ভবানীপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি ভাঙার অভিযোগ উঠেছে। সেই অভিযোগের তদন্ত রিপোর্ট অবিলম্বে পাঠানোর জন্য রাজ্যের মুখ্যসচিবকে চিঠি দিয়েছেন রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার। বুধবার রাজ্যের মুখ্য নির্বাচনী অফিসার সুনীল গুপ্ত বলেন, “ইতিমধ্যেই পাঁচ দিন পেরিয়ে গিয়েছে। মুখ্যসচিব সমর ঘোষ এ দিনও ওই তদন্ত রিপোর্ট দেননি।” তিনি জানান, মুখ্যসচিবকে জানিয়ে দেওয়া হয়েছে, ওই তদন্ত রিপোর্ট দিল্লিতে নির্বাচন কমিশনের দফতরে পাঠাতে হবে। তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে মমতা নির্বাচনী বিধি ভেঙেছেন বলে সিপিএমের রাজ্য সম্পাদক বিমান বসু কমিশনের কাছে অভিযোগ করেছেন।
|
সিপিআই (এমএল) লিবারেশনের উদ্যোগে একটি কনভেনশনে বক্তা হিসাবে যোগ দিতে চলেছেন সিপিএম বিধায়ক রেজ্জাক মোল্লা। আগামী ১৫ সেপ্টেম্বর ইউনিভার্সিটি ইনস্টিটিউট হলে ওই কনভেনশনে তৃণমূলকে বর্গাদার উচ্ছেদে অভিযুক্ত করে ১১ দফা দাবি তোলা হবে। রেজ্জাক বুধবার জানান, তিনি ওই কনভেনশনে যাবেন। রেজ্জাকের কথায়, “যে বিষয়ে কনভেনশন ডাকা হয়েছে, সেটা আমাদেরও দাবি। রাজ্যে যখন বামপন্থীদের উপর আক্রমণ হচ্ছে, তখন বৃহত্তর বাম-ঐক্য গড়ে তোলাই প্রাথমিক কাজ।” প্রসঙ্গত, জরুরি অবস্থার সময়ে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে গণতন্ত্র উদ্ধারের দাবিতে যে আন্দোলন হয়েছিল, তাতেও বামেরা যোগ দেয়। পরে ১৯৭৭ সালে বামফ্রন্ট ক্ষমতায় ফিরে আসে। বর্তমানে তৃণমূল এবং কংগ্রেসের বিরুদ্ধেও সে ভাবেই আন্দোলন করা দরকার বলে রেজ্জাকের অভিমত। রেজ্জাকের ওই কনভেনশনে যাওয়া নিয়ে বিরোধী দলনেতা সূর্যকান্ত মিশ্র বলেন, “উনি (রেজ্জাক) যাবেন কিনা, আমার জানা নেই। উনিই বলতে পারবেন।” লিবারেশন সিপিএমকে ‘বিপ্লবী কমিউনিস্ট’ দল বলে মনে করে না। তবুও ওই কনভেনশনে রেজ্জাককে ডাকার কারণ ব্যাখ্যায় লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ বলেন, “রেজ্জাক মোল্লা গরিবের জমির অধিকার, শিল্পায়ন এবং গণতন্ত্রের প্রশ্নে সিপিএমের দক্ষিণপন্থী অবস্থানের বিরুদ্ধে বার বার প্রকাশ্যেই সরব হয়েছেন।” তবে বাম শিবিরের ব্যাখ্যা, রেজ্জাককে কনভেনশনে ডেকে সিপিএমের ‘বিপ্লবী’ অংশকে নিজেদের দিকে টানতে চায় লিবারেশন।
|
সঙ্গীতশিল্পী সন্ধ্যা মুখোপাধ্যায়ের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। বুধবার চিকিৎসকেরা তাঁকে পরীক্ষা করে জানান, তাঁর হৃৎস্পন্দনের হার আগের তুলনায় অনেকটাই স্বাভাবিক। শ্বাসকষ্টও কমেছে। তিনি স্বাভাবিক খাওয়াদাওয়া করেছেন। তবে তাঁর রক্তপরীক্ষায় হিমোগ্লোবিন কিছুটা কম পাওয়া গিয়েছে। হৃৎস্পন্দনের সমস্যা ও শ্বাসকষ্ট নিয়ে মঙ্গলবার ভোরে রামকৃষ্ণ মিশন সেবা প্রতিষ্ঠানে ভর্তি হন সন্ধ্যাদেবী।
|
ফের ‘ঝাঁপ’ দিয়ে মৃত্যু মেট্রোয়। বুধবার বেলা ১১টা নাগাদ, নেতাজি স্টেশনে। মৃতের নাম মধুসূদন গুহরায় (৫৫)। পুলিশ জানায়, দমদমগামী ট্রেনের সামনে তিনি ঝাঁপ দেন। বাঙুর হাসপাতালে তাঁকে মৃত ঘোষণা করা হয়। আধ ঘণ্টা পরিষেবা বিঘ্নিত হয়। |