মুরগির ডিম ও খাবার বোঝাই ট্রাকে তল্লাশি চালিয়ে এক কোটি ১৭ লক্ষ টাকার লাল চন্দন কাঠ আটক করল রাজস্ব গোয়েন্দা বিভাগ। মঙ্গলবার রাতে ফুলবাড়ি এলাকা থেকে ট্রাকটি আটক করা হয়। ট্রাকের দুই চালককে গ্রেফতার করে বুধবার আদালতে পাঠানো হয়। বিচারক তাঁদের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। আদালত সূত্রে জানা গিয়েছে, ধৃতদের বাড়ি পঞ্জাবের কাপুরথালা এলাকায়। রাজস্ব গোয়েন্দা বিভাগের আইনজীবী রতণ বণিক জানান, ট্রাকটি হরিয়ানা থেকে মণিপুরে যাচ্ছিল। সেখান থেকে মায়ানমারে ওই সমস্ত লাল চন্দন পাচারের চেষ্টা হচ্ছিল বলে সন্দেহ করা হচ্ছে।
|
শিশু শিক্ষা কেন্দ্রের পাকা দেওয়াল ভেঙে ১৫০ কেজি চাল সাবাড় করল ৫টি হাতি। মঙ্গলবার শেষ রাতে ঘটনাটি ঘটে ফালাকাটার তাসাটি চা বাগান লাগোয়া একটি শিশু শিক্ষা কেন্দ্রে। অন্যদিকে ওই হাতির পাল চাল, নুন ও হাড়িয়ার খোঁজে রহিমপুর চা বাগানে হানা দিয়ে ৫টি শ্রমিক আবাস ভেঙে দেয়। ঘন ঘন হাতি হানায় ক্ষতিপূরণ-সহ হানার ঘটনা রোধ করা না হলে বড় ধরনের আন্দোলনের হুমকি দেন বাসিন্দারা।
|
চোরাই কাঠ উদ্ধার হলেই এ বার থেকে সংশ্লিষ্ট বাগান কর্তৃপক্ষকে নোটিশ পাঠাবে বন দফতর। বুধবার এ কথা জানিয়েছেন বক্সা ব্যাঘ্র প্রকল্প কর্তৃপক্ষ। বক্সা ব্যাঘ্র প্রকল্প উপক্ষেত্র অধিকর্তা রাজেন্দ্র জাখর বলেন, “চা বাগানে বসে পাচারকারীরা অপরাধ করছেন। চা বাগান কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারেন না। তাই এ বার থেকে যে সব বাগান থেকে চোরাই কাঠ উদ্ধার হবে তার ম্যানেজারকে শোকজ নোটিশ পাঠানো হবে।
|
কাঠ পাচারের অভিযোগে সেনা বাহিনীর তিন প্রাক্তন জওয়ানকে গ্রেফতার করল বৈকুণ্ঠপুর বন দফতর। মঙ্গলবার। ধৃতদের একজনের বাড়ি বিহারের কিসানগঞ্জে। বৈকুণ্ঠপুর বন দফতরের ডিএফও ধর্মদেব রাই জানান, ধৃতদের কাছ থেকে প্রচুর শাল ও সেগুন কাঠ আটক করা হয়েছে। এ দিকে, মঙ্গলবার রাতেই নকশালবাড়ির হাতিঘিষা এলাকার বড় ঝরুজোত গ্রামে একটি দাঁতাল হামলা করে। গ্রামের তিনটি বাড়িতে ভাঙচুর চালিয়ে প্রচুর ধান ও চাল খেয়ে নেয়। খবর পেয়ে বুধবার ওই গ্রামে যান নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির বন কর্মাধ্যক্ষ সুনীল ঘোষ এবং উত্তম ছাটের বিট অফিসার অসিত পাল। বন কর্মাধ্যক্ষ বলেন, “এলাকার খগেন কর্মকার, তরণী কর্মকার এবং বাণেশ্বর কর্মকারের ঘর ভাঙা পড়েছে।”
|
এক দলছুট বুনো দাঁতালের হামলায় মৃত্যু হল এক আদিবাসী মহিলা চা শ্রমিকের। বুধবার ভোর পাঁচ নাগাদ রহিমাবাদ চা বাগানে ঘটনাটি ঘটেছে। পমৃতার নাম সুরজি ওঁরাও (৫০)।
|
বাসে তল্লাশি চালিয়ে ৪১টি কচ্ছপ উদ্ধার করল পুলিশ। বুধবার কালিয়াগঞ্জ থানা সংলগ্ন ১০ নম্বর রাজ্য সড়কে এই ঘটনা ঘটে। এর ১০টি মৃত ছিল। এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। |