টুকরো খবর

পরমাণু বর্জ্য কেন্দ্রে বিস্ফোরণ
জাপানের পর ফ্রান্স। ফের পরমাণু কেন্দ্রে বিপর্যয়ের জেরে ছড়াল তেজস্ক্রিয়তার আতঙ্ক। সোমবার দক্ষিণ ফ্রান্সের একটি পরমাণু বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্রের চুল্লিতে বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় মৃত্যু হয় এক কর্মীর, জখম আরও ৪ জন। ফ্রান্সের পরমাণু সুরক্ষা বিষয়ক নজরদার সংস্থা এএসএন-এর দাবি, চুল্লির বাইরে বিস্ফোরণের প্রভাব পড়েনি। তেজস্ক্রিয় পদার্থও বাইরে বাতাসে বা জলে মেশেনি। তবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) ফ্রান্সের কাছে দুর্ঘটনার রিপোর্ট চেয়েছে। দক্ষিণ ফ্রান্সের মার্কোল পরমাণু কেন্দ্রের পাশেই রয়েছে পরমাণু বর্জ্য প্রক্রিয়াকরণ কেন্দ্র সেন্ট্রাকো। সেখানে বিভিন্ন মাত্রার তেজস্ক্রিয় বর্জ্য গলানো হয়। বিস্ফোরণের কারণ এখনও জানাতে পারেনি এএসএন। বিশ্বে সব থেকে বেশি পরমাণু বিদ্যুৎ ব্যবহার হয় ফ্রান্সে। জাপানের ফুকুশিমা দাইচিতে বিপর্যয়ের পরেই জরুরি ভিত্তিতে চুল্লিগুলির অবস্থা খতিয়ে দেখা শুরু করেছে সারকোজি সরকার। তার মধ্যেই সোমবারের দুর্ঘটনা সরকারের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে।

মেলবোর্ন সম্মেলনে বিশ্ববিদ্যালয়ের দল
সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোনের্র্ উদ্ভিদবিদ্যার এক আন্তর্জাতিক সম্মেলন হয়ে গেল। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক-গবেষকদের ৬ জনের একটি দলও ওই সম্মেলনে যোগ দেয়। ৭৩টি দেশের আড়াই হাজার উদ্ভিদবিজ্ঞানীর মধ্যে ভারতের প্রতিনিধি ছিলেন ২৪ জন। আর পশ্চিমবঙ্গ থেকে যোগদানকারী বলতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ওই ৬ জনই। বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যার অধ্যাপক অমলকুমার মণ্ডলের নেতৃত্বে মেলবোর্ন সম্মেলনে গিয়েছিলেন পাঁচ গবেষক অসীম মণ্ডল, পীযূষকান্তি দাস, তমাল চক্রবর্তী, শেখ মহম্মদ আবু ইমাম এবং সৌরভ দুয়ারি। পরজীবী উদ্ভিদের জীব-বৈচিত্র, তাদের আশ্রয়দাতা ও আশ্রিতের সঙ্গে আন্তঃসম্পর্ক বিষয়ে আলোকপাত করেন অমলবাবু। তিনিই ছিলেন ভারতীয়দের মধ্যে একমাত্র বক্তা।

লন্ডনে উদ্ধার ২৪ ক্রীতদাস
একুশ শতকের ব্রিটেনেও ক্রীতদাস প্রথা! রবিবার ভোরে উত্তর লন্ডনের একটি পর্যটন কেন্দ্রে অভিযান চালিয়ে পুলিশ ২৪ জন ‘ক্রীতদাস’-কে উদ্ধার করেছে। কাজের টোপ দিয়ে লন্ডনের বিভিন্ন এলাকা ও পূর্ব ইউরোপ থেকে আনা হয়েছিল এঁদের। কথা ছিল দিনে মজুরি মিলবে ৮০ পাউন্ড। কিন্তু আসার পর থেকেই এঁদের আটকে রাখা হয় আবর্জনায় ভরা এলাকায়। চুল কেটে নিয়ে কুকুরের খাঁচায় রাখা হত এঁদের। উদয়াস্ত খাটুনি। মিলত নামমাত্র খাবার। কেউ কেউ ১৫ বছর ধরে রয়েছেন এ ভাবে। মজুরির এক পাউন্ডও পাননি। পালানোর চেষ্টা করলে মেরে ফেলার হুমকিও দেওয়া হত বলে জানিয়েছেন গোয়েন্দাপ্রধান শেন ও নেল। এই ঘটনায় জড়িত সন্দেহে পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে।

কেনিয়ায় মৃত ১৫০
তেলের ট্যাঙ্কার ফুটো হয়ে পেট্রোল পড়ছিল নালায়। তা-ই তুলতে জড়ো হয়েছিলেন প্রচুর মানুষ। সেই পেট্রোলে কেউ জ্বলন্ত সিগারেট ফেলে দেওয়ায় কেনিয়ায় পুড়ে মৃত্যু হল অন্তত ১৫০ বস্তিবাসীর। রেড ক্রস জানাচ্ছে, বস্তিটি নাইরোবির এক ঘন বসতিপূর্ণ এলাকায়। ভিতরে একটি স্কুল ছিল। সোমবারের আগুনে মারা গিয়েছে তার সব পড়ুয়াই।

কাতারে তালিবান
কাতারে দলীয় কার্যালয় খুলতে পারে তালিবান। শান্তি আলোচনার মাধ্যমে এক দশকের যুদ্ধ মেটানোর আশায় আমেরিকা তাদের এই অনুমতি দিয়েছে বলে কূটনীতিবিদদের ধারণা। পাকিস্তানের প্রভাব থেকে তালিবানের এই অফিসকে দূরে রাখাই আমেরিকার লক্ষ্য। তবে তালিবানের শর্ত, তাদের প্রতিনিধিদের সেখানে স্বাধীন ভাবে কাজ করার নিশ্চয়তা পেলেই তারা এই প্রস্তাবে রাজি হবে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.