একের পর এক চোটের ধাক্কায় বিধ্বস্ত মহেন্দ্র সিংহ ধোনি ইংল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজেও পিছিয়ে পড়ার পর বলেই ফেললেন, ইংল্যান্ড সফরে চোট বিপর্যয়ের জন্য তাঁর কোনও পরিকল্পনাই শেষ পর্যন্ত কাজে লাগাতে পারছেন না তিনি। রোজ বোলে বৃষ্টিবিঘ্নিত ২৩ ওভারের দ্বিতীয় এক দিনের ম্যাচ সাত উইকেটে হেরে দলের বোলিংকেও দুষছেন ভারত অধিনায়ক। “চোট খুব বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে। চোটের জন্য আমরা ন’জন ক্রিকেটারকে হারিয়েছি। যারা সবাই প্রথম এগারোয় থাকা ক্রিকেটার,” অসহায় মন্তব্য ধোনির। মঙ্গলবারের ম্যাচে আবার পা মচকেছেন ফর্মে থাকা ওপেনার অজিঙ্ক রাহানে। পা ফুলে গেলেও ধোনি বলেছেন, শুক্রবার ওভালে তৃতীয় এক দিনের ম্যাচে ম্যাচে খেলবেন রাহানে। |
“বোলারদের আরও ভাল করতে হবে। আমাদের বোলারদের শক্তি বলের গতি নয়, সুইং। কিন্তু রোজ বলের মাঠে বল সুইং করল না। আউটফিল্ড ভিজে ছিল বলে গতির হেরফের করাও সম্ভব হয়নি। ভাল ভাবেই ব্যাটে বল আসছিল,” চলতি সফরে ইংল্যান্ডের কাছে টানা ছ’টা ম্যাচ হারার পর বলেন ধোনি। জাহির-হরভজনের অনুপস্থিতিতে বোলিং লাইন আপ বাছা তাঁর পক্ষে কতটা কঠিন, স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়ক। এমনকী মঙ্গলবারের ম্যাচে তাঁর প্রথম এগারোয় মুনাফ-প্রবীণ-বিনয়-অশ্বিন থাকা সত্ত্বেও ধোনি বলে দেন, “মাত্র দু’জন বোলার নিয়ে খেলাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। প্রধান বোলাররা বেশি রান দিয়ে ফেললে পরিস্থিতি সামলানোর উপায় থাকছে না। অশ্বিনকে খেলালাম এই ভেবে যে, ও হয়তো রানের গতি কমাতে পারবে। কিন্তু অশ্বিনও অতগুলো রান দিল। ইংল্যান্ড ইনিংসের প্রথম পাঁচ ওভার একেবারেই আমাদের পক্ষে যায়নি।”
ব্যাটিংয়ের অবস্থাও তথৈবচ। সচিন তেন্ডুলকর, রোহিত শর্মাদের অনুপস্থিতিতেও সাত ব্যাটসম্যান খেলানো হবে বলে লন্ডন পৌঁছনোর তিন-চার ঘণ্টার মধ্যেই প্যাড পরে নেমে পড়তে হয়েছিল মনোজ তিওয়ারিকে। “ইংল্যান্ডের বোলিং আক্রমণের বিরুদ্ধে আমাদের লোয়ার অর্ডার ব্যাটসম্যানরা বড় রান করতে পারবে না। ছ’জন ব্যাটসম্যান ছাড়া রান করা খুব কঠিন হয়ে যায়। কম রান করলে পাঁচ বোলার মিলেও সেটা আটকে রাখা যাবে না,” নিজের সিদ্ধান্তের পাশে দাঁড়িয়ে বলেন ধোনি। এ দিকে, বৃষ্টিতে মঙ্গলবারের ওয়ান ডে প্রায় টি-টোয়েন্টি হয়ে যাওয়ায় ম্যাচটা খেলবেনই না বলে একটা সময় ভেবেছিলেন ম্যাচের নায়ক অ্যালিস্টার কুক। ইংল্যান্ডের ওয়ান ডে অধিনায়ক জানিয়েছেন, টি-টোয়েন্টি ক্রিকেটে তিনি খুব একটা স্বচ্ছন্দ নন। ড্রেসিংরুমে এই নিয়ে আলোচনাও করেছিলেন। তবে ওয়ান ডে-তে এত কম সময়ে দলে নতুন ক্রিকেটার আনা যায় না বলে শেষ পর্যন্ত খেলেন কুক। এবং ৬৩ বলে অপরাজিত ৮০ রান করে দলকে স্বচ্ছন্দে জিতিয়েও দেন। |