টুকরো খবর

সমহারে বোনাস সব চা বাগানে
এ বার ডুয়ার্স ও তরাইয়ের সব বাগানের শ্রমিকই সমহারে বোনাস পাবেন। বুধবার শ্রমিক সংগঠনগুলির সঙ্গে বৈঠকের পরে মালিকপক্ষের সংগঠন দি কনসালটেটিভ কমিটি অফ প্লান্টার্স অ্যাসোসিয়েশন জানায়, ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’ গোষ্ঠীভুক্ত সব বাগানেই ২০% হারে বোনাস দেওয়া হবে। মজুরি নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত না-হলেও পুজোর মুখে দ্রুত বোনাসের বিষয়টি নিষ্পত্তি হওয়ায় খুশি শ্রমিক সংগঠনগুলি। শিল্প মহলের দাবি, বছর দশেক পর এ বারই এত দ্রুত বোনাসের ফয়সালা হল। তবে দীর্ঘ দিন বন্ধ থাকার পর দু’বছর ধরে চালু এমন বাগানের ক্ষেত্রে ১১% ও এক বছর আগে খুলেছে এমন বাগানের শ্রমিকরা ৯% হারে বোনাস পাবেন বলে ঠিক হয়েছে। এ দিকে, আজ আদিবাসীদের করম উৎসব (গাছ পুজো) উপলক্ষে চা বাগানে সবেতন ছুটি ঘোষণা করেছে রাজ্য। শিলিগুড়িতে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী গৌতম দেব জানান, “আদিবাসীরা মুখ্যমন্ত্রীর কাছে এ ব্যাপারে আর্জি জানিয়েছিলেন।” এ ব্যাপারে খুশি ডিফেন্স কমিটি ফর প্লান্টেশন ওয়ার্কার্স রাইট-এর আহ্বায়ক সমীর রায়, কো-অর্ডিনেশন কমিটি নেতা জিয়াউল আলম, আই সি সি টি ইউ-র বাসুদেব বসু, প্রোগ্রেসিভ টি ওয়ার্কার্স ইউনিয়নের নেতা অমরদান বাক্সলা, জলপাইগুড়ি চা বাগান ওয়ার্কার্স ইউনিয়নের নেতা আনিসুর রহমান, এনইউপিডব্লিউয়ের নেতা মণি ডার্নাল। আরএসপির গোপাল প্রধানের দাবি, “১৫-২৪ সেপ্টেম্বরের মধ্যে বোনাস মিলবে।” সিটুর দার্জিলিং জেলা সম্পাদকমণ্ডলীর নেতা গৌতম ঘোষ বলেন, “যেভাবে বোনাস ফয়সালা হল সেভাবেই শ্রমিকদের মজুরি চুক্তি করতে হবে।”

পর্যটক টানতে সমীক্ষায় ডাক রাইটস-কে
কলকাতাকে সাজাতে চান লন্ডনের ধাঁচে। দিঘাকে গড়ে তুলতে চান গোয়ার আদলে। আর দার্জিলিংকে করতে চান প্রাচ্যের সুইৎজারল্যান্ড। সেই কাজ শুরুও করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যে পর্যটক টানতে এ বার ‘রাইটস’-কে দিয়ে সমীক্ষা করানোর সিদ্ধান্ত নিলেন তিনি। বুধবার নগরোন্নয়নের কাজের সঙ্গে যুক্ত কয়েকটি দফতরের মন্ত্রী ও সচিবদের বৈঠকে এ কথা জানিয়ে মমতা বলেন, “দু’মাসের মধ্যে রাইটস-কে রিপোর্ট দিতে বলা হবে।”পূর্ব মেদিনীপুরের হলদিয়া, মন্দারমণি, দিঘা; উত্তরবঙ্গের দার্জিলিং ও ডুয়ার্স এবং দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন এলাকাকে আরও আকর্ষক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে চাইছে রাজ্য সরকার। সেই জন্য পরিকাঠামো ও যোগাযোগ ব্যবস্থা উন্নত করতে হবে। ওই সব কেন্দ্রে পর্যটক টানতে কী কী করত হবে, সেই বিষয়ে সুপারিশ করবে রাইটস। সুপারিশের মধ্যে হলদিয়ায় একটি স্থায়ী এয়ারস্ট্রিপ তৈরির প্রস্তাবও থাকবে বলে মুখ্যমন্ত্রী নিজেই জানান। পর্যটক টানতে দিঘার সমুদ্রের জলের নীচে ম্যারিন অ্যাকোয়ারিয়াম-সহ কয়েকটি বিশেষ ধরনের প্রকল্প তৈরির বিষয়েও চিন্তাভাবনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী এ দিনও অভিযোগ করেন, “রাজ্যের পর্যটন উন্নয়নে বামফ্রন্ট সরকার তেমন কোনও কাজই করেনি। অথচ এই রাজ্যে পাহাড়, সমুদ্র, জঙ্গল সবই রয়েছে।”

সুইফট তৈরি হবে গুড়গাঁওতেও
মানেসরের কারখানায় শ্রমিক অসন্তোষের জেরে গুড়গাঁওতেও সুইফট গাড়ির উৎপাদন শুরু করছে মারুতি-সুজুকি। ডিজেল-চালিত সুইফট বুক করার পর গাড়িটি হাতে পেতে অপেক্ষা করতে হয় চার মাসেরও বেশি। পশ্চিমবঙ্গে অন্তত তিন মাস। মানেসরে উৎপাদন ব্যাহত হওয়ায় তা আরও বাড়ার আশঙ্কা। সে জন্যই গুড়গাঁওতে গাড়িটি তৈরির এই সিদ্ধান্ত। এ দিকে, গাড়ির দাম বাড়াচ্ছে টয়োটা কির্লোস্কর। সংস্থা জানিয়েছে, ১ অক্টোবর থেকে ভারতে তৈরি সমস্ত গাড়ির দামই ১.৫-২% বাড়বে। মূলত কাঁচা মালের দাম বাড়াতেই এই সিদ্ধান্ত।

ইয়াহু-র সিইও বরখাস্ত
সিইও ক্যারোল বার্টজকে বরখাস্ত করল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা ইয়াহু। ফোনের মাধ্যমে তাঁকে ছাঁটাই করা হয়েছে বলে কর্মীদের ই-মেলে জানিয়েছেন বার্টজ। সিএফও টিম মোর্সকে অন্তর্বর্তী সিইও নিয়োগ করা হয়েছে। গত কয়েক বছরে গুগ্ল ছাড়াও সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলির কাছে অনেকটাই পিছিয়ে পড়ে ইয়াহু। তখন ঢেলে সাজতে ২০০৯-এ বার্টজকে সিইও নিয়োগ করে সংস্থা।

বিদেশে পা রাখছে ক্ষুদ্র-ঋণ সংস্থা

বিদেশে পা রাখছে কলকাতার ক্ষুদ্র-ঋণ সংস্থা বন্ধন। ব্যবসা পরিচালনায় কারিগরি সহায়তা দিতে চলতি অর্থবর্ষেই ইন্দোনেশিয়ার ক্ষুদ্র-ঋণ সংস্থা এমবিকে-র সঙ্গে চুক্তি স্বাক্ষর করা হবে বলে জানান বন্ধনের সি এম ডি চন্দ্রশেখর ঘোষ। তাঁর দাবি, ক্ষুদ্র-ঋণ সংস্থা হিসাবে তাঁরাই প্রথম বিদেশে পা রাখছেন। কারিগরি সহায়তা দিয়ে আয় বাড়ানোই সংস্থার উদ্দেশ্য। এ দিকে, বিশ্বব্যাঙ্কের শাখা ইন্টারন্যাশনাল ফিনান্স কর্পোরেশন সংস্থার শেয়ারে ১৩৫ কোটি টাকা লগ্নি করেছে। ফলে বন্ধনের পর্ষদে বিশ্বব্যাঙ্কের ১ জন প্রতিনিধি থাকবেন।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.