নিজস্ব সংবাদদাতা • জলপাইগুড়ি |
যানজটের কবল থেকে শহরকে মুক্ত করতে শহরের প্রধান সড়কগুলি সম্প্রসারণের কাজ শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। প্রথম ধাপেই বেগুনটারি থেকে দিনবাজার পর্যন্ত্য রাস্তার দু দিক চওড়া করে কাজ শুরু হয়েছে। শহরের অন্যতম ব্যস্ত এলাকা বেগুনটারি থেকে দিনবাজার পর্যন্ত্য রাস্তা ক্রমশ জবরদখল হতে হতে সঙ্কীর্ণ আকার নিয়েছে। ফলে দিনের সব সময়েই যানজট এই এলাকার নিত্য ঘটনা। বিশেষত, স্কুল অফিসের ব্যস্ত সময়ে যানজট তীব্র আকার ধারন করে। সম্প্রতি পুরসভার পক্ষ থেকে রাস্তার মানচিত্র বের করে রাস্তার পাশে সমস্ত দোকান এবং বাড়িকে বাড়তি অংশ ভেঙে দেওয়ার নোটিশ দেয়। সেই মতো পুরসভার পক্ষ থেকেই রাস্তার ওপরে বাড়তি অংশ সরিয়ে রাস্তা সম্প্রসারণের কাজ শুরু হয়েছে পুরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, শহরের অনান্য রাস্তাগুলিও একই ভাবে সম্প্রসারন করা হবে। প্রতিটি রাস্তায় ডিভাইডার বসানো হবে। পাশাপাশি, শহর সৌন্দর্যকরন প্রকল্পের কথাও ঘোষণা করেছে পুরসভা। এই প্রকল্পে শহরের বিভিন্ন রাস্তা এবং গলির মুখে তোরণ বসানো হবে। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ন মোড়ে মোড়ে পথ নির্দেশিকাও লাগানো হবে বলে পুরসভা সুত্রে জানানো হয়েছে। জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান মোহন বসু বলেন,“যে কোনও শহরের উন্নতির প্রধান শর্ত হল তার যোগাযোগ ব্যবস্থা। সে কারণেই শহরের আভ্যন্তরীন সড়ক যোগাযোগ ব্যবস্থার সম্প্রসারন করা হচ্ছে। গুরুত্বপূর্ন সব রাস্তায় দ্রুত ডিভাইডার বসানো হবে। বেগুনটারি থেকে দিনবাজারের রাস্তা সম্প্রসারনের কাজ শুরু হয়েছে। এই কাজ দ্রুত শেষ করা হবে।” পুরসভা সুত্রে জানানো হয়েছে, দ্বিতীয় ধাপে পান্ডাপাড়া থেকে তিন নম্বর ঘুমটি এবং বেগুনটারি থেকে কলেজ মোড় পর্যন্ত রাস্তার দু পাশেও সম্প্রসারণের কাজ করা হবে। শিলিগুড়ি এবং ডুয়ার্স থেকে জলপাইগুড়ি শহরে প্রবেশের একটি গুরুত্বপূর্ণ রাস্তা হল কলেজ মোড় থেকে বেগুনটারি। অন্যদিকে, হলদিবাড়ি থেকে শহরে ঢুকতে গেলে পান্ডাপাড়ার রাস্তা দিয়েই ঢুকতে হয়। মূলত এই রাস্তাগুলিতেই যানজটের সুত্রপাত। তা ক্রমশ শহরের অভ্যন্তরে ছড়িয়ে পড়ে। সে কারণেই শহরে ঢোকার তিন দিকের রাস্তা সম্প্রসারন করে এক সঙ্গে বেশি সংখ্যক যানবাহন চলার সুযোগ করে যানজটের আশঙ্কা নির্মূল করতে চাইছে জলপাইগুড়ি পুরসভা। |