যায়।” একই সঙ্গে ফরাক্কা জলবণ্টন চুক্তিও পুনর্বিবেচনা হওয়া উচিত বলে অভিমত তাঁর। ‘জনতা দরবারে’ নীতীশ এ দিন মন্তব্য করেন “ফরাক্কা জলবণ্টন চুক্তি একটি আন্তর্জাতিক বিষয়। কিন্তু ওই চুক্তি সম্পাদনের সময় বিহারের স্বার্থ দেখা হয়নি। স্বাধীনতার সময় থেকেই গঙ্গার জলবণ্টন নিয়ে সমস্যা রয়েছে। এখন উচিত ওই চুক্তি পুনর্বিবেচনা করা।”
|
অঞ্জলির মৃত্যু নিয়ে নয়া তথ্য
সংবাদসংস্থা • ভোপাল |
বায়ুসেনার প্রাক্তন অফিসার অঞ্জলি গুপ্তের অস্বাভাবিক মৃত্যুর তদন্তে নতুন তথ্য পেল পুলিশ। অঞ্জলির পরিবারের লোকজন আজ পুলিশকে জানিয়েছেন, সেনাবাহিনীর এক ক্যাপ্টেন অমিত গুপ্তের সঙ্গে বেশ কয়েক বছর ধরে থাকতেন অঞ্জলি। অমিত তাঁর স্ত্রীর থেকে আলাদা থাকলেও আইনি বিচ্ছেদ হয়নি। পুলিশ বলছে, পরিবারের লোকরা জানিয়েছেন ৭ সেপ্টেম্বর রোহিতনগরে অমিতেরই বাড়িতে ছিলেন অঞ্জলি। পর দিন অমিত ছেলের বিয়ে উপলক্ষে দিল্লি চলে গেলে সম্ভবত হতাশা থেকেই অঞ্জলি আত্মহত্যা করেছেন। অমিতকে জেরা করবে পুলিশ।
|
দলিতদের গুলি, নিহত বেড়ে ৭
সংবাদসংস্থা • চেন্নাই ও কারাইকুড়ি |
তামিলনাড়ুর রামনাথপুরম জেলায় দলিতদের বিক্ষোভে পুলিশের গুলি চালানোর ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল সাত। কাল ৫ জন নিহত হয়েছিলেন। গভীর রাতে হাসপাতালে আরও দ’জন মারা যান। আজ বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন রাজ্যের মুখ্যমন্ত্রী জয়ললিতা। আজ তদন্তের নির্দেশ দিলেও গত কাল জয়া পুলিশের পাশেই দাঁড়িয়েছিলেন। বলেছিলেন, “আত্মরক্ষা ও সরকারি সম্পত্তি রক্ষার জন্য পুলিশ গুলি চালিয়েছে।” আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী পি চিদম্বরম বলেন, “আশা করব ভবিষ্যতে পুলিশ গুলি চালানোর মতো পদক্ষেপ না করে সতর্কতার সঙ্গে বিক্ষোভ সামলাবে।”
|
আদালতে হাজিরার নির্দেশ জয়াকে
সংবাদসংস্থা • নয়াদিল্লি |
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতাকে ২০ অক্টোবর কর্নাটকের এক দায়রা আদালতে হাজির হওয়ার নির্দেশ দিল শীর্ষ আদালত। তাঁর বিরুদ্ধে হিসাব বহির্ভূত সম্পত্তির মামলা চলছে। সেই মামলাতেই আজ এই রায় দিয়েছে বিচারপতি দলবীর ভাণ্ডারি ও দীপক বর্মার ডিভিশন বেঞ্চ। জয়ললিতা আবেদন জানিয়েছিলেন, নিরাপত্তার খাতিরে তাঁর বিচার সাধারণ আদালতে না করে যেন বিশেষ ভবনে করা হয়। এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ভারও দায়রা আদালতের উপর ছেড়ে দিয়েছে ডিভিশন বেঞ্চ।
|
জমি দখল, গ্রেফতার ডিএমকে নেতা
সংবাদসংস্থা • তিরুনেলভেলি |
জমি দখলের বিরুদ্ধে তামিলনাড়ু সরকারের অভিযানের কোপে পড়লেন আরও এক ডিএমকে নেতা। অভিযোগ, তিরুনেলভেলি জেলায় তিন একর জমি বেআইনি ভাবে দখল করে রেখেছিলেন দলের জেলা সম্পাদক কারুপ্পাস্বামী পাণ্ডিয়ান এবং তাঁর ভাই। পনেরো দিনের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে তাঁদের।
|
অবসাদে ই-মেল
সংবাদসংস্থা • আমদাবাদ |
দিল্লি হাইকোর্টের গেটে বিস্ফোরণের দায় স্বীকার করে এ পর্যন্ত বেশ ক’টি ই-মেল এসেছে বিভিন্ন টিভি চ্যানেলের দফতরে। তার একটি পাঠানো হয়েছিল গুজরাত থেকে। মেলের সূত্র ধরে খোঁজ নিয়ে প্রাথমিক ভাবে জানা গিয়েছে, কোনও জঙ্গি নয়, চাকরি হারিয়ে মানসিক অবসাদে ভোগা এক ব্যক্তি পাঠিয়েছিলেন ওই মেল। তবু আতঙ্ক ছড়ানোর দায়ে ওই ব্যক্তিকে আটক করা হয়েছে। ওই ব্যক্তি জেরায় জানিয়েছে, বিখ্যাত হওয়ার জন্যই এই কাজ করেছিল সে।
|
ভজন-পুত্রের সঙ্গে জোটে বিজেপি
নিজস্ব সংবাদদাতা • নয়াদিল্লি |
প্রয়াত ভজন লালের ছেলে কুলদীপ বিশনোইয়ের ‘হরিয়ানা জনহিত কংগ্রেস’-এর সঙ্গে হাত মিলিয়ে হরিয়ানায় ঘাঁটি মজবুত করতে চাইছে বিজেপি। বিজেপি সভাপতি নিতিন গডকড়ী ও লোকসভার বিরোধী দলনেত্রী সুষমা স্বরাজের উপস্থিতিতে দল কুলদীপের সঙ্গে জোট বাঁধে। হরিয়ানার হিসার লোকসভা কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি জনহিত কংগ্রেসকে সমর্থন জানাবে। কিন্তু রাজ্যের আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি সিংহভাগ আসনে লড়বে। শর্ত, ক্ষমতায় এলে প্রথম আড়াই বছর জনহিত কংগ্রেস, বাকি সময় বিজেপি শাসন করবে। |
|