শিক্ষাকে কুক্ষিগত করার চেষ্টা কেন্দ্রের, অভিযোগ বিমানের |
বামফ্রন্টের আমলে শিক্ষা ব্যবস্থাকে ‘কুক্ষিগত’ করার অভিযোগ বার বার উঠেছে আলিমুদ্দিনের বিরুদ্ধে। এ বার বামফ্রন্টের তরফে অভিযোগ করা হল, কেন্দ্রীয় সরকার শিক্ষা ব্যবস্থাকে ‘কুক্ষিগত’ করার চেষ্টা করছে। আর তাতে সহযোগিতা করছে রাজ্য সরকার। বুধবার বামফ্রন্টের বৈঠকের পরে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেন, “শিক্ষাক্ষেত্রে আক্রমণের খড়্গ নেমেছে। শিক্ষা রাজ্য তালিকাভুক্ত বিষয়। কিন্তু শিক্ষার অধিকার আইনকে ব্যবহার করে ভারত সরকার যে সব ব্যবস্থা নিচ্ছে তাতে স্পষ্ট, শিক্ষাকে কেন্দ্রীয় তালিকাভুক্ত করার চেষ্টা হচ্ছে। এ কাজে রাজ্যের তৃণমূল জোট সরকার সাহায্য করছে।” বিমানবাবুর অভিযোগ, বামফ্রন্টের আমলে শিক্ষাক্ষেত্রে গণতন্ত্রের যে প্রসার হয়েছিল, কেন্দ্র ও রাজ্য সরকার যৌথ ভাবে তা খর্ব করার চেষ্টা করছে। এর বিরুদ্ধে বামফ্রন্ট প্রচার আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু রাজ্যপাল নারায়ণনের সঙ্গে দেখা করেন।
|
জরুরি পরিষেবার গাড়ি চালাতে উপযুক্ত নন, অভিযোগ উঠেছে দমকলের বহু চালকের বিরুদ্ধে। তাই কমিটি গড়ে ওই চালকদের ফের পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে দমকল। মন্ত্রী জাভেদ খান বলেন, “এ নিয়ে খোঁজ নিয়েছি। চালকেরা ঠিক মতো গাড়ি না চালালে পরিষেবাটাই আটকে যাবে।” |