বহরমপুরের বিভিন্ন রাস্তায় গত কয়েক দিন ধরেই শুরু হয়েছে বিশ্বকর্মা পুজোর চাঁদা আদায় নিয়ে জুলুমবাজি। এমনিতেই বিশ্বকর্মা পুজোর আগে পঞ্চাননতলা রেলগেটের দু-পারে সিপিএম এবং কংগ্রেসের দুই শ্রমিক সংগঠনের সদস্যদের চাঁদা তোলা কোনও নতুন ঘটনা নয়। ওই রাস্তায় প্রতি বছরই চাঁদা তোলাকে কেন্দ্র করে যানজট দুর্বিষহ করে তোলে পথচলতি মানুষের জীবন। কিন্তু পুলিশ বা প্রশাসন কারও কোনও হেলদোল নেই। এ ব্যাপারে রাজনৈতিক নেতৃত্বেরও কোনও তাপ-উত্তাপ নেই। মাঝে পড়ে ভোগান্তির শিকার হন সাধারণ মানুষ।
গত কয়েক দিন ধরে বহরমপুর বাসস্ট্যান্ড থেকে পঞ্চাননতলা যাওয়ার পথে রেলগেটের দু-পারে আইএনটিইউসি এবং সিটু অনুমোদিত লরি সিন্ডিকেট-এর সদস্যরা লাঠি-বাঁশ হাতে রাস্তার উপরে দাঁড়িয়ে পণ্যবাহী সমস্ত গাড়ি থেকে চাঁদা আদায়ের নামে জুলুমবাজি চালাচ্ছে বলে অভিযোগ। পাশাপাশি রয়েছে বহরমপুর পুরসভার তরফে টোল-ট্যাক্স আদায়। সেই সঙ্গে বাঁশ দিয়ে এক দিকের রাস্তা আটকে বেহাল রাস্তা সারাইয়ে উদ্যোগী হয়েছে বহরমপুর পুরসভা।
|
এতে রাস্তার নিত্যদিনের যানজট অন্য মাত্রা পেয়েছে। বহরমপুর বাসস্ট্যান্ড থেকে পঞ্চাননতলা ১০ মিনিটের পথ পেরোতে এখন দেড় ঘন্টা সময় লাগছে। সব মিলিয়ে ওই রাস্তায় যাতায়াত এখন বিভীষিকা হয়ে দাঁড়িয়েছে। বহরমপুরের মহকুমাশাসক অধীর বিশ্বাস বলেন, “এ ব্যাপারে বহরমপুর থানার আইসি-কে গোটা বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার জন্য বলেছি।”
এর আগে টানা কয়েক দিনের বৃষ্টিতে পিচের চাদর উঠে গিয়ে বাবুলবোনা রোডে বড় বড় খানা-খন্দ তৈরি হয়। এই অবস্থায় যান চলাচলের গতি আনার জন্য কংক্রীট ঢালাইয়ের সাহায্যে স্থায়ী ডিভাইডার তৈরি করে রাস্তাকে দু-ভাগে ভাগ করা হয়। কিন্তু বেহাল রাস্তা ও চাঁদা আদায় শ্লথ করে দিয়েছে যান চলাচলের গতি। গত রবিবার থেকে ওই বেহাল রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়েছে। বাঁশ দিয়ে ঘিরে এক দিকের রাস্তা সারানো হচ্ছে। ফলে এক দিকের গাড়ি দাঁড় করিয়ে অন্য দিকের গাড়ি চলাচল করানো হচ্ছে। এতে গাড়ির লম্বা সারি দীর্ঘ ক্ষণ অপেক্ষা করতে বাধ্য হচ্ছে। |
সেই সঙ্গে পঞ্চাননতলা রেলগেটের দু-পারে দুই রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনের সদস্যরা রাস্তার গাড়ি দাঁড় করিয়ে বিশ্বকর্মা পুজোর চাঁদা আদায় করছে। চাঁদা দেওয়াকে কেন্দ্র করে আদায়কারী ও পণ্যবাহী গাড়ির চালক-খালাসিদের মধ্যে বাদানুবাদ, কখনও হাতাহাতি পর্যায়েও পৌঁছানোর ফলে যানজট তীব্র আকার নিচ্ছে বলে অভিযোগ। দুর্ভোগের মুখে পড়তে হচ্ছে সাধারণ নিত্যযাত্রী থেকে পথচারীদের। এর মধ্যে পঞ্চানতলা রেলগেটের কাছে কেন্দ্রীয় বিদ্যালয়ের স্কুল ছুটির পরে ওই যানজট চরম আকার নেয়। নাভিশ্বাস ওঠে নিত্যযাত্রীদের।
চাঁদা তোলাকে কেন্দ্র করে দুই সংগঠনের জেলা নেতৃত্ব ‘আমরা-ওরা’য় আটকে পড়েছেন। |